নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

আজি পহেলা বৈশাখে

১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:০৫



আজি পহেলা বৈশাখে
বৃষ্টি এসেছিলো ,
গরম ভাতে পানি ঢেলে
পেট পুরে খেয়ে গেলো ।।


মরিচ পুড়াই চেয়েছিলো
শহুরে সব লোক জনেরা
পান্তা ইলিশ খাইয়ে দিল !


বৃষ্টি ভীষণ ক্ষেপে গেলো
কাল বোশেখি ঝড়ের বেশে
পৃথিবীটা কাঁপিয়ে গেলো ।
যাবার সময় তেজ দেখিয়ে বলে গেলো-


কোন কিতাবে পেলে বলো
নববর্ষে পান্তা ভাতে ইলিশ ভালো ?


তোমরা বাঙালি সব ভুলেই গেছো
পান্তা ভাতে মরিচ পোড়া
ওই চাষিরা পেট পুরে খায়
ভোরের আলো ফোটার আগে
কোমর বেঁধে হাল চাষে যায় ,
যাদের ঘামে যাদের শ্রমে
কোটি পেটের অন্ন জুটে ,
তাদের ফেলে তাদের ভুলে ,
কেমনতর বাঙাল সাজো ?


যদি তাদের মানই দিতে ,
গামছা মাথায় লুঙ্গি পড়ে
পান্তা ভাতে মরিচ খেতে !
নতুন বছর বরণ করে
ওই চাষিকে সাধক মেনে
নিদেনপক্ষে একটি দিনে
সত্যিকারে বাঙাল হতে !


মন গড়া সব অপযোগে
কাঙাল সাজো সবাই
আত্মভোলা অবোধ মনা
নিজের কথা নিজে ভুলে যাই
যা আছে সব নিজের -
ছুঁড়ে ফেলি তাই ?

গড্ডালিকায় গা ভাসিয়ে
কে কোথায় কী পেলো ?
নীরবে নিভৃতে বসে
একটুখানি ভাবো!

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৩৩

অনল চৌধুরী বলেছেন: ছবিটা চরম নিকৃষ্ট,কোটি কোটি গরীবের প্রতি উপহাস।

০৯ ই জুন, ২০১৮ সকাল ১১:৫৪

শরতের ছবি বলেছেন: সত্যিকারের কৃষকের থালা এমনই হয় । আপ্নারা নিজেকে অভিজাত বানানোর জন্য সাধারণ জিনিসে কিছু অযাচিত রঙ লাগিয়ে দেন বাস্তবতা ভুলে ,আর গরীবের সাথে উপহাস করেন । এইগুলা শহুরে মানুষের খাম- খেয়ালি ছাড়া কিছু না । হাজার হাজার মানুষ শহরের ফুটপাতে ঘুমায় , তারাও ঐ নিঃস্ব কৃষকদের অন্য সংস্করণ । ক্ষেত , বসত ভিটা হারিয়ে শহরে এসে দাঁড়ায় । ওদিকে তাকালে এত পান্তা ইলিশ , পান্তা ইলিশ হত না ।

০৯ ই জুন, ২০১৮ দুপুর ১:১০

শরতের ছবি বলেছেন: আপনি কি খালি ছবিটাই দেখছেন , না কবিতাও পড়ছেন ? ছবি নিয়ে এতো বিচলিত হওয়ার মানে বোঝলাম না !

২| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৫৯

শাহারিয়ার ইমন বলেছেন: পান্তা ইলিশ খাওয়া তাহলে অন্যায়?

০৯ ই জুন, ২০১৮ সকাল ১১:৫৬

শরতের ছবি বলেছেন: না না অন্যায় হবে কেন / এ কথাতো বলিনি । মজা করতে হলে একটু হোলি না খেল্লে কেমনে হয় বলুন ?

৩| ১৫ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:১৮

ব্লগবাজী বলেছেন: অসাধারন কবিতা। কিন্তু ছবি বাছাই একেবারেই ঠিক হয়নি। ইলিশসহ ছবি হলে আরো ভালো হত।


৫০০০+ বাংলা ইবুক ডাউনলোড লিংক

০৯ ই জুন, ২০১৮ সকাল ১১:৫৮

শরতের ছবি বলেছেন: আমি মরিচ পোড়ায় পান্তা খেতে চাই , ইলিশ দিয়ে নয় < তাইতো এমন সাধারণ ছবি দিলাম । তবে একটু পেঁয়াজ হলে মন্দ হত না !
ধন্যবাদ আপনাকে ।

৪| ১৫ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৩০

শাহ আজিজ বলেছেন: আমি সব মানুষের আপামর সুস্থ স্বাধীনতা ভোগে বিশ্বাসী । সবাই তাদের ইচ্ছামত খাবে , ঘুরবে , আনন্দ করবে। একটাই তো দিন আর ওই দিনে চোখ রাঙ্গানো ঠিক নয়।

শুভ পান্তা দিবস।।

০৯ ই জুন, ২০১৮ সকাল ১১:৫৯

শরতের ছবি বলেছেন: জী , সেটা আপ্নাই ইচ্ছা । আমি তাতে বাগড়া দেব কেন ! ধন্যবাদ আপনাকে মন্তব্য করলেন বলে ।

৫| ১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫৩

খায়রুল আহসান বলেছেন: যার যা খুশী খাক, কিন্তু কোন বেলেল্লাপনা নয়।
গত অর্ধশতক ধরে অন্ততঃ দেখেছি, পান্তা ঠিক আছে, কিন্তু ইলিশ সাধারণ গরীব বাঙালীর মেন্যুতে নেই, ছিল না, কারণ তা সহজলভ্য ছিল না। বড়জোর অতিথি আপ্যায়ন উপলক্ষে হয়তো তারা অতি কষ্টে একটা ইলিশ কিনে আনতো।

০৯ ই জুন, ২০১৮ দুপুর ১২:০২

শরতের ছবি বলেছেন: আপনার কথায় আমি একমত । কথায় সত্যতাও আছে । অসংখ্য ধন্যবাদ আপনাকে । আশা করি ভাল আছেন । অনেক দেরীতে উত্তর দিতে হল বলে দুঃখিত । ভাল থাকুন , ইনশাআল্লাহ !

৬| ১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৬

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।

০৯ ই জুন, ২০১৮ দুপুর ১২:০৩

শরতের ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে । ভাল থাকুন । শুভেচ্ছা রইল ।

৭| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৩:০১

অনল চৌধুরী বলেছেন: পান্তা ইলিশ খাওয়া তাহলে অন্যায় না, অন্যায় বছরে একদন পান্তা খাওয়ার নাম গরীবদের উপহাস করা।ধনী লোকরা পান্তা খায় না।

৮| ২২ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৯ ই জুন, ২০১৮ দুপুর ১২:০৪

শরতের ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ । আশা করি ভাল আছেন । শুভেচ্ছা রইল । দেরী করে উত্তর দেয়ার জন্য দুঃখিত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.