নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পৃথিবীর সন্তান।

সৈয়দ সাইফুল আলম শোভন

এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।

সৈয়দ সাইফুল আলম শোভন › বিস্তারিত পোস্টঃ

কম টাকায় বিরিশিরি ভ্রমণ।

০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৩৩


বর্ষায় বিরিশিরি অসাধারণ কিংবা ভয়ানক সুন্দর। বছর কয়েক আগে আমরা কয়েকজন কম টাকায় ময়মনসিংহের বিরিশিরি যাব বলে ঠিক করলাম। বাজেট ১০০ টাকা। যারা স্থানীয় তারা জানাল এই টাকায় যাওয়া যাবে না। বিরিশিরি যেতে ১০০টাকার পানিই কিনতে হয়। সাথে চা, বিড়ি খেতে হলে আরো ১০০। যাই হোক আমরা শুরু করেছিলাম ১০০টাকা দিয়ে।

ঢাকা থেকে ময়মনসিংহ রাতের সেভেন আপ লোকাল ট্রেনের ভাড়া ২৫ টাকা ( এখন ৩৫টাকাও হতে পারে), তারপর ময়মনসিংহ থেকে সকালে জারিয়া লোকাল ট্রেনের ভাড়া ৬টাকা, জারিয়া থেকে দূর্গাপুরে বাস বা নৌকায় যেতে পারেন। আমরা গিয়েছিলাম বাসে Raju Hamid মামা দামাদামী করে বাস ভাড়া ২০ টাকায় নিয়ে এসেছিলেন।

ঢাকা থেকে ময়মনসিংহ ২৫ টাকা
ময়মনসিংহ থেকে জারিয়া ০৬ টাকা
জারিয়া থেকে দূগাপুর ২০ টাকা
মোট ৫৬ টাকা
আমরা রাতে ট্রেনের ডাকের কমরায় গিয়েছিলাম। ডাক বিভাগের লোকদের আন্তরিক সেবায় আমরা কৃতজ্ঞ ছিলাম। তারা ডাকের বিভিন্ন বস্তা দিয়ে আমাদের জন্য আরামদায়ক বিছানা তৈরি করে দিয়েছিল।


এই শহরে আমি কয়েকশ ভ্রমণকারীদের চিনি যারা লাখ টাকা ব্যয় করেন। এই ভ্রমণ বা ব্যয় নিয়ে আমার কোন আপত্তি নেই। কিন্তু দুনিয়া সস্তায় ভ্রমণ করা যায়। লাখ টাকা ব্যয় করে ভ্রমণ আপনার অধিকার, সামর্থ্য। কিন্তু নিয়ম মেনে সস্তায় ভ্রমণ অপরাধ নয়।
যাদের টাকা কম কিংবা সস্তায় ভ্রমণই নেশা তারা যেতে পারে বিরিশিরি । আশা করি এখনো ভাড়া ১০০টাকার বেশি হবে না।

বিরিশিরি অসাধারণ সুন্দর, ভয়ানক সুন্দর। পাহার থেকে নেমে আসা মেঘে এখানে বিন্দু বিন্দু বৃষ্টি হয়ে ঝরে পড়ে। তারপর সেই বিন্দু বিন্দু বৃষ্টির ঐক্যবদ্ধ জলের মিছিল সোমেশ্বরী নদীর বুকে দাপুটে ছুটে চলা দেখে আপনার মনেই হবে না। আপনি লোকাল ট্রেনে চড়ে এসেছেন। মনে হবে আর একটু দেখতে চাই বাংলাদেশ।


অর্থের অভাবে আপনার ভ্রমণ বাধাগ্রস্ত না হোক। শুভ কামনা বিরিশিরি ভ্রমণ আপনারা আনন্দময় হোক।
ছবিটি : ইন্টার নেট থেকে নেওয়া হয়েছে। আমার তথ্যগুলো ২০১০/২০১১ সালের এখন যাবার আগে নতুন তথ্য সংগ্রহ করে নিবেন ।

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৪৫

রক বেনন বলেছেন: আরেকটু ডিটেইলস লিখলে ভাল হতো!

০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২০

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: আগামীতে লিখব। ধন্যবাদ

২| ০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৫৯

রিএ্যাক্ট বিডি বলেছেন: হমম ভালো

০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২০

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: হুম।ধন্যবাদ

৩| ০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: আরো বিস্তারিত লিখলে বিরিশিরি সম্পর্কে ভাল ধারণা পাওয়া যেত।

০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২০

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: বিভিন্ন ব্লগার এই বিষয়ে অনেক লেখা লিখেছে। আপনি চাইলেই সার্চ দিলে পাবেন। যা আপনার ভ্রমণের সহায়ক হবে। আমি অনেকদিন আগে গিয়েছিলাম। বর্তমানের অবস্থা কিছুটা পরিবর্তন হতে পারে। তারপরও আগামীতে আর একটি পোস্ট লিখব বিস্তারিত নিয়ে।ধন্যবাদ

৪| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৯

আহমেদ জী এস বলেছেন: সৈয়দ সাইফুল আলম শোভন ,




বাহ... চমৎকার ও এক্সাইটিং ভ্রমন । ডাকের বস্তায় আরামদায়ক বিছানা । এরচে' জম্পেশ আর ভ্রমন হয়না । সবটুকুতেই একটা থ্রীল আছে ।

০৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪৪

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: এখন অবস্থার হয়তবা পরিবর্তন হয়েছে। চাইলেও সে সুযোগ নাই

৫| ১১ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৭

অসিত কর্মকার সুজন বলেছেন: লাখ টাকা ব্যয় করে ভ্রমণ আপনার অধিকার, সামর্থ্য। কিন্তু নিয়ম মেনে সস্তায় ভ্রমণ অপরাধ নয়। দামী একটা কতাহ বলেছেন । আমরা অনেকেই ভ্রমণের সময় নির্মল আনন্দ না খুঁজে আরাম খুঁজি , এটা আসলেই ভুল একটা ধারণা । আপনার পোস্টের জন্য ধন্যবাদ ।

১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৪

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ধন্যবাদ

৬| ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি দুর্গাপুর অনেক গিয়েছি, অবশ্য চাকরির কারণে সেকারণে তেমন ঘুরা হয়নি। বিরিশিরি যাওয়া হয়নি কোনদিন। তবে কলমাকান্দা দুর্গাপুরের সীমান্ত এলাকা দিয়ে অনেক ঘুরেছি। সীমান্ত এলাকা গুলি সত্যিই দারুণ লাগে। আমার তো আসতেই মনে চায় না ওপারের গারো মানুষ গুলোও খুব মিশুক মনে হয়েছে আমার কাছে।

আপনার বর্ণনা ভালো লাগলো।

(সেদিন আপনার ব্লগে এসে কোন পোষ্ট কেন দেখলাম না দুদু ভাই!!)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.