নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

আরাধ্য মুক্তি

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৮



ওই উড়ে যায় সাদা বক
তার পালকেই মুক্তি !
তার কাছে মুক্তির ডানা চেয়ে
আমি করেছি কত আকুতি !
সে বলে মেঘের কাছে যাও
তার আছে কিছু বাড়তি ।

আমি গিয়েছিলাম মেঘের কাছে
সেও আমায় ফিরিয়ে দিয়েছে
বলেছে , ওই দেখো প্রজাপতি
তার কাছেই পেয়ে যাবে
তোমার মুক্তির ডানা দুটি ।

চেয়েছিলাম তারও কাছে
আমি ফিরেছি শুন্য হাতে ।

অবশেষে ফুলের কাছেই পেয়েছি
আমার আরাধ্য মুক্তি !

পাপড়ির বুনে মনের শিল্পে
বানালাম শতখানা
চাও যদি এসো তবে
যত খুশি পাবে ডানা
ইচ্ছে হলে উড়ো আমার মত
কেউ করবে না মানা ।

অনাবিল সবুজে মুক্ত হাওয়ায়
ইচ্ছে পবনে উড়েছি
রোদেলা মেঘের ছায়ে
দূরের দিগন্ত ছুঁয়েছি
একশ একটা নীল পদ্ম
আকাশ জুড়ে এঁকেছি
এক প্রান্তর সবুজ সুখ
আমি হৃদয় ভরে নিয়েছি !



(ছবিটা দেখে ভেতর থেকে এই কথাগুলো বাইরে এলো । একটি ওয়াল পেপার । তার জন্যই এত কথা )

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১৭

Md Nazmul Hasan বলেছেন: অসাধারণ
শুভকামনা রইলো ❤

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৮

শরতের ছবি বলেছেন: আপনার জন্য প্রীতি ও শুভেচ্ছা ।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

ওয়াল পেপার দেখে এত দারুন কাব্য!
মুগ্ধ :)

মু্ক্তি সত্যি আরাধ্য! কিন্তু মুক্তির পথই মানুষ চেনার চেষ্টা করলো না!

++++++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৯

শরতের ছবি বলেছেন: আপনার এমন দারুন মন্তব্য পেয়ে আমি আপ্লুত , কৃতজ্ঞ ।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩২

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.