নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

অশরীরী প্রেম

১৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৪

আমি কিন্তু প্রেমিক নই
যখন সুনীল সাগর জলে পা বুলাই ;
আমার বুকের ভেতরে এক অজানা বাঁশি বেজে ওঠে
হৃদয়ের ভেতরে অচেনা এক কম্পন জাগে ।
অচেনা হয়ে যাই নিজের কাছে নিজে !


এ এক আশ্চর্য ক্ষমতা সমুদ্রের
সব কিছু ফেলে তার কাছে বারেবারে
ফিরে যেতে ইচ্ছে হয়।
এ এক অদ্ভুত অনুভুতি !
এক অশরীরী প্রেম ।


সমুদ্র সৈকত , ঊর্মি মালা
সুনীল সাগর , বুক ফুলিয়ে করে খেলা
এই দুরন্ত খেলা ;
বাড়িয়ে দেয় আমার উন্মত্ততা ।


ঢেউ এসে পাথরের মাঝে
যখন আঁচড়ে পড়ে
মনে হয় এই ঢেউ ;
আমার বুকে এসে আঁচড়ে পড়ে
তখন এই চেনা পৃথিবী
আমার কাছে অচেনা লাগে ।


নিঃসঙ্গ বালুকা যেন আমায় ডাকে
তাকে সঙ্গত দেয়ার জন্য ,
তখন -মনে হয়
এই পৃথিবী আর বাকী যা কিছু আছে , সব বৃথা
শুধু সত্য , এই সুন্দরের খেলা ।


শুধু মনে জেগে থাকে -
একটি সমুদ্র
তার সৈকত অসংখ্য পাথর
এই ইনানী বিচ -পাহাড়
পাহাড়ের গায়ে অসংখ্য নীল ফুল ।
আর আমি - নীল আকাশ
নীলাভ আলেয়ার খেলা ।


এই ঊর্মির দোলা
সুনীল জলের খেলা
হাওয়ার উন্মত্ততা
নীশিথ পূর্ণিমা
সোনালী গোধূলি বেলা
ঝাউয়ের সাড়ি পেরিয়ে , দুরন্ত স্নিগ্ধতা ;
শুধু তোমাকে মনে করিয়ে দেয়
আমি তখন বদ্ধ প্রেমিক হয়ে যাই ।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১২

কানিজ রিনা বলেছেন: অনেক সুন্দর কবিতা, ধন্যবাদ।

২| ১৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৩

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ভাল লিখেছেন..শুভ কামনা রইল ভাই।

৩| ১৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৩

কাছের-মানুষ বলেছেন: আমি কিন্তু প্রেমিক নই
তবে আশ্চর্য হই ,
যখন সুনীল সাগর জলে পা বুলাই
তখন আমি আশ্চর্য হই্‌
আমার বুকের ভেতরে এক অজানা সুর বেজে ওঠে


অনেক সুন্দর করে লিখেছেন।

৪| ১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:০১

শুভ্র বিকেল বলেছেন: অসাধারণ লেখনী। শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.