নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

হাজার বছর ব্যাপি

২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০০




সেই যে পলক খুলেছিলাম
আজও চেয়ে আছি ,
মুগ্ধতার আবেশে আজও
তোমায় দেখি ।
ঐ যে ওপারে তোমার
ঘাটে লেগেছে তরী ,
উদাসী বাউলের গানে
শান্ত বধুয়ার মনখানি ।

আমি কান পেতে আছি
হাজার বছর ব্যাপি ,
শুনি নিসর্গের কলধ্বনি
ছলাৎছলাৎ বয়ে চলেছে
হৃদয় নদী খানি ।
কবিতার ছন্দে রয়ে চলেছে
ঝর্ণার স্রোতখানি !


দেখেছি তোমার মুগ্ধ হাওরে ,
স্নিগ্ধ জোছনার থই থই চাহনি ।
আষাঢ়ে তোমার অপার জলধারায়
ভেসে চলেছে পালের নৌকো খানি ।
মন আমার ধরেছে ওই পালের লাগামখানি
নিরুদ্দেশের খুঁজে হারিয়েছে আপন ঠিকানাখনি ।

কার্তিকে ফসলের ঐ বাণ ডেকেছে
হেমন্ত মেখেছে গোধুলি রঙখানি।
ফাগুণে তার পলাশ ফুটেছে ,
কোকিলের ঠোঁটে অভিলাসের হাসি।
বৈশাখে তার কৃষ্ণচূড়ায়
লাল প্লাবনের হাসি ।

আমি ভাসি কেবল ভাসি
কখনও জলে বাস করি
কখনও সর্ষের রঙ ধরি ,
কখনও সবুজ মায়ায়
স্বপ্নের জাল বুনি ।
বকের ঠোঁটে মিশে
জলে মাছ ধরি ।

তুমি যে আমার জন্ম ভূমি
তোমার রঙ তুলিতে
একটি হৃদয় আঁকি ,
তোমায় কত ভালবাসি
তার সীমানা ন' জানি ।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

প্রামানিক বলেছেন: দারুণ

২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

শরতের ছবি বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভাল লাগলো ।শুভেচ্ছা রইল আপনার জন্য ।

২| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২২

চিন্তিত নিরন্তর বলেছেন: ভাল লাগল কথাগুলো।

২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

শরতের ছবি বলেছেন: অনেক ধন্যবাদ । আমার ভাল লাগল শুনে । আমার পাতায় আপনাকে স্বাগত জানাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.