নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

একটা পাখি

২৮ শে মে, ২০১৮ সকাল ১০:৩৯



একটা পাখি ,
কিচিরমিচির করতে থাকে দিবানিশি
শুনতে শুনতে ক্লান্ত আমি ?
না , না মিছে কথা কেমনে বলি !

পাখিটাকে ভীষণতর ভালবাসি
জানে না সে ,
তারে আমি বুকের ভেতর লেপ্টে রাখি
জানে না সে তার জন্য
কতখানি সুখে থাকি !

চারিধারে ইট পাথরের জঙ্গল দেখি
চোখে আমার সয় না মোটে
তবু থাকি এই শহরে
বুকে নিয়ে কোমল একটা গাঁয়ের ছবি।

আশপাশের সব কঠিন প্রাচীর
কর্কশ সব শব্দ ছড়ায়
মন খারাপ হয় !
যখন পাখির কূজন শুনি
রঙের পরাগ মন ছুঁয়ে যায় !

পাখিটাকে একটা গাছে বসতে দেখি
সুখ সুখ এক আবেশ জাগে
যখন কিছু সবুজ দেখি ,
মনটা কেমন হালকা লাগে !
মন তখন পাল তুলে দেয় আকাশ পানে
ভাললাগার নীল ডানাতে উড়তে থাকি !

পাখি ওরে , ওপারের স্বর্গ পাখি
তুই আমায় দিস নে ফাঁকি !
তোর জন্য ভাললাগার স্বর্গ জালে জড়িয়ে থাকি !

আমিতো সব পাখিদের চেয়েছিলাম
বন-অরণ্য চেয়েছিলাম
চেনা কিংবা অচেনা সব পাখি থাকবে
চেনা কিংবা অচেনা সব সুরে ডাকবে
আমি শুনে চমকে উঠবো !
আমি কেবল সুখে ভাসবো !

কিন্তু সবে ধন নীল মনি এই ,
আমার কেবল একটা পাখি
আমার অনেক চাওয়ার একটুখানি !

একটা নদী , মাছ ধরে খায় ধবল পাখি
পাল তোলা নাও , নদীর তীরে বালির হাসি !
এসব আমি চেয়েছিলাম !

গোধূলিতে সূর্য ডোবার নরম পরশ
সন্ধ্যা-সাঁজে মায়ার আঁধার নামবে ঝেঁকে
আচমকা এক চাঁদ ওঠবে ,আমায় ডেকে
আমি ভাসবো জোছনা বানে ,অচীনপানে ।
জোনাক উড়বে থেকে থেকে ;
নিগুঢ় কোন সুখালয়ে
মন আমার গভীর সুখে মগ্ন হবে ।
এমন আমি চেয়েছিলাম !

এখন কেবল স্বপ্নে দেখি !
এসব কেবল স্বপ্নে দেখি !

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৮ সকাল ১১:৩৯

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

আপনাকে খুব কম দেখতে পাই ব্লগে, যদিও আমিও খুব বেশি সময় দিতে পারছি না।
তবে আশারাখি এখন থেকে নিয়মিত থাকতে পারবো।

দেখবেন, পাখি যেন ফাঁকি দিয়ে চলে না যায়!!

হা হা হা
শুভকামনা রইল।

০৯ ই জুন, ২০১৮ সকাল ১১:১৯

শরতের ছবি বলেছেন: পাখি ফাঁকি যেন সমান্তরাল । তাইতো তাকে মনের খাঁচায় বন্দী করে রাখতে চাই !

হ্যা ভাল আছি । আপনাকে অনেক অনেক দিন দেখি না ! শুধু আপনি নন যাদের সাথে আমার সখ্যতা হয়েছিল । যাদের লেখা পড়ে ভাল লাগতো । মন্তব্য পড়ে উৎসাহিত হতাম , তাদের বিচরণ এতোই কম যে আমার চোখেই পড়ে না । তাই আমি আর খুব বেশি এ বাটে পা ফেলি না । বা ইচ্ছে করে না । আপনাদের আবার ফিরে পেলে আমিও ফিরে আসব ।

আপনাকে দেখে খুব ভাল লাগল । দেরী করে উত্তর দেয়ার জন্য দুঃখিত !

২| ২৮ শে মে, ২০১৮ দুপুর ১:২১

কথার ফুলঝুরি! বলেছেন: এই পাখি কি সেই পাখি ?
;) কবিতা ভালো লেগেছে

০৯ ই জুন, ২০১৮ সকাল ১১:২৫

শরতের ছবি বলেছেন: হতে পারে , না ও হতে পারে ! আপনি যেমন ভাবছেন তাই সত্য ! দেরীতে উত্তর দেয়ার জন্য দুঃখিত । কবিতা পড়ে মন্তব্য করলেন বলে ধন্যবাদ ।

৩| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:০৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর প্রানবন্ত।

০৯ ই জুন, ২০১৮ সকাল ১১:২৮

শরতের ছবি বলেছেন: কবিতা গুলোতে আপনার মন্তব্য বেশ উৎসাহ পাবার মত । ধন্যবাদ আপনাকে । শুভ কামনা রইল ।

৪| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:১৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সহজ শব্দ প্রয়োগে কবিতা সুন্দর হয়েছে।

০৯ ই জুন, ২০১৮ সকাল ১১:২৯

শরতের ছবি বলেছেন: তাই ! ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করলেন তাই ! শুভাচ্ছা জানবেন ।

৫| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:৫১

অর্থনীতিবিদ বলেছেন: কবিতা ভালো হয়েছে। তবে ছবিটা দেখে বেশি ভালো লেগেছে। শেরউডের রবিন হুডের কথা মনে পড়ে গেলো ছবিটা দেখে।

০৯ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

শরতের ছবি বলেছেন: তাই ! আপনার প্রথম মন্তব্য পেয়ে ভাল লাগছে । শুভেচ্ছা জানবেন ।

৬| ২৯ শে মে, ২০১৮ সকাল ৮:৩২

অলিভিয়া আভা বলেছেন: পাখি ওরে , ওপারের স্বর্গ পাখি
তুই আমায় দিস নে ফাঁকি !
তোর জন্য ভাললাগার স্বর্গ জালে জড়িয়ে থাকি !
খুবই সুন্দর অভুব্যক্তি। কবিতাটইও বেশ সুন্দর :)

০৯ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৬

শরতের ছবি বলেছেন: সুন্দর চেতনা মনের ভেতর লুকিয়ে থাকে। মূর্ত অনুভুতির আশ্রয়ে যখন প্রকাশিত হয় তখন তা সুন্দর হয় । যদি তা কারো মন একটু হোলেও ছুঁতে পারে তবে লেখাটি স্বার্থক ,আর আমি ধন্য । ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে এলেন বলে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.