নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

একটি শরতের ছবি

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১০

শরতে চাইনে বরষা
গহন রাতে শিশির ঝরুক
শারদ প্রাতে নামুক স্নিগ্ধ কোয়াশা
পদ্ম কিংবা শাপলায় হাসুক জলশা ।

আমি শিউলি তলায় ,
ভেজা ফুল কুড়োবো একেলা
এমনি সুখ রসে মোর বেলা বয়ে যাক না
নির্মল নীলাচলে আমি মেলে দিব পাখনা
মাঝি পাল তুলে অজানায় যাক না !

আমি ঐ কাশবনে মিশে রব
নদী তীর ঘেঁষে, বাউল হব
হাওয়ায় দুলবো চপল তানে
শুভ্র ফুলের শুভ্রতা নিয়ে ,
ছুটে যাবো অচিন দেশের পানে!

সেথায় বাঁশবনে হাসবে জোনাক
বাঁশি বাজবে উদাসে
ঘাস ভিজবে শিশিরে
ফড়িং উড়বে বাতাসে
আমি অবনত হব আবেগে
দিনমান - সন্ধ্যাসাঝে ;
কিংবা রাতের আঁধারে !

শারদ জোছনা মেখে
বিগলিত মানসে
মিশে রব ঐ নীলকান্তে ,
মেঘের পালক থেকে
সুখের মন্তর আমি
এনে দেব তোমাকে !

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ছবি ও শরত বন্ধনা ভাল লাগিয়াছে।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৮

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন:

"একটি শরতের ইতিহাস" হবে।
শরৎ আর নেই সে শরৎ ...

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লিখেছেন কবি, ভালো লাগা জানিয়ে গেলাম

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৮

লক্ষণ ভান্ডারী বলেছেন: যেদিকে তাকাই ফিরে ফিরে চাই
সবুজের অভিযান,
ঢাকঢোল বাজে সকালে ও সাঁঝে
শুনি আগমনী গান।

কবিতাপাঠে মুগ্ধ প্রিয় কবি।
শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.