নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পৃথিবীর সন্তান।

সৈয়দ সাইফুল আলম শোভন

এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।

সৈয়দ সাইফুল আলম শোভন › বিস্তারিত পোস্টঃ

যারা থাইল্যান্ড ঘুরতে যাবেন, বিনামূল্যে ব্যাংকক শহর ভ্রমণ।

০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০৯

যারা থাইল্যান্ড ঘুরতে যাবেন, বিনামূল্যে ব্যাংকক শহর ভ্রমণ।

আমি একবার ব্যাংককে একমাসের মত ছিলাম। আমার বন্ধু আমাকে ফ্রি থাকার ব্যবস্থা করে দিল আশ্রমে। আমি সকালে ঘুম থেকে উঠে পৃথিবীর জন্য প্রার্থনা করতাম। আর তার বিনিময়ে সারাদিন সৃষ্টিকর্তার জন্য ভক্তদের উপহার দেওয়া ফ্রি খাবারের ভাগ পেতাম।
কিন্তু শুধুই খাবারে আমার সন্তুষ্টি নেই। তাই হেটে যতদূর যাওয়া যায় তাই যেতাম। সুযোগ পেলেই আশ্রমে আগত অতিথিদের সাথে বিভিন্ন স্থানে যেতাম। মাঝে মাঝে ঈশ্বরের জন্য ভিক্ষাবৃত্তি করতাম।

একদিন Sulak Sivaraksa বাড়িতে অতিথি হযে যাবার আমন্ত্রণ পেলাম। ভদ্রলোক অসাধারণ মানুষ। তার বাড়িতে যাবার আগে আমার হাতে অনেক সময়।হাতে কিছু টাকা থাকায় আমি একটি বাসে উঠে পড়ি যেখানেই যাক যাক না। তারপর না হয় মেট্রো ধরে ফেরত আসব। কি অবাক করা কথা কেউ আমার কাছে ভাড়া নেয় না।

আমি ভাড়া দিতে গেলাম তাও নেয় না। কিরে ভাই এ তো দেখি ফ্রির রাজত্ব। আমি প্রতিদিন নিয়ম করে ফ্রি বাসে চড়া শুরু করলাম। আমার অনেক বন্ধু ভাই ব্রাদার আছে যারা অসংখ্যবার ব্যাংকক যায়। কিন্তু ফ্রি বাসের খবর জানে না। পিক আওয়ারে ব্যাংককের শহর এলাকায় নীল রংয়ে সাইন দেওয়া বাসগুলোই ফ্রি মান ভাড়া ছাড়া চলাচলের জন্য। সরকারী ভাবে এই বাসগুলো বিনামূল্যে চলাচলের জন্য।
যাই হোক বলার বিষয় হল এই আপনার ভ্রমণের জন্য দুনিয়াতে হাজার ফ্রি’র ব্যবস্থা আছে। অথবা চাইলেই খরচ কমিয়ে নিতে পারেন। গুগুলে খোঁজাখুজি করুন পেযে যাবেন বহুকিছু। আমি ভ্রমণের সব সময় খরচ কমাতে চাই। আর তাই হাজার ফ্রি’র খবর আমাকে নিতে হয়। নিচে বাসের ছবি দিলাম আগামীতে সুযোগ পেলে ফ্রি বাস ভ্রমণ করে আসুন

One useful thing to know about in the Bangkok metro area is the Bangkok free bus. Especially if you’re a backpacker, staying in a cheap hotel in Bangkok and eating street food, this makes keeping your budget even easier.

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নিঃসন্ধেহে বাঙ্গালীদের জন্য দারুন খবর !!

০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩০

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: সবার জন্য এই তথ্য।

২| ০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:


শুনেন, এসব বদ অভ্যাসের কথা মানুষের কাছে না বললেই ভালো হয়, মানুষের দেয়া খাবার খাওয়া ভালো কিছু নয়।

০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: আচ্ছা। আগামীতে আমি খেয়ে আর বলব না। ধন্যবাদ

৩| ০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমরা বাঙ্গালিরা মরগান ফ্রিম্যান। সুযোগ পেলেই ফ্রি খুঁজি। কিন্তু এতে জাতির সম্মান থাকে না।

০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারে উৎসাহ তৈরি এবং নিম্ন আয়ের মানুষের জন্য এই ফ্রি তৈরি করা হয়েছে। তাতে খারাপ কিছু নেই।

৪| ০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১২

কাউয়ার জাত বলেছেন: ফ্রি আলকাতরা পাওয়া যায় ব্যাংককে?

০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: হ্যাঁ পাওয়া যেতে পারে। আগামীতে গেলে খোঁজ নিব।

৫| ০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

কলিমুদ্দি দফাদার বলেছেন: আপনার পোস্ট পড়ে মনে হল আপনি এইসব সুযোগ সুবিধার জন্য আরো অনেক কিছু ক রতে পারেন
শুনেন বাংলাদেশে ইউরোপ আমেরিকা থেকে খিস্টান মিসনারী আসে, অনেক টাকা পয়সা উপহার দিয়ে মানুশ খিস্টান বানায়, আবার চাইলে ইউরোপ আমেরিকা ও জাওয়া যায়, আপনি এই সুযোগ ও চেস্টা করতে পারেন। বৌদ্ধ ভিক্ষু হয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করা লাগবে নাহ।

০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: আপনি তাদের কাজ সম্পর্কে জানেন। তারা প্রকৃতির পক্ষে লড়াই করে।

৬| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪৫

জুন বলেছেন: আমার ৫ ই জুলাই এর পোষ্টে ফ্রি বাসের কথা ও ছবি উল্লেখ করেছি । যেটাতে চড়ে আমরা ঈদের পরদিন সুয়ান লুয়াং রামা নাইন পার্ক বেড়াতে গিয়েছিলাম শোভন ।

০৮ ই জুলাই, ২০১৭ রাত ৯:০০

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: আমি পড়ে নিচ্ছি। আশা করি আরো অনেক বেশি তথ্য পাব। ধন্যবাদ আপনাকে

৭| ১৪ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৪৬

ঢাকাবাসী বলেছেন: খুব ভাল একটা খবর। এরকম সুবিধা থাকলে তো যাওয়াই লাগব থাইল্যান্ড! আপনাকে ধন্যবাদ। বাস খুঁজে পেতে সমস্যা হবেনা তো?

১৮ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৩৭

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: না রাস্তায় অসংখ্য বাস পাবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.