নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবন্ধু

১৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

সবাই বলে , শেখ মুজিব নেই
আমি বলি ,আদর্শের মৃত্যু নেই ?

যার বজ্র কণ্ঠ আজ ও হৃদয়ে ঝড় তুলে
যার বসবাস হৃদয়ের সিংহাসনে
হৃদয় থেকে হৃদয় যাকে বয়ে নিয়ে যায়
তার কি মৃত্যু হয় ?

মানুষ মরে যায়
মরে না মহাবীর
তার আদর্শ নাম বুকের গহীনে
থেকে যায় অমলিন ।

তুমি বাংলার জন্মদাতা
তুমি ছিনিয়ে এনেছ স্বাধীনতা
রুখে দিয়ে ষড়যন্ত্র
তুমি পাও অমরত্ব
হৃদয় গহনে তোমার বসবাস ।

তুমি বঙ্গবন্ধু বাংলার
জন্মে তোমার ধন্য বাংলার প্রাণ
তুমি হাজার বছরের শ্রেষ্ট বাঙালী
তুমি বাংলারই সন্তান ।

তুমি আকাশের তারা নও
আকাশটাই তুমি ,
শত শত তারা জ্বলে তোমার বুকে
জ্বলে ধিকিধিকি ,
সব তারা ঝরে গেলেও
তুমি থাকো ঠিকই।

তুমি মোদের আরাধ্য রতন
তোমার তবু হয়নি যতন
তোমার কাছে ক্ষমা চাই
তোমার আদর্শ মাঝে হয় যেন ঠাঁই।

(লেট আপ্লুড । সরি ফর দেট ।)

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

কলাবাগান১ বলেছেন: খুন করেও তৃষ্ঞা মেটে নাই...এখন উনার ছবি বিকৃত করছে সেই রাতের অন্ধকারে...৪০ বছর চেস্টা করেছিল মানুষের মন থেকে উনাকে মুছে দিতে কিন্তু নতুন প্রজন্ম ইন্টারনেটের কল্যানে জানতে পারছে যে উনি কে ছিলেন আর এই দেশের স্বাধীনতা কিভাবে উনার নেতৃত্ব হল।

২| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪৪

চাঁদগাজী বলেছেন:


উনার কোন তত্ব, বা আদর্শ আপনার মনে আছে?

১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৩৭

শরতের ছবি বলেছেন: বলেছেন: বানানটাও বোধ হয় ভুল করলেন । আপনি হয়ত তত্ত্ব (Theory ) বলতে চেয়ে ভুল করেছেন । আর ও পড়াশোনা করুন তাহলে এই ভুল আর হবে না। আপনি নিজের চকরায় তেল দিবেন কারণ এখন আপনার নিজেকে পরিশুদ্ধ করা বাকি আছে । আপনার হয়ত আত্মবিশ্বাস ও কম । তাই অন্যের প্রতি বিশ্বাস বা সম্মান কোনটিই নেই । আপনার ফ্যামিলি আপনাকে কিছু শেখায়নি । জানি না আপনি কোন ফ্যামিলি থেকে এসেছেন , কী দেখে বড় হয়েছেন । আপনাকে বলেছি না - আমার পেজ এ কোন মন্তব্য করবেন না । অভদ্রতা আমি সহ্য করতে পারি না । আমি লিখেছি কবিতা । এই বিষয়ে কিছু না বলে অন্য বিষয়ে এ সে ইন্টারভিউ নেয় , কাম পায় না যত্তসব .......।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.