নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

ছুটির ঘন্টা

১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫০



বেজেছে ছুটির ঘন্টা
এলো ফিরে সুখের রাঙা সকাল
মনের ঘরে টুইট করেছে কে যেন
হৃদয়ে ঝরছে সুরের ধারা টুংটাং ।

গীটারের তারে সুর ওঠেছে অফুরান
হারিয়ে যাব অবাক -দুপুরে
প্রাণের বন্ধু তোমায় আহ্বান ,
কোথা হতে কোথায় হারাবো
কেউ ঠিকানা পাবে না তার ।

আকাশের মেঘে , সবুজের মাঝে
,উদ্ভ্রান্ত হবে প্রাণ
ঢেউ পেরিয়ে ,জলে ডুবে ডুবে
তুলব ঝিনুকের বাতান ।

কুড়ানো ঝিনুকে মালা গেঁথে
পড়িয়ে দেব নিজ হাতে
অজুত নিজুত শাপলা তোমায়
দিব আজ উপহার ।

পদ্ম ফোটা ঝিলের জলে
ভেসে ভেসে কাটাব দিনমান
সন্ধ্যাসাঁজে বুনো হাঁস হয়ে
উড়ে যাব
সীমানার ঐ পার ।

আমি বারবার তোমায় নিয়ে
হারিয়ে যাব পৃথিবীর পথে
কেউ খোঁজ পাবে না তার


আমি হৃদয় পাজর খুলে দিয়ে
লুকিয়ে রাখব হৃদয় গহীনে
কেউ খোঁজ পাবে না তোমার


মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫০

বিজন রয় বলেছেন: সুন্দরসব কল্পনার সমাহার।
অজানায় হারিয়ে যাওয়াতেই তো আনন্দ।

শুভকামনা রইল।

২| ১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

শুভ্র বিকেল বলেছেন: দারুণ কবিতা। শুভেচ্ছা জানবেন কবি।

৩| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৫

কথাকথিকেথিকথন বলেছেন: শিহরিত অনুভূতি । ভাল লেগেছে ভাবনাগুলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.