নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

সুখ যদি চাও তবে

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪১


সুখ যদি চাও তবে
খুজোঁ চিত্ত লয়ে,
বন্ধ চোখেও পাবে তারে
মনের ভাজেঁ ভাজেঁ !
পথে পথেও পাবে তারে
সকাল দুপুর সাঝেঁ !

খুজঁলে তুমি পাবে তারে
মেঘ-মল্লার শাখেঁ
গৃহের কপাট খুলে দেখো
পাহাড় তোমায় ডাকে !
অস্তরাগের সাতরঙে
সর্ব দুখখ নাশে !

তাও যদি না ভরে মন
যেও পাখির কাছে
সে তোমায় ভরিয়ে দেবে
রং মহলার ভাবে ।
শিশির ভেজা সূর্য স্নানে
তারে তুমি পাবে ।

মুক্ত মাঠের উদলা হাওয়া
সুখের পরশ দেবে ।
গাঁয়ের কোন মেঠো পথে
হয়তো নদীর বাঁকে বাঁকে
সুখ পাখিটা খুঁজে পাবে
বুনো ফুলের মাঝে ।

গোধুলির রঙ সাজে
শাপলা পদ্ম বিলে
দেখবে সুখ ভাসে ।
দিন শেষে ভেসে যেও
জোনাক তারার দেশে
মিটিমিটি আলোক তোমায়
ভাল লাগা দেবে ।

স্নিগ্ধ কোন রাতের মায়ায়
যেও সাগর তীরে
নীলাভ আলোয় রাঙবে হৃদয়
একলাটি যাও হেঁটে ,
জ্যোৎস্না প্লাবন দেখবে তোমার
সংগ চেয়ে হাসে ।


ইমেজ ঃ নেট থেকে




মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৪

নূর-ই-হাফসা বলেছেন: বাহ ! সুন্দর ভাবে সুখ খোঁজার পথ টা দেখিয়ে দিলেন

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২০

শরতের ছবি বলেছেন: আমি এ পথেই সুখকে পেয়েছি । তাই আপনাদের জানিয়ে গেলাম কবিতার মত করে । আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ।

২| ১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

নাগরিক কবি বলেছেন: সুন্দর

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২০

শরতের ছবি বলেছেন: ধন্যবাদ নাগরিক কবি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.