নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

মুক্তি আমায় ডাকছে

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৭




কে যে আমার ঘর বানালো
ঘরেই আমায় রাখছে
মন যে তারে খুঁজছে
ভাঙতে হবে সোনার শিকল
মুক্তি আমায় ডাকছে !
চাইলে তারে যায় না ধরা
আমায় আষ্টেপৃষ্টে বাঁধছে !

পথের মাঝে পথ হারাতে
মনটা ভীষণ টানছে !
আমি যেন কাঠের নৌকো
গুণ ধরে কেউ টানছে !




সাগর, বড় নাগর আমার
সংসারটা চায় ভাঙতে
সে চায় তার মাতাল জলে
বুকের ভেতর রাখতে !


পূর্ণিমা চাঁদ প্রেমিক যেন
দেয় না ঘরে থাকতে !
সে ডাকে তার মায়ার জালে
রোজ নিশিতে ঝুলতে !

আমার কিন্তু হয়না সময়
হয়ত সময় আসবে
চির স্বাধের মুক্তি তখন
চির সুখে হাসবে !






ফটো ঃ ইন্টারনেট থেকে ।

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৯

রাজীব নুর বলেছেন: কবিতার প্রশংসা কবিতাতেই করা ভালো....

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৬

শরতের ছবি বলেছেন: ধন্যবাদ । শুভেচ্ছে রইল ।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো লাগা রেখে গেলাম।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৭

শরতের ছবি বলেছেন: আপনাকে প্রথম পেলাম । কবিতায় মন্তব্যের জন্য ধন্যবাদ । শুভেচ্ছা রইল।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৫

প্রামানিক বলেছেন: যেমন মেঠোপথের ছবি তেমন কবিতা। ভালো লাগল।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৯

শরতের ছবি বলেছেন: অনেক ধন্যবাদ প্রামানিক ভাই । আশা করি ভাল আছেন । শুভেচ্ছা জানবেন ।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৯

নজসু বলেছেন: যেমন ছান্দিক।
তেমনি মুক্তির আকুলতা।।
দুচোখে ছুটে চলার উপচে পরা ঢেউ।
সাথে মন মাতানো ছবি।
আহা! মরি! মরি!!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫০

শরতের ছবি বলেছেন: সত্যি আপনার মন্তব্য মন মাতিয়ে দিল ! অসাধারণ আপনার বলার ভঙ্গি । আপনাকে প্রথম পেলাম । শুভেচ্ছা এবং ধন্যবাদ আপনার জন্য ।

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৭

কানিজ রিনা বলেছেন: অনেক ভাল লাগল। ধন্যবাদ

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫১

শরতের ছবি বলেছেন: ধন্যবাদ কানিজ রিনা । আশা করি ভাল আছেন । শুভেচ্ছা জানবেন ।

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখক বলেছেন : আপনাকে প্রথম পেলাম । কবিতায় মন্তব্যের জন্য ধন্যবাদ । শুভেচ্ছা রইল।

আমি তো আশেপাশেই থাকি। :)

শুভেচ্ছা রইলো।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৯

শরতের ছবি বলেছেন: সৌরভ , তারতো আশে পাশে থাকারই কথা অনুভবে । নিশ্বাসে পাওয়া যায় তাকে। আমরাই বরং হারায়ে যাই আকাশের নীলে কিংবা অচীন কোন স্থানে !

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০০

এ.এস বাশার বলেছেন: ঠিকঠাক কথামালা ... ভালোই লিখেছেন,,,,,
প্রীশু নিয়েন...

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮

শরতের ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । শুভেচ্ছা জানবেন ।

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৬

সামিয়া আক্তার শেহা বলেছেন: কবিতাটি পড়ে ভাল লাগল ।
খুব সুন্দর কবিতা।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯

শরতের ছবি বলেছেন: ধন্যবাদ শেহা কবিতা পড়ে সুন্দর মন্তব্য করার জন্য । শুভেচ্ছা রইল ।

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০১

খায়রুল আহসান বলেছেন: "আমি যেন কাঠের নৌকো গুন (গুণ) ধরে কেউ টানছে" - চমৎকার একটা ভাবনা এবং তার অভিব্যক্তি ঘটেছে কবিতার এই চরণটিতে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৭

শরতের ছবি বলেছেন: আপনার মন্তব্য পেয়ে আমি ধন্য । অনুপ্রাণিত হলাম । গুণটাকে ঠিক করে লিনাম । ধন্যবাদ ধরিয়ে দিলেন বলে । আশা করি কুশলে আছেন । আপনার সুস্বাস্থ্য কামনা করি ।

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২০

বাকপ্রবাস বলেছেন: সুন্দর। শেখলটা শেকল হতে পারে

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫১

শরতের ছবি বলেছেন: হুম ।
এই শিকল-পরা ছল মোদের এ শিকল-পরা ছল।
এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল॥

ধন্যবাদ আপনাকে ধরিয়ে দিলেন বলে । আপনাকে আমার পাতায় স্বাগতম । আশা করি ভাল আছেন । শুভ কামনা রইল ।

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভালো লেখেছেন। +++

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

শরতের ছবি বলেছেন: ধন্যবাদ প্রভা । আমার পাতায় স্বাগতম । মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ।

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আমার পাতায়েও একটু ঘুরে আসবেন কিন্তু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.