নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

কুড়িয়ে পাওয়া ইট্টু খানি সুখ

০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১২



আজ সকালে অকস্মাৎ বেরিয়ে পড়লাম পুবের দিকে প্রাতঃসূর্যের কাছে । অপরিকল্পিত প্রাতঃভ্রমণ - গাড়ির পায়ে হেঁটে ।

মেয়েকে স্কুলে দিয়ে , কিছু মাংস কিনব ভেবে বাজারের দিকে এগুতেই ড্রাইভার বলল , আপা গাড়ির তেল কিনতে হবে । আপনাকে নামায়ে দিয়ে যাব । বললাম কোন দিকে যাবি ? বলল স্টাফ কোয়ার্টারের দিকে । বললাম , আমারে নিয়া চল । বলল , আপনে কেন কষ্ট করবেন । আপনাকে বাসায় নামায়ে দিয়ে যাব ।

বললাম , আমি যাব । উদ্দেশ্য কিন্তু ওইদিককার কিছু পানি । মন ঠান্ডা হবে । সকাল সকাল একটু কোলাহল কম । গাড়ি যাচ্ছে , আমি যাচ্ছি । কোন সুন্দর পথে চলতে গেলে , মনে হয় এ পথ যেন অনেক দীর্ঘ হয় - ওই গানের পথের মত । আজও তাই মনে হল ।কিন্তু এ পথ বেশি দীর্ঘ হল না !

তেল কিনা হল । আসার পথে দেখা যাচ্ছে -- পানিতে চমৎকার শাপলা ফুটে আছে । মনে মনে তাই খুঁজছিলাম । কিচিরমিচির পাখিরও ডাক শুঞ্ছিলাম । ইচ্ছে হল নেমে পড়ি । কিন্তু চাইলেই তো সব হয় না । ঘাটে একটা ছোট নৌকাও বাঁধা ছিল আর আমিও ছিলাম । কিন্তু নৌকা তার মতই থাকলো , আমি আমার মতই । তবে শাপলা কিছু ঠিকই নিয়ে এলাম । আমি এমন করেই পথে প্রান্তরে সুখ কুড়িয়ে বেড়াই । মাঝে মাঝে পেয়েও যাই । আমি অল্পতে সুখি হওয়া মানুষ । এতেই আমার চলে যায় , বেশ !

নৌকায় যে ছেলেটা ছিল ও একটু দূর থেকে ক'টা শাপলা এনে দিল । ড্রাইভারই ছেলেটাকে বলেছিল । ড্রাইভার বলল , আপা ছেলেটাকে ২০টা টাকা দিয়ে দেন ।

ছেলেটা কাছে এল -- তাকে ২০ টাকা দিতে মন সায় দিচ্ছিল না । প্রথম ৫০ টাকা দিলাম । পরে মনে হল যে , ওকে ১০০ টাকা দেয়া উচিৎ । ছেলেটা একটা ভুবন জয়ী হাসি দিয়ে চলে গেলো ! হয়ত সে ভেবেছে সে জিতে গেছে । আমার মনে হল - এ এক অরূপ রতন ! আমিই জিতেছি ! এ সব জিনিস আসলে অমূল্য । কোন মূল্য দিয়ে তার সমান করা যায় না !

আমার এক পরিতৃপ্ত সকাল কেটে গেল ! তার রেশ রয়ে যাবে হয়ত অনেক দিন ।

একটা জিনিস ঃ আমি জানতাম যে শাপলার কোন সুগন্ধ নেই । কিন্তু ঐ যে নীল শাপলা ওটাতে চমৎকার একটা ঘ্রাণ পেলাম । এটা কিন্তু বাড়তি প্রাপ্তি ছিল ।

মন্তব্য ১৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৩

আহমেদ জী এস বলেছেন: শরতের ছবি ,



আসলেই খুব সুন্দর একটি কুড়িয়ে পাওয়া সুখের আভাস দিয়ে গেলেন ।
কিন্তু এটা কোন জায়গা যেখানে গাড়ীর তেল কিনতে গিয়ে নীল শাপলার দেখা মেলে , দেখা মেলে বিল বা হাওরের ?
নীল শাপলা কোথায় পেলেন ? খুব নয়নকাড়া ফ্লাওয়ার ভাসে সাজানো শাপলাগুলো ।

০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪১

শরতের ছবি বলেছেন: অনেকদিন পরে আপনাকে পেলাম । আমার দূপুরও ভাল হয়ে গেল ! বনশ্রি থেকে মেরাদিয়ে বাজারের দিক পেরিয়ে আরো পুবের দিকে কিছু জায়গায় এখনও জলাশয় রয়ে গেছে । ভাসা পানি । টলমল জল । মাঝে মাঝে ফোটা শাপলা -- এ শহরের ইট পাথরের সাথে যুদ্ধ করে টিকে আছে ,আমাদের মত গ্রামীন মানুষদের জন্য । কাকে ধন্যবাদ দিব এইজন্য ? তাকেই দিই -- যিনি আমার মনকে বানালেন এত উদাসীন করে , এই শহরে আবদ্ধ করে রাখছেন !

২| ০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:১২

সনেট কবি বলেছেন: বেশ

০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৫

শরতের ছবি বলেছেন: ধন্যবাদ সনেট কবি । পাশেথাকার জন্য ধন্যবাদ ।

৩| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০০

সাগর শরীফ বলেছেন: চমৎকার !

০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৮

শরতের ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । আমার পাতায় স্বাগতম । আপনার জন্য শুভ কামনা ।

৪| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২২

রাজীব নুর বলেছেন: ফুল গুলো খুব লাগছে।

০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২২

শরতের ছবি বলেছেন: জানেন সব ফুলেদের সাথেই আমার প্রেম । শাপলা , পদ্ম , শালুক ফুলের সাথে একটু বেশি ।

৫| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৩

বিজন রয় বলেছেন: কুড়িয়ে পাওয়া অজানা সুখের স্বাদই অন্যরকম।

আপনার এই লেখাটি পড়ে সেই স্বাদ পেলাম।

++++

কেমন আছেন?
আমার কথা মনে আছে আপনার?

৬| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৫

রাকু হাসান বলেছেন: বাহ কি চমৎকার পরিকল্পনাহীন ভ্রমণ । পড়ওে ভালো লাগলো । :) +

৭| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৪

সাদা মনের মানুষ বলেছেন: নীল বা বেগুনী রংয়ের ফুলটা শাপলা নয় শালুক ফুল (গেয়ানী লুকের ইমু হবে) =p~

৮| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

৯| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:০৭

দুর্লভ মশিউর বলেছেন: সুন্দর

১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ২:০১

সূর্যালোক । বলেছেন: সুন্দর একটি সকালের লেখা সকাল সকাল পড়লে আরও ভালো লাগতো ।

১১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

সুমন কর বলেছেন: সুন্দর, মন ছুঁয়ে যাবার মতো লেখা। ভালো লাগল।
+।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.