নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

নায়ক রাজের প্রতি- শ্রদ্ধাঞ্জলি

২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:১৩



মালা গেঁথে বল আমি কারে পড়াবো '
সেই গানের কলি ,
যেন কোটির নারীর
মনের আকুতি !


সে যে হৃদয়ের পাঁজর ভেঙে চলে গেল
কিছু বলে গেল না ,
'প্রজাপতি উড়ে গিয়ে বল না '--
এভাবে তার চলে যাওয়া ঠিক হল না !!

তুমি অনির্বাণ শিখা জ্বেলে এসেছিলে
খেলাঘর ভেঙ্গে নিভৃতে চলে গেলে !

তুমি কী ঐ দূর দুরান্তে -
নীল নীলান্তে -অস্তমিত হলে
রবির আবীরে ?
আবার কী আসবে ফিরে
পীচডালা পথে ,
নীল আকাশের নীচে ?
যদি ফুল গুলো অভিমানে ঝরে যায়
এ জগতে বড় ভাল লোক
কোথায় পাবো হায় ?
মালা পড়ার দায় !



কোন নামে তোমায় যে ডাকি
তুমি যে অরূপ রতন ,
খাঁটি হীরা -মতি !
কেউ বলে মহা-রাজ
কেউ দিল নায়ক-রাজ উপাধি ।

আমি বলি , হৃদয়-রাজ
তুমি রাজ- রাজ্জাক
অন্তরের গহীন ভিতর
মনের গহনে তোমায় রাখি ।।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: বাংলা চলচ্চিত্রে নক্ষত্রের পতন।

২| ২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে

নায়করাজের প্রতি শ্রদ্ধা

৩| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৫

শুভ্র বিকেল বলেছেন: ওনার আত্মার মাগফেরাত কামনা করি। সুন্দর হয়েছে, আপনাকেও ধন্যবাদ।

৪| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৬

রাজীব নুর বলেছেন: বড় ভালো লোক ছিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.