নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

জলের ক্রোধ

২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২৯



এই জলেই 'আগুন জ্বলে '
জলের ক্রোধে মানুষ ভাসছে জলে
জল যেন হায়েনা ,
সে জ্বলছে প্রতিশোধের স্পৃহায়
মানুষ খেয়েছে নদী ;
এখন নদী কেবল মানুষ খেতে চায়
সাধ্য কার তারে ফেরায় ?
কে করেছে পাপ
কে তার সাজা পায় !


হামাগুড়ির শিশু
ভেসেছে পানির তোড়ে ;
ও পাড়ার সুমা , বিলাল গিয়েছে মরে
সব কী আর আসে খবরে ?
সেই দুর্ভাগাদের কথা বলছি ,
যাদের চাল নেই ঘরে
চুলো গেছে মরে ,
পানি ঢুকেছে চারিধারে
খাট বিছানা চালের উপরে !


সাপ ওঠেছে মরে,
গরু ভেসে গেছে
পেট তো বুঝে না কিছু
ক্ষুদা তার পাল্লা দিয়ে বাড়ে !
দিনে দিনে বাড়ে অনটন
জীবনের আরও কত প্রয়োজন !
বাড়ছে অসুখের প্রাদুর্ভাব
অসুখে কী করে ;
কেনা হবে অসুধ ,বিসুধ ?


মানুষগুলোর গালে হাত
দিন তবু যায় ,
থেমে যায় রাত ।
ঘোর অমানিশায়
বেঁচে থাকা দায়
বাড়ালে কেউ হাত
ভাবে ,এসেছে বুঝি দেব দুত !


জড়ো হয়ে সব তারা হাত পাতে
কিছু ত্রানের আশায় ।
কিছু আসে ত্রাণ ;
তবে যায় না সেই ব্যাকওয়ার্ড পাড়ায় ।
জলের খেয়ালে তারা বানভাসি আজ
তারা বুভুক্ষা, নিঃস্ব অসহায় ,
আপন নিবাস ভুলে রাস্তায় দাঁড়ায়
ওদের সব গেছে বন্যায়।

তলিয়েছে ফসলের জমি -মাছের পুকুর
জলকেলিতে ভাঙছে বসত এবার !

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৫০

তারেক ফাহিম বলেছেন: বন্যার্তদের নিয়ে সুন্দর কবিতা পাঠে ভালো লাগলো।

ত্রানতো কম বেশি যাচ্ছে তবে যারা পাওয়ার কথা তারা না পেয়ে রাক্ষস খোক্ষশ হজম করছে।

২| ২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:২৩

বিজন রয় বলেছেন: বন্যা ও বন্যার্ত নিয়ে আপনার ভাবনাটি ভাল লাগল।

কেমন আছেন?

৩| ২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:২৬

এম আর তালুকদার বলেছেন: এখন নদী কেবল মানুষ খেতে চায়
সাধ্য কার তারে ফেরায় ?
কে করেছে পাপ
কে তার সাজা পায় !

ভাল লাগলো চরণগুলো...

৪| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৮

আখেনাটেন বলেছেন: তাদের নিয়ে ভাবছেন এজন্য ধন্যবাদ।

লেখাও ভালো লেগেছে।

৫| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৬

শুভ্র বিকেল বলেছেন: আল্লাহ যেন তাদের কষ্ট লাঘব করেন।

৬| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো বলেছেন কবি, ভালো লাগলো কবিতা

বানভাসি মানুষের প্রতি সহায় হোক আল্লাহ্

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.