নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

প্রান্তর ভেসে যাক

২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:২৭



না যেন আসে আগ্রাসী তুফান
ভিটে মাটি কেড়ে নেয়া বান
আসুক বৃষ্টি অঝোর বীনা তান
অঝোরে ঝরুক দিনমান ।
...

সুখের জলে ভেসে যাক
আছে যত দুঃখ খরতাপ ।
মাঠ ঘাট প্রান্তর ভেসে যাক
ভেসে যাক খড়কুঠো প্রাণ !
...
অথই জলে ডুবে যাক দূর্বা ঘাস
থৈ থৈ জলে উথলে উঠুক চরাচর
নদীর বুকে আসুক যৌবনের বান
মাঝি তুলে দিক সুদুরের স্বপ্ন পাল !
...

থাক সব এমনই থাক ...
পানি ফুসে উঠুক করুক ফুঁসফাঁস
আমি তার বুকে দিব ঝাঁপ !
ক্ষণকাল ভেসে থাক শুধু নাক
যাক তবে বেলা বয়ে যাক !
...

পাতিহাঁস ভাবুক আমি এক হাঁস
যেথায় ঝাঁক বেঁধে আছে
সব শাপলা , কেওরালি শাক
সেথা ছায়া ছায়া মায়া থাক !
...

থাক ভেজা ভেজা আকাশ ,
উপুড় হয়ে ভেসে
তারই পানে চেয়ে
আমি কাটাবো অনন্তকাল !
...

যেথা সাগরের মত জল
নেই কিনারা নেই কোন কূল
মাঝি বায় নিঃশব্দ দাড়
নিরুদ্দেশই হবে উদ্দেশ্য যার
তারই সাথে আমার ;
এ জন্মে হারাবার স্বাধ !!



ফটো ঃ ইন্টারনেট থেকে

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লিখেছেন+

২| ২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪১

সনেট কবি বলেছেন: খুব সুন্দর।

৩| ২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৭

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: বৃষ্টিতে আমার প্রচুর আপত্তি। সেই ছোটবেলা থেকে আমাদের ঘরের টিন ফুটো দেখেছি। তার চেয়েও বেশী অভিশপ্ত ছিলো গোল পাতার ছাউনি

২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫২

শরতের ছবি বলেছেন: Sorry for that . আমি এখানে স্বার্থপর হয়েগেলাম !

৪| ২৮ শে জুন, ২০১৮ বিকাল ৩:০৩

কাইকর বলেছেন: সুন্দর কবিতা

৫| ২৮ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪১

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

৬| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:
আপনার কবিতায় প্রকৃতি থাকে। এটা খুবই নির্মল জিনিস!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.