নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

চল হারাই

১৪ ই জুন, ২০২১ বিকাল ৩:৪৫




চল হারাই
সেই সবুজ প্রান্তরে
যেথা পাখির কাকলি আছে
বৃক্ষের ছায়া আছে
জীবনের হাহাকার নাই !

চল হারাই
ওই মুক্তির প্রান্তরে
যেথা আকাশের মায়া আছে
ঘাসের শিশির আছে
জীবনের কোলাহল নাই !

চল হারাই
ওই শান্ত দীঘল জলে
যেথা কলমির ফুল ভাসে
স্নিগ্ধতা মন টানে
জীবনের কুটিলতা নাই |

চল হারাই
যেথা জীবনের
খরতাপ নাই
প্রজাপতি রাঙা মনে
ফুলের তাজা ঘ্রাণে
হৃদয় জুড়াই ।

চল হারাই
যেথা জীবনের
সীমা, অন্ত নাই
দূরে বহুদুরে
নদীর খরস্রোতে
ভেসে ভেসে যাই !

তারপর ওই,

আকাশের রঙয়ে রাঙ্গুক
এ মনের আকাশ
নীলরঙ তুলি এনে
ঘর বাঁধা যাক
দিগন্তের মেঘ জলে
মন ডুবে যাক !



মিটমিট জোনাক আলো
আমার এই মন জুড়ে থাক
এই শহুরে জীবন,
যন্ত্রের ঝনঝন গোললায় যাক!



(Photo: collected)


মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০২১ বিকাল ৩:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: দারুন লাগলো কাব্য।

২| ১৪ ই জুন, ২০২১ বিকাল ৪:২২

মহাজাগতিক চিন্তা বলেছেন: সুখ পাঠ্য

৩| ১৪ ই জুন, ২০২১ বিকাল ৪:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

শরৎ বাবু
জৈষ্ঠৈর এ্ই ভ্যাপসা গরমে
হারিয়ে যাওয়ার লোভ দেখিয়ে
কোন লাভ নাই। আমি হারাবো না!

১৪ ই জুন, ২০২১ বিকাল ৪:৩৫

শরতের ছবি বলেছেন: সামনে তো আষাঢ় শ্রাবণও আছো । ভরা বরষার বুকে নৌকো করে না হয় হারালাম অচীন কোন দূর সীমানায় ...!

৪| ১৪ ই জুন, ২০২১ বিকাল ৫:০২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

৫| ১৪ ই জুন, ২০২১ বিকাল ৫:৪৩

ফুয়াদের বাপ বলেছেন: কাব্যর হৃদ্ধতা হৃদয়গ্রাহী হয়েছে।

চোখ বন্ধ করে কল্পনায় ভাবছি নিজেকে-চল হারাই সুউচ্চ পর্বত থেকে ঝারে পরা ঝর্নাধারার শীতলতায়, চল হারাই-নীলাকাশে ভাসা সাদা মেঘের নৌকায়, চল হারাই-দিনদুপুরে ঝিঁঝিঁডাকা কোন জংলায়, চল হারাই-নাটাই ছাড়া উড়ে যাওয়া ঘুড়ির ডানায়, চল হারাই-ঘনদুব্বাঘাসে আবৃত অন্তহীন মেঠোপথে, চল হরাই-কোন প্রিয়সীর মনের গহীনে...

৬| ১৪ ই জুন, ২০২১ রাত ৯:৫৬

জটিল ভাই বলেছেন:
চলো হারিয়ে যাই...... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.