নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

আকাশ নদী আর আমি

২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৯



এই যে আকাশ ,
তুমি নীল মুগ্ধ চোখে
অপলক দেখ কাকে ?
আমাকে ?
নাকি ঐ নদীটিকে ?

স্পষ্ট করে বল না তো
পাশের বাসার ওই সুদর্শন
বড় লোকের ছেলেটির মত
সে কেবল মুগ্ধ চোখে চেয়ে থাকে
সিগারেটের ধোঁয়া ছাড়ে ?
সে যেন ডোবে যায় কোন অহংকারে ?

সে না বলে না বলুক ,
তুমিতো বলতে পারো
দরাজ মুখে ?

বোধ করি তুমি ভালোবাস নদীটিকে
তুমি যে নিজেকে উজার করে ঢেলে দাও নদীর বুকে
তোমার রঙে নদীটাও নীল হয়ে যায় এঁকেবেঁকে
তোমার ছায়া বুকে নিয়ে সে পথ চলে অচীন পথে ।

আকাশ যেন বাতাসের কানেকানে বলে
নদী তা কানপেতে শুনে --

''এ বুকের (আকাশের) সব তারা ঝরে যাবে
আমার চোখের তারা ঝরবে না
তোমাকে দেখার স্বাধ মিটবে না । ''

তাইতো আকাশ রাতের আঁধারে
নেমে যায় জোছনা হয়ে ।
যেন থাকতে চায় আদ্যোপান্ত ডুবে
হেমন্তের শিশিরের মত ঝলমল করে
রোদেলা জলের প্রকোষ্ট জুড়ে
দিনের আলোর অবাধ্য দুপুরে ।

তারপর ও বিরহ থাকে তোমার বুকে ?
তাই বুঝি ইচ্ছে হলে নেমে যাও বৃষ্টি হয়ে
টুপুর টাপুর গীটার বাজা সুর নিয়ে।

সেই যে আমার সুদর্শন সেও কী
এমন করেই ভালবাসে
অন্যজনে ?
আমায় কেবল নদী ভেবে চেয়ে থাকে
মুগ্ধ চোখে !

তবে সে যে আকাশ নয়
তাই আমার কেবল দুঃখ হয় !
এ দুঃখ বিরহের নয় ,
না পাওয়ার।।

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অসাধারন কবিতা।

২| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর কবিতা পাঠে মুগ্ধ হলাম।

অভিনন্দন।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন ভাই নদীর মতো একেবেঁকে।
মুগ্ধ করলেন কথামালায়

৫| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৯

জাহিদ অনিক বলেছেন:

ভালো লাগলো।

আকাশ কাকে দেখে কি দেখে সেটা একটা রহস্যই !

৬| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৭

বিলিয়ার রহমান বলেছেন: ছন্দবদ্ধ কবিতা!:)


পড়ে ভালো লাগলো!!:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.