নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

আমি অপরাধী রে

০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৬




চেলা মারতে গিয়ে বুক কাঁপার কী আছে ?

যে পৃথিবী প্রতিদিন খুন করে অবোধ শিশু
নিরপরাধ নারী ,
আমি তো সেই পৃথিবীর এক
অপরাধী !

আমাকে ক্ষমা করো
আমি স্বার্থপরের মত সুখেই আছি !
বিরানি , পোলাও , রৌষ্ট , বার্গারে , উদর ভরছি !

হে ইয়েমেনি শিশু , তোমার পেটে অন্ন জুটে না !
পুষ্টিহীনতায় হাট্টিসার শরীর আমার চোখে আর সয় না !


এখন কেবল মৃত্যু বাকি !
আমি অটল চোখে তোমায় দেখছি
ভাবছি , অসহায় তুমি , নাকি আমি ?


জানি তুমি দেখছ এক পৃথিবীকে ঘৃণাভরে
দেখছ , স্বার্থপর পৃথিবীর , অন্ধ সভ্যতারে !
হয়ত বলছো -- বাঁচিতে চাহি না এই ভুবনে
মরে যেতে তৈরি আছি , যম দুত কেন দূরে সরে !

হায় ইয়েমেন -- তুমি এই সুন্দর পৃথিবীর এক কলঙ্ক !
মায়াবতী জগতে , শান্তির বুকে তুমি এক অগ্নিধারা
আমার চোখে এত জল নেই যে
তোমার বুকে বইয়ে দিতাম সুখ -ধারা ।

আমার দু'ফোঁটা চোখের জলে
তোমার শিশুর অন্ন জুটে না
জুটে না চিকিৎসা সেবা ,
এই চোখের জলের দাম আছে কি বা ?

হে , পৃথিবী ! আমাকে নীরব দর্শক বানিয়ে
তুমি কেমন খেলছো বোমা , বোমা খেলা !
আমিও খেলছি--বোবা , বোবা খেলা !

আমি অসহায় , হে ইয়েমেন !
আমায় তুমি ক্ষমা করো !

জানোতো ,
ওরা মানুষ নয়
ওরা মানুষ নামের এক মুখোশে গড়া ।
দেখো না --্মানুষের আর্তনাদে
ওদের বুক কাঁপে না !



মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৪

সনেট কবি বলেছেন: চমৎকার লিখেছেন ।

২| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন: ছবিগুলো দেখে বুকের ভিতরটা কেমন করে যেন উঠল !

৩| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৩

রাকু হাসান বলেছেন:

ছবিগুলো দেখে খুব খারাপ লাগলো ।
কবিতা ভালো লেখেছেন ।

৪| ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: কবিতাটি ভালো হয়েছে।
আসলে খুব খারাপ লাগছে। আল্লাহ্‌ মানবাজতিকে হেদায়াত দান করুন।

৫| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৯

রাজীব নুর বলেছেন: মনটা ভালো হয়ে গেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.