নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

এমন আকাশ নাই

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৫



এতো বৃষ্টি এতো বৃষ্টি
তবু যেন বৃষ্টি কোথাও নাই
টিনের চালে ঘুম-পাড়ানো
স্মৃতির জালে ঝিম-ধরানো
বৃষ্টি কোথাও নাই !

এত বাতাস এতো বাতাস
তবু যেন বাতাস কোথাও নাই
ধানের ক্ষেতে প্রাণ জুড়ানো
পথের পাশে ঢেউ খেলানো
বাতাস কোথাও নাই !

এতো যে পথ এতো যে পথ
তবু যেন পথের দিশা নাই
মাঠ পেরিয়ে ঘাট পেরিয়ে
অনন্ত সেই মায়ার পথে
হারিয়ে যাওয়ার পথ কোথাও নাই !

এতো নদী এতো নদী
তবু যেন নদী কোথাও নাই
জোছনা ভাসে জল তরঙ্গে
মন বাড়িয়ে ধরবো তারে
এই শহরে এমন নদী নাই !

এতো আলো এতো আলো
তবু যেন আলো কোথাও নাই
পাতায় পাতায় স্বপ্ন-ঝরায়
মনের বিহগ আলোয় মিলায়
রোজ প্রভাতে মায়ায় জড়ায়
এই শহরে এমন আলোক নাই !

এই যে আকাশ ওই যে আকাশ
তবু যেন আকাশ কোথাও নাই
বাতাস পেতে আকাশ ঘুমায়
মনের পাখি মুক্ত যেথায়
গোধূলিতে স্বপ্ন ছড়ায়
এই শহরে এমন আকাশ নাই !


ফটো ঃ ইন্টারনেট থেকে ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সবকিছু থেকেও যেন মনে হয় না আছে কিছু!

খুব সুন্দর একটা কবিতা উপহার দিয়েছেন, ভালো লাগলো।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩০

বাকপ্রবাস বলেছেন: এতো মিষ্টি এতো মিষ্টি..........

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৬

মাহমুদুর রহমান বলেছেন: সময়ের পালাক্রমে সব কিছুই পরিবর্তন হয়ে যায়।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.