নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

ও পাশে নীল ফুল

৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১২



আমার নামে চিঠি এলো
নীল খামে ,
চিঠির ভেতর আঁকা ছিল বাঁকা নদী
জানি না সে বয়ে কোনদূরে ।
সব কিছুই আঁকা ছিল
হৃদয়ের রঙ দিয়ে ,
হৃদয়টা তার বাঁকা ছিল
নদীর মত মন নিয়ে !

চিঠিটার ওই ভাঁজে ভাঁজে
কথকতা ঝরছিল নির্ঝরে !
জোনাক্গুলো ঝাঁকে ঝাঁকে
জ্বলছিল ওপাশে বনোধারে !

একখানি চাঁদ হাসছিল বাঁশঝাড়ে
বৃষ্টি ধোয়া পাতা গুলো আদুরে
ফুলেরা সব হাসছিল বনজুড়ে
প্রজাপতি কী অপরূপ রঙ ছাড়ে !


সবুজ সবুজ ঘাসের 'পরে
আকাশ থেকে ফুল ঝরে
বাতাস যেন শনশনিয়ে
মনের ঘরে সুখ ছাড়ে ,
একপাশে তার নীল নোয়ানো
আকাশ নেমে স্নান করে ।
সুনীল জল, সেই সুখেতে
ঢেউয়ের পরে ঢেউ ছাড়ে ।

ওপাশে এক নীলফুল
সাথে তার আংটি খানি
বনলতার প্যাঁচ দিয়ে,
কথা কিছু লেখা ছিল
গোধূলির রঙ দিয়ে ।

আরো কিছু কথা ছিল
আকাশ রঙা মন নিয়ে
এই ফুলটি নাকে পরো
হাতে লতার আংটিখানি ধরো
বনফুলে বাসরখানি গড় ।

আমি মেঘের পালক ছুঁয়ে
আসব নিশীথ রাতে ,
শিশির জলে সিক্ত হয়ে
ফিরব তোমায় নিয়ে
নীল পাহাড়ের দেশে ।
নীল আকাশ আর নীলা জলে
মন হারাবে হেসে ।।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:১৫

বিজন রয় বলেছেন: এত নীল ফুল পাওয়া যায়?
আগে দেখিনি।

কবিতায় ++++++

২| ৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো ভাই
শুভেচ্ছা

৩| ৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৫

এম আর তালুকদার বলেছেন: আরো বলেছিল ;
আমি মেঘের পালক ছুঁয়ে
আসব নিশীথ রাতে ,
শিশির জলে সিক্ত হয়ে
ফিরব তোমায় নিয়ে
দিগন্তের ও পারে
নীল পাহাড়ের দেশে ।

কেউ কথা রাখেনা...

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৬

দৃষ্টিসীমানা বলেছেন: কবিতায় ভাল লাগা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.