নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পৃথিবীর সন্তান।

সৈয়দ সাইফুল আলম শোভন

এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।

সৈয়দ সাইফুল আলম শোভন › বিস্তারিত পোস্টঃ

দুনিয়াতে আমি যে বন্ধুময় বন্ধন গড়তে ব্যর্থ হয়েছি। তা যেন স্বর্গে পূণ হয়।

০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:০০

হাতের বা দিকে কিশোরী চাঁদ। বাসের চালক তরুন তাই তার গতির সাথে আপোষ নেই। রকেট গতিতে গাড়ি ছুটছে।
আমি কিশোরী চাঁদ দেখে দেখে ঢাকা চট্টগ্রাম রাস্তা ধরে ছুটছি। আজ ভয়ানক আরামদায়ক বাতাস। এসি বাসের সিট পাইনি ভালই হল। বাতাসটা কেমন যেন ঠান্ডা। চাঁদের আলো মাখামাখি বাতাস।

আমার অসম্ভব খিদা পেয়েছে। বলতে পারেন লজ্জাহীন খিদা। যে কারো কাছ থেকে চেয়ে খেতে পারার মত খিদাটাকে, আমি লজ্জাহীন খিদা বলি। আমার পরিচিতজনরা এই খিদা সম্পকে জানে।

প্রায়ই হুটহাট খাবার চেয়ে বসি।
বাসে কারো কাছে খাবার আছে কিনা জানা দরকার?

দুপুরের খাবারের আয়োজন বেশি পরিমাণ ভিন্নতা থাকায়। অপূর্নতা নিয়ে খাবার শেষ করলাম।
আমি চাঁদেরকণা ভেসে বেড়ানো বাতাসে ভিজেভিজে বৃষ্টি দেবিকে ফোন দিলাম। ভয়ানক খিদা পেয়েছে। গরুর মাংসের স্বাদ কেমন ছিল?

বৃষ্টি দেবি জানাল, ব্যাগ খোল কাবাব আর পানি পাবি। আমার মায়ের জন্য দেওয়া খাবার ছিল ভেবেছিলাম। বৃষ্টি দেবি জানাল না এই খাবার আমার জন্য অতিরিক্ত দেওয়া আছে।

আমি কাবাব আর পানি খাচ্ছি একটা না দুইটা না চারটা শেষ। বৃষ্টি দেবি আমার এক বন্ধু। তার ধারনা সে বৃষ্টি বিষয়ক হাজার তথ্য জানে। তাই তাকে বৃষ্টি দেবি বলে ডাকা হয়।

আমার বৃষ্টি দেবির জন্য মন কাঁদছে। এই মন কাঁদাকাঁদি সাময়িক ব্যাপার। কিন্তু আজব এই রকম হাজার মন কাদাকাদি মুহূর্ত নিয়ে আমাদের বন্ধুত্ব্ব, আমার বন্ধুময় জীবন।

কালই হয়ত আমি ভুলে যাব আমার বন্ধুর কাগজে মোড়ানো কাবাব পানি চাঁদের আলোয় মাখামাখি এই মুহুর্তের কথা। আমি ধরে রাখতে পারি না মুহূর্তগুলো।

কিন্ত মাঝে মাঝ অসম্ভব মনে পড়ে, ভয়ানক মনে পড়ে বন্ধুদের। আমি স্মৃতিগুলো গরুর মত জাবর কাটি।
তারপর আমি সবশেষে বলি স্বর্গের হুর থেকে বন্ধু বেশি চাইব স্রষ্টার কাছে। পাড়া মোড়ে নিখিল, চায়ের দোকানের বাচ্চু ভাই, সেলুনের তাপস, স্টার কাবাবের জয়নাল ভাই, নীলক্ষেতের লাবলু ভাই, আমার স্কুল পালানো বন্ধুরা, আমার অপকর্মের বন্ধুরা, আমার পারিবারিক বন্ধু, আমার ভাল বন্ধুরা, আমার সেলিব্রেটি বন্ধুরা, আমার ফেবুর গোট শয়েক বন্ধু, আরো আরো কত বন্ধু।
স্রষ্টা আমার স্বর্গ আমার প্রিয়, অপ্রিয় বন্ধুতে ভরে দিও।

আমার স্বর্গের বন্ধু তালিকায় আপনি থাকুন। দুনিয়াতে আমি যে বন্ধুময় বন্ধন গড়তে ব্যর্থ হয়েছি। তা যেন স্বর্গে পূণ হয়।
আপনার স্বর্গ বন্ধুময় হোক।
শুভ বন্ধু দিবস।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.