নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

কবির খেয়ালে

০৩ রা জুলাই, ২০২১ দুপুর ১২:০২



কবি রাজ, অনুরাগে কিছু কবিতা
ছড়িয়ে দিয়েছিলেন বাতাসে
এখন কবিতাগুলো পৃথিবীর
কার্বন-ডাই-অক্সাইড শুষে নিয়েছে,
প্রকৃতি তাই বিশুদ্ধ, নির্মল।

কবিতায় আসক্ত মানুষগুলো ভাবছে
তারা আর অকালে মরবে না
কবিতা শুষে নিয়ে
বেঁচে থাকবে হাজার বছর!

তাঁর কিছু কবিতা আকাশে
চঞ্চল ঘনকালো মেঘে মিশে গেছে
তাই এখন প্রকৃতিতে শ্রাবণ ঝরছে,
ঝরছে প্রশান্তি অবিরল!

নদীর বুক ফেঁপে ওঠেছে ভালবাসার উন্মত্ত জোয়ারে
সেই নতুন জলে মানুষ সাঁতরে খুঁজছে সুখের নোঙর ।

কিছু কবিতা ভাসছে প্রকৃতির ভাঁজে ভাঁজে
সুখের উপমা গায়ে জড়িয়ে;
আকাশের বুক ছুঁয়ে তার গহীন হতে গহীনে
ভাসছে, ঝরছে , কখন তা বিমুর্ত হচ্ছে মায়ায়
যা থেকে এক অনন্য লাবণ্যে আবৃত হচ্ছে মাটির বুক ।

কিছু কবিতা গোধুলির আকাশে রঙ ছড়িয়ে
নিঝুম সন্ধ্যা ছুঁয়ে জোনাকির আলো মেখে,
তাড়িয়ে দিয়েছে পৃথিবীর নিকষ আঁধার
তাই রাতের গাঁয়ে রূপের এমন বাহার !

অবশিষ্ট কবিতারা সাগরের জলে মিশে নীল হয়ে গেছে
তাই সাগরের প্রাণে এতো উচ্ছ্বাস;
কখনও ঢেউ হয়ে হয়ে গর্জে ওঠে
কখনও স্নিগ্ধতা নিয়ে সাজায় সুন্দরের উপাখ্যান ।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০২১ বিকাল ৪:২৩

ফড়িং-অনু বলেছেন: ”স্নিগ্ধতা নিয়ে সাজায় সুন্দরের উপাখ্যান।” বাহ কি কথা।

০৩ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৩৪

শরতের ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে । শুভেচ্ছা রইলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.