নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

একটাই ঋতু ছিল

৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০২



কোন ঋতু ছিল না , তখন আর
একটাই ঋতু ছিল, সুখ ছিল তার নাম !
বাগিচায় রঙিন ফুল- অলিতে ছিল মুখর
পাখির কলরবে নীরবতা ছিল নীরব !

কোন বালাই ছিলো না দুখের
সুখ ঋতুর বাতাসে বসন্তের ঘ্রাণ ছিলো প্রখর
হৃদয় তাজা হতো পলাশ শিমূলের টানে
বাসন্তিক রঙ ছিল রোদের পালকে
স্বর্গের নহর বইতো পলে পলে !

গোধূলি তার শেষ রেখা টানতো
হাজার রঙের স্বপ্ন ছড়িয়ে ,
দিনের সুরভি লুকাতো রাতের গহীনে
নববধুরা হারাতো অদেখা সুখের মিছিলে !

তীরে ঘেঁষা কাশবনেরা আমায় নিয়ে করতো উল্লাস
নদীরা থাকতো প্রমত্তা বারোমাস ,
বোশেখ শেষে ভেঙ্গে যেতো তার বাঁধ
প্লাবিত হতো মাঠ-ঘাট কৃষানের অবারিত প্রান্তর
কিষাণির ঠোঁটে ঝরতো ফসল তোলার উচ্ছ্বাস
তখন বাতাসে মিশে থাকতো হেমন্তিকার সুবাতাস।

সন্ধ্যা নামতো ঝোনাকি পাখার ভরে ;
তখন চাঁদের ভেলায় করে বাঁধ ভাঙা জোয়ার আসতো
সেই জোয়ারে ভাসতো উন্নাসি মন
রূপকথার মাঝি নিঃশব্দে পালাতো আমায় নিয়ে
তার ছিল মন মাতানো পালতোলা নাও
আর এক সাগর ছিলো গহীন !

নিস্তব্ধ রাতে দূরবনে বাঁশি বাজাতো রঙিলা রাখাল
সেই সুরের মাদকতায় রমণীরা রাত কাটাতো নিদ্রাহীন
-তার হাত ধরে পথ হারাবার লোভে,
কিন্তু সে বাঁশিওয়ালা বাঁশি বাজাতো চাঁদের সেই রূপসীকে
ধরায় নামিয়ে আনার তরে ।

পৃথিবীর রমণীতে তার কোনো লোভ ছিলো না
তাই কারো সুখের ঘর ভাঙতো না ,
জোছনার পসরায় তখন সেখানে স্বর্গের হাঁট বসতো
আর বিনে পয়সায় সুখ কিনা যেতো !

কিন্তু সেই সুখ ঋতুটা বহুদিন হল
লুকিয়ে পড়েছে আমার শৈশবের অন্তরালে
কালের গর্ভে লীন হতে হতে ঢুকে পড়েছে ঐ কৃষ্ণ-গহ্বরে ।।



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০৮

শায়মা বলেছেন: শৈশব ফিরে আসে না....

০৯ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪১

শরতের ছবি বলেছেন: হুম ! ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য । আশা করি ভাল আছেন । শুভ কামনা রইল ।

২| ৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শায়মাপুর জন্য একটা গান হবে----হই....


ছয়টি ঋতুর গড়া এ দেশ
রুপের নাই রে শেষ,
সে যে আমার জন্ম ভুমি
প্রিয় বাংলাদেশ।।

রাখাল ছেলে বাজায় বাঁশি
উদাস দুপুর বেলা,
গাঁয়ের মেয়ে কলসি কাঁখে
চলেছে একেলা।
আরে......... ঐ

(বাঁকিটা আপনি গাইবেন):)

০৯ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৫

শরতের ছবি বলেছেন: শায়মা আপুর জন্য গান গাইলেন
আমার পাতায় এসে
অনেক হেসে খেলে ।

কেন , ভাই ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.