নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

নীলকন্ঠী নারী

১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৮



এই যে ঝাঁকড়া চুলের কবি ,
তুমি যে আমার মন করেছো চুরি
বল , এখন আমার হবে কী ?
এলিয়ে চুল বলল কবি,
কে গো তুমি ?

কোন পাহাড়ে জন্ম তোমার
কোন মেঘেতে বাড়ি ?
কোন নদীতে ঝরে পড়
কোন সাগরের পাড়ি ?
তুমি কী নীল জলধির নুড়ি
আঁধার রাতে বাজে তোমার
ঝুমুর ঝুমুর চুড়ি ?

কোন আকাশের নীল তুমি
কোন অরণ্যের ফুল ?
নিশি রাতে বাজে কী তোমার
ঝোমকো কানের দুল ?

কোন হাওরের অবাক সবুজ
কোন রাত্তিরের চাঁদ ?
মুক্ত ধরার নীল জোছনা
ভালবাসার ফাঁদ ?
বাতাসে কী উড়াও আঁচল
অবাক কারুকাজ ?

তুমি কী গোধুলি রঙ
জোনাক পথের বাঁক ?
সন্ধ্যামণি সবুজ তারার হাঁট ?
নৈঃশব্দে মেলো নাকি ,
ভালবাসার হাত ?

না না না আমি এমন কিছু নই
এক নীলকন্ঠী নারী !

হ্যাঁ , আমার মনও তোমায় দেব
যদি তুমি হতে পারো
স্বচ্ছ কোন নদীর জলে
রুপল চাঁদের হাসি !
হৃদয় পাতায় নামটি তোমার
লিখে নেবো আজই।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:০৭

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: খুব সুন্দর কবিতা।
ভাল লেগেছে।শুভ কামনা।

২৭ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৩

শরতের ছবি বলেছেন: ধন্যবাদ আমার কবিতা পড়া এবং মন্তব্য করার জন্য । শুভেচ্ছা রইল আপনার প্রতি ।

২| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১০

মনিরা সুলতানা বলেছেন: ওরে বাবা কি মিষ্টি জিজ্ঞাসা !!!!!
কি মিষ্টি লেখা !!!

২৭ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৫

শরতের ছবি বলেছেন: কী মিষ্টি মন্তব্য যেন কুমিল্লার রসমালাই ! মনটা ভরে গেল ! ধন্যবাদ মিষ্টি আপু ।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৪

জাহিদ অনিক বলেছেন:

এই যে ঝাঁকরা চুলের কবি ,
আমি তোমায় ভালবাসি
তুমি আমায় ভালবাসবে কী ?
এলিয়ে চুল বলল কবি,
কে গো তুমি ?



ঝাঁকড়া চুলের যেকোন কবি পটে যাবে।

২৭ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৯

শরতের ছবি বলেছেন: তাই ! যাকে ভালবেসেছিলাম সেতো নাই । সেই যে ঝাঁকড়া চুলের বাবরী দোলানো মহান পুরুষ , সৃষ্টি সুখের উল্লাস কাঁপা !

আপনার প্রেরণার মন্তব্য পেয়ে ভাল লাগলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.