নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

ফিরে যাই

০৩ রা মে, ২০১৯ সকাল ১১:৪৭



তাদের কাছে ফিরে যাই
মাটির সোঁদা গন্ধ ,
বৃষ্টির প্রতিক্ষায় থাকা কলমির কাছে
আদিগন্ত নদী-চরের কাছে
যেখানটা খাঁ খাঁ করে দূর শুন্যতা
বুক ভরে রাখে কোন ব্যাখ্যাহীন মায়া !

স্মৃতিচিহ্ন নিয়ে চেয়ে থাকে পাড়ভাঙ্গা নদী
চটুল ঘাসের পাতা , নিঃসঙ্গ বালুচর
জোনাকি সন্ধ্যার নিস্তরঙ্গ জোছনা ,
আকাশ ভেঙে নামে একাকি চাঁদ ।

নদীর দিকে মুখ করে থাকে সবুজ
কেউ এখানে বৈদ্য সাজায় স্বপ্নের
সোনালি প্রজাপতি ঊড়ে দিনভর
এ এক সোনালি কাব্যের মাঠ !

তবুও এখানে বিপন্ন রাত
আতঙ্কে জীবন কাটে নদীর
তাদের দুচোখে টলমল জল
সে জল নিয়ে উড়ে পূবালী বাতাস !

নদীর আর রাতের নৈশব্দে কথা
চুপেচুপে আমার হৃদয়ে এসে আঁচড়ে পড়ে
আমি তখন কষ্টে কেঁদে ফেলি
তারপর হয়ে যাই দিগম্বর এক নদী !

প্লাবন হই,ভাসাই পৃথিবী
ভেঙে দিই সব কিছু
সবাই ভাবে বর্ষা এলো বুঝি
আসলে আমিই নামি !
খুঁজে বেড়াই নদী-খেকো দানবের ভিটা-মাটি
একথা কেউ জানে না , জানে মনমাঝি !


ছবি ঃ গুগুল থেকে ।

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৯ সকাল ১১:৫৮

মনিরা সুলতানা বলেছেন: দারুণ লিখেছেন ।

০৩ রা মে, ২০১৯ দুপুর ১২:২০

শরতের ছবি বলেছেন:


অনেকদিন হল ব্লগে ঢুক্তে পারছি না । বন্ধ ছিল বলে । খুব মিস করতাম আপনাদেরকে এবং বাংলার সবচেয়ে পরিচ্ছন্ন ব্লক পেইজটাকে । আজকে খুব ভালো লাগছে । আপনার মন্তব্য আমার ভালো লাগাকে আরো অর্থবহ করেছে । আমরা যেন একে অন্যের সাথে জড়িয়ে কোন এক সুতোর টানে !

ভালো থাকুন সবসময় !

২| ০৩ রা মে, ২০১৯ দুপুর ১২:১৫

জাহিদ অনিক বলেছেন: কখনো কখনো ফিরে যেতে হয়-
কবিতা ভালো লেগেছে

০৩ রা মে, ২০১৯ দুপুর ১২:২৪

শরতের ছবি বলেছেন:


হুম । তাইতো ফিরে যাই !

অনেকদিন হল ব্লগে ঢুক্তে পারছি না । বন্ধ ছিল বলে । খুব মিস করতাম আপনাদের । কবিতা নিয়েই আপনাদের কাছে হাজির হলাম যেন বুঝতে পারেন আমি আছি এখানে , আপনাদের কাছাকাছি ।

আশা করি ভালো । নিরন্তর শুভ কামনা ।

৩| ০৩ রা মে, ২০১৯ দুপুর ১২:২৬

অর্পিতা মন্ডল বলেছেন: বেশ ভালো লাগলো।

০৩ রা মে, ২০১৯ দুপুর ১২:৩৫

শরতের ছবি বলেছেন: আমার কাব্যে আপনাকে স্বাগতম ! শুভেচ্ছা রইল আপনার প্রতি । ধন্যপাদ মন্তব্যের জন্য ।

