নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

সুন্দরের মৃদঙ্গ

১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৯



কিছুটা আড়াল-আবডালেই বাজে সুন্দরের মৃদঙ্গ
ফুলের গহনে যেমন লুকিয়ে অলির আনন্দ !


বন-বাদাড়, আধো-আলোর বাহার
পাতার ফাঁক ফোকর, ঝরা পাতার নুপুর
নৈশব্দ ঘোরে লুকোচুরি খেলা জোছনার ফুল
আহা ! এ যেন অনিন্দ্য রূপের প্লাবন ।

সাঁজের মায়ায় কুয়াশা ভাসা জলছাপ
বনের ধারে জোনাক তারার স্ফোটন
ধুপছায়ে নিমগ্ন নিসর্গ কোমল
যেন হারিয়ে যায় উন্নাসী প্রাণ !

টুপ করে ডুবে যায় আমার ভাব বিলাসী মন
উচ্ছ্বল বাতাসের বুকে বুক রেখে হয় উথল।

পৃথিবীর এইটুকু সুখের নির্যাস পান করে
বেঁচে থাকা যায় হাজার বছর
এমনি নিগুঢ় অরন্যে কেটে যাক
জীবনের বিমূর্ত প্রহর!

সেই সাথে প্রত্যহ সোনালী ভোর জুড়ে থাক
শিশিরের বাটিতে এককাপ রোদ
নিভৃত দুপুরে
এক প্লেট দক্ষিনা সৌরভ
আর ডিনারে
আঁধারের মুঠি ভরা
এক ঝাঁক জোনাকের সপ্নিল আলোক
আমি পান করে নেবো ক্ষণ
তৃপ্ত হবে মোর অতৃপ্ত মন ।


আর গহীন রাতে
জোছনা মাখা নির্জনে
এক মগ নিঝুম বন-কফি !

যদি পাশে বেজে যায় পুরনো দিনের সেই গান গুলি ...
'' যখন প্রথম প্রথম ফুটেছে কলি "

যদি পাশে থাকো তুমি...
তবে আর স্বর্গ চেয়ে লাভ কি ?!!

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ১:০২

কাইকর বলেছেন: সুন্দর

২| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ১:২৪

লাবণ্য ২ বলেছেন: চমৎকার কাব্য!

৩| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ২:২৪

নাজিম সৌরভ বলেছেন: নিভৃত দুপুরে
এক প্লেট দক্ষিনা সৌরভ... :`>

৪| ১৩ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৬

রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।
যে কবিতা পড়ে আরাম পাইস এটাই আমার কাছে ভালো কবিতা।

৫| ১৩ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ কথামালা, ভালো লাগলো খুব।

স্বর্গ নরক তো এক জায়গাতেই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.