নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

একলা কথা কই

২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৭



যা পেলাম তাতো ছেড়েই আসতে হল
ভরেছিল যে প্রাণের সরোবর
তা আবার শূন্যতায় মগ্ন হল
যা আমার ছিল তা অন্যের হয়ে গেল !


ওই যে ভালবাসার মুক্ত আকাশ
তা এখন বলাকার ,
সেই প্রাচীরহীন পৃথিবীটা রোদ্দুরের
কাদা-জল শাপলা-শালুক এখন বুনোহাঁসের ।


অন্তহীন যে মহাশূন্যটা আমার ছিল
এটি এখন শীত কোয়াশার ,
হৃদয়ের যে প্রান্তর অবমুক্ত করেছিলাম
সূর্যের প্রতাপ ছড়ানো সুখের তরে
সে সূর্য এখন অনাবিল সবুজ ঘাসের,
শীত-ভোরের আড়ষ্টতা ভুলিয়ে
দিনমান বিলি কাটে ক্ষেতের আলের।


সোনালী শীতের সেই প্রান্তরেখা যেথায়
মানিক জ্বলে তরু-লতায়
সেখানটা এখন দুরন্ত কিশোরের ;
হেমন্ত আলোক-দীপ্ত হাওর এখন জেলেদের ,
মাছ ধরার অদম্য উচ্ছ্বাসে নাচে ।


অনিঃশেষ যে তারারা মুগ্ধতা ছড়াতো রাতের আঁধারে
তারা আজ ওই বাঁধন হারাদের ডাকে রাত বিরাতে জাগে,
আমার কথা কেউ জানে না
তাই আমি প্রচণ্ড অভিমানে ;
জোছনার ভেলায় করে ফেরারি হতে চেয়েছিলাম ।


হতে চেয়েছিলাম আঁধারের জোনাকি ও
তার আর সুযোগ হল কই !
এখন আমি নিঃসঙ্গ রাতের সাথে
কেবল একলা কথা কই !


মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৪

কাওসার চৌধুরী বলেছেন:


চমৎকার কবিতা।

০৯ ই জুন, ২০১৮ সকাল ১১:০০

শরতের ছবি বলেছেন: দেরী করে রিপ্লাই দেয়ার জন্য লজ্জিত । ধন্যবাদ কবিতাটি পড়ে আমাকে উৎসাহিত করার জন্য ।

২| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪২

ইমরান আল হাদী বলেছেন: সোনালী শীতের সেই প্রান্তর.....
ভালো লাগলো।

০৯ ই জুন, ২০১৮ সকাল ১১:০১

শরতের ছবি বলেছেন: দেরী করে রিপ্লাই দেয়ার জন্য লজ্জিত । ধন্যবাদ কবিতাটি পড়ে মন্তব্য করে পাশে আছেন বলে ।

৩| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫১

মনিরা সুলতানা বলেছেন: জোছনার ভেলায় ফেরার হতে না পেরে নিঃসঙ্গ রাতের সাথী হওয়া !!!
সেও অনন্য !!!
কবিতায় ভালোলাগা।

০৯ ই জুন, ২০১৮ সকাল ১১:০৫

শরতের ছবি বলেছেন: হুট করে কথাগুলো মাথায় আসে , লিখে ফেলি , পোস্টও করে ফেলি ।এভাবেই লেখা হয় । ভাবি সময় করে উত্তর লিখব । সেই সময়টাই আর আসে না । যখন আসে তখন লজ্জিত বোধ করি, যে এত দেরী হল ! আশা করি মাফ পাবো ।

৪| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ২:৫১

জাহিদ অনিক বলেছেন:


একলা কথা বলেন বলেই না কবিতা পেলাম !

০৯ ই জুন, ২০১৮ সকাল ১১:০৬

শরতের ছবি বলেছেন: এত দেরীতে রিপ্লাই দিলাম তাই লজ্জিত । আশা করি মনে কিছু নেবেন না । আপনার মন্তব্য খুব ভাল লাগে ।

৫| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৯

রাজীব নুর বলেছেন: এ সপ্তাহে ব্লগে যত গুলো কবিতা পড়েছি তার মধ্য থেকে এটা বেস্ট।

০৯ ই জুন, ২০১৮ সকাল ১১:০৮

শরতের ছবি বলেছেন: তাই ! এমন মন্তব্য কাউকে ইন্সপায়ার না করে পারেই না ! তবে দেরী করে উত্তর দেবার জন্য সত্যি দুঃখিত !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.