নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

ছুঁ\'তে পারবে না

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৬

আমার দুঃখ গুলি তুমি ছুঁতে পারবে না
সময়ের ধুলিতে তারা চাপা পড়ে
জীবনের অনেক গহীনে ডুবে আছে
ছুঁতে চাইলে ভেঙ্গে পড়বে
এক জীবনের স্থাপনা ।

মাটির নীচের কীটের মতন
দুঃখরা এখন বসত গড়ে আছে নিশ্চিন্তে
তারা নতুন বীজ বোনায় ব্যস্ত ।

সেখানে আমি এখন হাত দিই না
আমার জানালার কার্নিশে প্রজাপতি আসে
নতুন সুখ নিয়ে
আমি হাত বাড়াই
কখনও ধরা দেয়
খানিকবাদে হারিয়ে যায় শরতের নীলে
আমি মেঘের পালক ছুঁতে চাই উড়ব বলে ।

আমি আকাশকেই সুখ ভেবে নিয়েছি
সুখতো আপেক্ষিক যার কাছে যেমন
শুনেছি সুখরা নিশাচর
তাই রাত জেগে থাকি
ঠিক আসে জোছনার আলো হয়ে
আবার মিশে যায় মানুষের দিনমানের কোলাহলে ।

কেউ বলে সাগর জলে সুনীল সুখেরা রুপালী ঢেউ হয়ে ভেসে ওঠে
নদীর চরে , কাশবনের রঙে - সুখ নাকি উড়ে বেড়ায় !
কখনও নামে টলটলে নদীর রুপালী জলে
বালিহাঁসের উড়ন্ত মালায় ,
কখন ও গোধূলির ভেলায়
শেষ বিকেলের নরম বিছানায়।
আমি তাই মনের জানালা খুলে দিই, সে সুখ ধরব বলে ।।

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

কথাকথিকেথিকথন বলেছেন:




কবিতা ভাল লেগেছে । দুঃখগুলো উড়ে সুখগুলো ফিরে আসুক ।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা রইল কবিতায়, সুন্দর।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৯

ভ্রমরের ডানা বলেছেন:
অনেক দিন পর এলেন.... কবিতা মন মাতানোর মত....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.