নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পৃথিবীর সন্তান।

সৈয়দ সাইফুল আলম শোভন

এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।

সৈয়দ সাইফুল আলম শোভন › বিস্তারিত পোস্টঃ

অপরাধের ধরন বিবেচনা করে কারাগার থেকে ৭০,৮০ বয়স্ক মানুষগুলোর মুক্তি দেওয়া হোক।

১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:২২


শুনেছি বাংলাদেশের কারাগারগুলোতে নাকি শখানিক মানুষ আছে। যাদের বয়স ৭০,৮০ কিংবা তার বেশি। এই মানুষগুলোর বেঁচে থাকার জন্য বিশেষ যত্ম প্রয়োজন। জানি না বাংলাদেশে কারাগারে তাদের জন্য সেই রকম কোন সুবিধা আছে কিনা?

৭০,৮০ বয়স্ক এই মানুষগুলোর অনেকেরই হয়তবা মৃত্যুর প্রহর গুণছে। অপরাধের ধরন বিবেচনা করে। যদি কোন ভাবে এই মানুষগুলো মৃত্যুর আগে কিছুদিন মুক্ত আকাশের নিচে বেচেঁ থাকার জন্য সুযোগ করে দেওয়া যায়। তবে মন্দ কি?

বিভিন্ন সময় আমরা শত শত রাজনৈতিক মামলার নিষ্পতি হতে দেখেছি নিমিষেই। খুনের আসামীও মুক্তি পেয়েছে। তবে অপারধ বিবেচনায় এই বৃদ্ধ মানুষগুলোর মাঝ থেকে যদি কয়েকজনকেও মুক্ত করা যায়। তবে মন্দ হয় না। মানুষগুলোর জীবনের শেষ সময়গুলো না হয় কাটুক পরিজনের সাথে।

পত্রিকায় পড়ে ছিলাম নিউজিল্যান্ডে নাকি কারাগার বন্ধ হয়ে যাচ্ছে কয়েদির অভাবে।

আমাদের আছে এশিয়ার বৃহৎ কারাগার এ নিয়ে গর্ব করতে চাই না। এক ভোরে চায়ের টেবিলে বাংলাদেশের পত্রিকায় শিরোনাম দেখতে চাই “একে একে বন্ধ হয়ে যাচ্ছে সকল কারাগার

দেশের ৭০,৮০ বয়স্ক কয়েদিদের অপরাধ বিবেচনা করে মুক্তি দানের বিশেষ পদক্ষেপের মাধ্যমেই হোক প্রতিক্ষিত সেই সংবাদের সূচনা।
জানি বাংলাদেশে হাজার সমস্যা। এই সমস্যার মাঝে এই বৃদ্ধাদের নিয়ে নীতি নির্ধারনি পর্যায়ে পদক্ষেপ নেবার সময় হয়ত আমাদের নেই। কিন্ত তারপরও ভাবতে ইচ্ছে হয়। কোন এক ভোরে কারাগারের দরজা ঠেলে, কারাগারটাকে পিছে ফেলে। অপরাধী নয় ৭০,৮০বছরের বৃদ্ধা তার জীবনের বাকি সময়গুলোতে কাটাতে তারা পরিবারের কাছে ফিরে যাবে একজন দাদা,নানা, চাচা,মামা,বড় ভাই কিংবা শুধুই বাবা হয়ে।
একটা উদ্দ্যোগ নেওয়া যেতেই পারে এই বৃ্দ্ধদের জন্য।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:


খুবই মানবিক ভাবনা; বেরিয়ে এলে, এদের দায়িত্ব কে নেবে?

২| ১৪ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

আহমেদ জী এস বলেছেন: সৈয়দ সাইফুল আলম শোভন ,




হ্যাঁ.. মানবিক ভাবে চিন্তা করে একটা উদ্দ্যোগ নেওয়া যেতেই পারে এই বৃ্দ্ধদের জন্য।
কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি ।

৩| ১৪ ই মে, ২০১৭ রাত ৮:১৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চাঁদগাজীর মন্তব্যটি খুবই গুরুত্বপূর্ণ।

৪| ১৪ ই মে, ২০১৭ রাত ১১:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এগুলো অনেক পরের অপশান। আগে সাধারণ জনগণের মৌলিক চাহিদার সমাধান হোক, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক তারপর এগুলো নিয়ে ভাবা যাবে...

৫| ১৫ ই মে, ২০১৭ রাত ১:০৫

ধ্রুবক আলো বলেছেন: আসলেই পরে এদের দায়িত্ব নেবে কে বা কারা?

৬| ১৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আমি একবার কারাগারের ভিতর ঘুরতে গিয়েছিলাম। তখন এরকম একজন আসামীকে দেখেছিলাম বলে মনে পড়ে। কারাগার ভিজিটের একটা ব্যবস্থা সম্প্রতি হয়েছে বাংলাদেশে।

আপনার সাথে যারা দ্বিমত পোষণ করছেন, তাদের একবার কারাগার ঘুরিয়ে সেইসব বয়স্ক বন্দিদের দেখার ব্যবস্থা করার জন্যে অনুরোধ থাকলো। আপনি ইন্সপেক্টর জেনারেল (প্রিজন) সৈয়দ ইফতেখার উদ্দিন-কে একবার বললেই চলবে। :)

শুভেচ্ছা।

২৩ শে মে, ২০১৭ বিকাল ৫:১৮

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ভাই আমি যেতে চাই। কিভাবে ব্যবস্থা করতে হবে বলেন।

৭| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন: এটা পড়ূন-

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.