৪| ০৩ রা মে, ২০১৯ দুপুর ১২:২৭

মনিরা সুলতানা বলেছেন: আমরা সবাই বেশ কিছুদিন থেকে ব্লগে অনিয়মিত থাকতে বাধ্য হয়েছি এমন অনাকাঙ্ক্ষিত বাঁধায়; আশা করছি আবার আগের মত জমজমাট ব্লগিয় আনন্দে মেতে উঠব সবাই।
ফিরে আসায় শুভেচ্ছা :)

০৩ রা মে, ২০১৯ দুপুর ১২:৩৩

শরতের ছবি বলেছেন: জ্বী ! নতুন করে নব কাব্যে গল্পে মেতে ওঠতে এই সামুকে চাই ।

৫| ০৩ রা মে, ২০১৯ বিকাল ৩:৩৪

আখেনাটেন বলেছেন: প্রথম কয়েকটা লাইন স্মৃতিকাতর করে দিল। 'সোনালী কাব্যের মাঠ', তাইতো। ধান কাটা মৌসুমে মাঠগুলোকে এইভাবেই বর্ণনা করা যায়। চমৎকার।

নদী যেমন আশির্বাদ তেমনই কিছু মানুষের জন্য অভিশাপ হয়ে এসেছে। তবে সঠিক ব্যবস্থাপনায় এখন কিছুটা হলেও অতীতের মতো আর হাহাকার দেখা যায় না।

০৩ রা মে, ২০১৯ বিকাল ৫:১৪

শরতের ছবি বলেছেন:



মানুষ খেয়েছে নদী
নদী এবার মানুষ খেতে চায়
কে করেছে পাপ
কে তার সাজা পায় !

হ্যা , নদী মাঝে মাঝে ভয়ঙ্কর হয় । সব কিছু কেড়ে নেয় । তখন অসহায় লাগে ।

আপনার হৃদয় ছুঁয়েছে যেন । ভালো থাকুন । শুভেচ্ছা নিরন্তর ।

৬| ০৩ রা মে, ২০১৯ বিকাল ৩:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর চিত্ররূপময় কবিতা.........

বর্ষার রিমঝিম শব্দ তোলা ভালো লাগা......

০৩ রা মে, ২০১৯ বিকাল ৫:১৭

শরতের ছবি বলেছেন:


বর্ষার রিমঝিম শব্দে কাব্যের দ্যোতনা যেন । কবিকে ভাসিয়ে নিয়ে যায় কোন সাগরে ! মন্তব্যের জন্য প্রাণঢালা ধন্যবাদ অনন্ত শুভেচ্ছা ।

৭| ০৩ রা মে, ২০১৯ সন্ধ্যা ৭:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর লিখেছেন। প্রকৃতি বিষয়ক কবিতা গুলি মনকে একেবারে উচাটান করে দেয়। ++

অফুরান শুভেচ্ছা জানবেন।

৮| ০৩ রা মে, ২০১৯ রাত ৮:৩৮

আহমেদ জী এস বলেছেন: শরতের ছবি ,



একসময় না একসময় মানুষকে ফিরতেই হয় তার নিজের কাছে। তার জীবনের ফেলে আসা সোনালী কাব্যের মাঠে, দিগন্ত ছাঁওয়া নদী ও চরের কাছে তাকে যে ফিরতেই হয় অঝোর প্লাবন হয়ে!

ভালো লিখেছেন কবিতা।


৯| ০৩ রা মে, ২০১৯ রাত ৯:৩৫

মাহমুদুর রহমান বলেছেন: অত্যান্ত মনোমুগ্ধকর!

১০| ০৪ ঠা মে, ২০১৯ রাত ১:১৫

কাওসার চৌধুরী বলেছেন:



চমৎকার কবিতা। দারুন ছন্দময় প্রকাশ। ++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.