নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

হেমন্তের ডাক

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৫



বছর জুড়ে যাওবা থাকি
হেমন্তে না পারি ,
মা আমায় ডেকে বলে
আয় না এবার বাড়ি !

এই শহরের বাতসে
এক সুবাস এসে মেশে
সে সুবাস
মৌ মৌ করে ঘ্রাণে ।
এক শীতল ঝর্ণা ছুটে এসে
মোর হৃদয় জলে মেশে
মেঘের ভেলায় ভেসে
ফিরে যাবে তার
ছোট্ট সুখের নীড়ে ?

যেথা সাঁজের মায়ায় জোনাকেরা
বনের ধারে ভীড়ে ,
হলুদ সর্ষে ঢেউ খেলে যায়
সোনার আলো জ্বেলে
গহন রাতে হাওর জুড়ে
জোছনার ঢেউ খেলে !

মা ডাকে আয় ভাত খেয়ে যা
ছোট্ট মাছের ঝোলে
মটরশুটি , মাশখলাই ফুল
ডাকে দুপুর হলে ।
সর্ষে খেতের আ'লে
পা ভিজে যায় জলে
শিশির ধোয়া ঘাসের বুকে
পুলকে মন দোলে ।

ধানের ক্ষেতের শেষে
এক নদী গেছে ভেসে
সে নীরব চোখে ডাকে
বলে , নেয়ে যাও মোর জলে
সুখ পাবে খুব মাছ ধরবার কালে ।

মাঝি দেয় পাল তোলে
ভাটি গানের সুরে
গোধূলির রং মেখে
রাখাল ফেরে ঘরে !

কে যেন গো বাজায় বাঁশি
সন্ধ্যে সন্ধ্যে হলে !
গরুর গাড়ি মেঠোপথে
বুক ফুলিয়ে চলে !!

মন্তব্য ৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর হয়েছে ছড়া।
কতদিন মায়ের হাতে পিঠা খাওয়া হয় না!

২| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো হয়েছে ছড়া। :)

৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৬

করুণাধারা বলেছেন: খুব ভাল লিখেছেন +++।

৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৮

রাসেল উদ্দীন বলেছেন: চমৎকার লেগেছে হেমন্তের ডাক!

৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক মুগ্ধ করলেন হেমন্তের ডাক দিয়ে।

শুভকামনায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.