নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পৃথিবীর সন্তান।

সৈয়দ সাইফুল আলম শোভন

এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।

সৈয়দ সাইফুল আলম শোভন › বিস্তারিত পোস্টঃ

দুনিয়াতে রাষ্ট্রদ্রোহী মানুষের সংখ্যা বাড়ুক।

১৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৭

উন্নয়নের নামে ঢাকাকে ১২টা বাজানো হয়েছে অনেক বছর হল। বুড়িগঙ্গা বলি হল নগরায়নের, তুরাগ-বংশী বলি হল শিল্পায়নের নামে। এখন আবাসন শিল্পের বলি হওয়া নদীর নাম বালু।

যে নদীতে এখনো সারি সারি পানকৌড়ি, বক, বিভিন্ন প্রজাতির মাছ, জেলে-মাঝির হাকডাক আছে। সে নদী বরাদ্দ হয়ে গেল আবাসন শিল্পের নামে। ভদ্রলোকদের নদীর পাড়ে নির্মল বাতাস প্রয়োজন। তাই তারা নদীর দখল করে নিল। কিন্তু নদীকেন্দ্রিক এই কৃষক-জেলে-মাঝি মাল্লাদের পেশার কি হবে?
আমার-তোমার বিশুদ্ধ খাবার যে নদী থেকে আসে তার কি হবে?

অর্থনীতি আর উন্নয়নের বলি এই নদীর দখলদার কোন একজন আমার মত নিচু তলার মানুষ কিংবা কৃষক, মাঝি, জেলে নেই। দখলদার শুধুই ভদ্রলোক আর রাষ্ট্রের সর্বোচ্চ সুবিধাভোগী লোকজন। তাদের কাছে শুনতে হয় নীতি কথা।
এ কথা বলতে পারি এটাই বিস্তৃণ বালু নদীর শেষ বর্ষা। আগামী বর্ষাতে বালু নদী আর এতটা বিস্তৃণ হতে পারবে না। বালু নদী হত্যাকারীদের রুখে দেওয়ার ক্ষমতা আমাদের হয়নি। কারণ দেশপ্রেমের নামে আমরা যা চর্চ্চা করি তাহল গোলামী। একটা রাষ্ট্রের অনৈতিক কর্মকান্ডের প্রতি সমর্থন দেওয়ার নামও দেশপ্রেম হয় এইদেশে।

দুনিয়াতে রাষ্ট্রদ্রোহী মানুষের সংখ্যা বাড়ুক। মানুষ হোক মানুষ প্রেমিক, মানুষ হোক প্রকৃতি প্রেমিক, মানুষ হোক দুনিয়া প্রেমিক। দেশ প্রেমিক হবার দরকার নেই।
রাষ্ট্রের সকল অনৈতিক কর্মকান্ডে সর্মথন দেওয় নামক দেশপ্রেম ধুইয়া পানি খাওয়ার দিন শেষ হোক।

আমি বলি না আল্লাহর গজব নামবে আর বন্ধ হবে প্রকৃতির প্রতি ভদ্রলোকদের অত্যাচার। আমি স্বপ্ন দেখি আমার মৃত্যুর আগে আমার হাতুড়ির আঘাতে একটা হলেও ভদ্রলোকের নদী দখল করে গড়ে উঠা আবাসন গুড়িয়ে দিব। রাষ্ট্রের যে উন্নয়ন কৃষক-জেলে-মাঝির পেশার নিরাপত্তাহীন করে দেয়।
আমার বিশুদ্ধ খাবারের উৎস নদী আর নদীর তীরগুলো ভদ্রলোকদের বিলাশী জীবন যাপনের জন্য বরাদ্দ দিতে ব্যস্ত। আমি সেই রাষ্ট্ এবং রাষ্ট্রের উন্নয়ন বিরোধী লোক।

#বালু_নদী_দখল

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:২৫

মিঃ আতিক বলেছেন: সহমত

২০ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩২

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: রাষ্ট্রদ্রোহী হয়ে পৃথিবীর জন্য প্রেমিক হোক মানুষ

২| ২০ শে জুলাই, ২০১৭ সকাল ৭:২৫

আবু মুছা আল আজাদ বলেছেন: এম্েপ্রসিভ পোস্ট। ভাল লাগল। আমরা এখন শুধুই দর্শক

২০ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩২

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: দর্শক থেকে চালক হতে হবে

৩| ২০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: দুনিয়াতে রাষ্ট্রদ্রোহী মানুষের সংখ্যা বাড়ুক। মানুষ হোক মানুষ প্রেমিক, মানুষ হোক প্রকৃতি প্রেমিক, মানুষ হোক দুনিয়া প্রেমিক। দেশ প্রেমিক হবার দরকার নেই।
রাষ্ট্রের সকল অনৈতিক কর্মকান্ডে সর্মথন দেওয় নামক দেশপ্রেম ধুইয়া পানি খাওয়ার দিন শেষ হোক।

সহমত।

কিছু লোভি মানুষের সম-সাময়িক চাহিদার মূল্য দিতে দীর্ঘমেয়াদী আত্মহত্যার এই নোংরা খেলা বন্ধ কর!
উন্নত বিশ্বে কি উন্নয় হয়নি?
তারা কি নদী মেরেছে?
প্রকৃতি মেরেছে?

এই নির্বোধদে রবী ঠাকুরের ঘা মারা ছাড়া বোধোদয় হবে না।

২৩ শে জুলাই, ২০১৭ সকাল ১০:২৯

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: শুধু শুধুু মানুষকে দেশপ্রেমে আবদ্ধ করে অন্যায়কে বৈধ করে নিচেছ।

৪| ২০ শে জুলাই, ২০১৭ রাত ৮:০০

মহিউদ্দিন হায়দার বলেছেন: পুরা দেশটা কে যদি এই সর্বভুক দের কে দিয়ে দিতে পারতাম, তাহলে দেখতাম আর কি দখল করতে পারে।

২২ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১০

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: হ্যাঁ।

৫| ২১ শে জুলাই, ২০১৭ রাত ৮:১২

এম আর তালুকদার বলেছেন: মানুষ হোক মানুষ প্রেমিক, মানুষ হোক প্রকৃতি প্রেমিক

৬| ২১ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৮

তিতাস মলম বলেছেন: ভাইয়ুমনিইইইইইইইইইইই!!!!!!!!!!!

রাস্ট্রদ্রোহি হলে ফাঁসি!!!!!!!!!!!!!!!!!!!!!

ফাঁসি ভুই পাই!!!!!!!!!!!!!!!!!!!!!!!

:(

৭| ২২ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:

নদী খেকো এই ভূমিদস্যুদের থেকে নদীরর মুক্তি চাই!

২৩ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩১

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: মুক্তি আমাদের নিতে হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.