নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

পথের কাব্য

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৭



এ যেন পথ নয়
এক মায়াবী মানসী !
প্রসারিত হাতে ডাকে দিবানিশি
যে পথিক চলে যায়
তাকে বলে ,শোন- মোর গল্প , কাহিনী !
পথিকের তরে পেতে রাখে
বুকের আসনখানি !

আঁকাবাঁকা পথ
দুপাশে তার অথৈ জলরাশি
পথিক ভাবে ,
এ বুঝি অকূলজলধি ।
আকাশ উদাত্ত আহ্বানে
ডাকে দিবানিশি ।


ঢেউয়ের বুকে লেখা
আছে প্রেমকাহিনী ।
আকাশ মাটির প্রেম শেষে
হল জানাজানি ।
তাই চুপিচুপি বাসর সাজায়
তারার আলোক-দানি
জোনাকিরা দলবেঁধে উড়ে
করে কানাকানি ।

এখানে জলাধারে
আকাশের ছায়াপড়ে
পাখিরা সাঁঝেরমায়ায়
ফিরে আসে নীড়ে
এপথের দুধারে তরুলতা ,
মায়াবী সবুজে ঘেরা
তারা জড়ায়ে বুকেবুকে
গহন কালে মনের কথা বলে ।

আহ ! এমনো সুন্দরে
ব্যাকূল মানস নিয়ে
নির্জন পথপানে মুগ্ধতা মাখি
স্বপ্নিল ডানা মেলে মন বলে
আমি যে হারায়ে গেছি!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৩

দীপঙ্কর বেরা বলেছেন: খুব ভাল লাগল

২| ১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৪

ভ্রমরের ডানা বলেছেন:

চমৎকার কাব্য!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.