নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পৃথিবীর সন্তান।

সৈয়দ সাইফুল আলম শোভন

এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।

সৈয়দ সাইফুল আলম শোভন › বিস্তারিত পোস্টঃ

ঢাকায় মাত্র ৩৫ টাকায় পেট ভর্তি খাবার ।

০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৪



মাত্র ৩৫ টাকায় পেট ভর্তি খাওয়া। কত কি যে সম্ভব আপনার এই ঢাকায়।

৩৫টাকায় পেট ভর্তি খাবার মানে বিশ্বাস করতেই পারেন আপনি বর্তমানে শায়েস্তা খানের রাজ্যের নাগরিক। বিশ্বাস করুন আর নাইবা করুন। ঢাকায় ৩৫টাকায় পেট চুক্তি খেতে পারবেন। নিন্দুকরা হয়তবা আপনাকে বলবে ড্রেনের পাশে চট দিয়ে ঘেরা ইটালিয়ান হোটেল হবে এই ৩৫টাকার খাবারের অফার।

নিন্দুকের কথা বাদ দিন। আস্থা রাখুন। আর শুনুন । সেই হোটেলের বর্ণনা। নামেই শুধু রাজকীয় হোটেল। তা নয়।

বলতে পারেন আমরা যারা সস্তায় থাকা খাওয়ার হোটেল খুঁজি। তাদের জন্য ইহা সত্যি রাজকীয় হোটেল। রাজকীয় সেই হোটেলে মাথার উপর ভন ভন করে পাখা ঘুরে। চেয়ারে বসে পাগুলো তুলে দিন।

মামা ওহ মামা।

ডাক দেবার সাথে সাথে এসে যাবে আপনার ভাগিনা। কি চান বলে ফেলুন।
ভাত-সবজি-ডাল = ৩৫ টাকা।

তাছাড়া আছে ৪৫ টাকা ও ৫৫ টাকার প্যাকেজ। ৪৫ টাকায় পাবেন মাছ। ৫৫টাকায় মুরগীর মাংস।
পৃথিবী আপনার আপনি যা চাইবেন তাই পাবেন। আমি সস্তায় খাবার আর থাকার জায়গা খুঁজি তাই সস্তায় খাবার এবং থাকার জায়গা আমার চোখে পড়ে।

এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি কতশত সস্তায় খাবারের সন্ধান দিলাম। দু:খ কেউ দাওয়াত দিল না।

তারপরও আমি তথ্য দিয়ে যাই। এই রয়েল হোটেলের অবস্থান দক্ষিণ যাত্রাবাড়ি। ফ্লাই্ওভারের দক্ষিণ পাশে। মানে আপনি যদি যাত্রাবাড়ি থেকে আসেন তবে ফ্লাইওভারে বাম পাশে উঠার মুর্হুতেই সন্ধান পাবেন।


আপনাদের ভ্রমণ এবং খাবার আনন্দময় হোক।

মন্তব্য ২১ টি রেটিং +৪/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমি আরও শস্তা খুঁজছি।

০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৪

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: পেয়ে যাবেন

২| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৬

রুহুল আমিন খান বলেছেন: বনানী স্টার কাবাবের চার তলায় স্টাফ ক্যান্টিনে ৩৫ টাকার টোকেনে একটা মাছসবজী/ডিম ভুনা আর আনলিমিটেড ভাত ও আনলিমিটেড ডাল পাওয়া যায়। আমি অফিসের কাজে বনানী গেলে ঐখানেই খাই

৩| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৫

আল ইফরান বলেছেন: স্টার এর সবকয়টা ব্রাঞ্চে ৩৫ টাকায় স্টাফ খাবার পাওয়া যায়, খেয়ে দেখি নাই যদিও বা।

০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৩

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: সবার জন্য নয় মনে হয়।

৪| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৩

রাজীব নুর বলেছেন: হুম।

৫| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৯

Midnight Memories বলেছেন: ধন্যবাদ।

৬| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩২

প্রোলার্ড বলেছেন: খাবার দাবারের দাম তুলনামূলকভাবে বাংলাদেশে সবচেয়ে বেশী

৭| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫২

কথাকথিকেথিকথন বলেছেন: এর থেকে স্টার কাবাবেরটা আরো ভাল । একজন আগেই বলে দিয়েছেন । ঢাকার সকল অলিগলিতে স্বস্তায় খাবার থাকা উচিত । কারণ এই ঢাকায় অর্থের অভাব অনেকেরই আছে ।

০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৬

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: সহমত

৮| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪৮

অনল চৌধুরী বলেছেন: কথাকথিকেথিকথন-খুবই স্বাভাবিক।ঢাকায় থাকলেই কি সব মানুষ শেয়ার বাজার লুটকারী সালমানের মতো বিশ্বের সেরা ধনীদের একজন হবে !!!!!!!

৯| ০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ৩৫টাকা অনেক টাকা................চাংখারপুল,নাজিমউদ্দিন রোডের অনেক হোটেলে আরো কমে খাবার মিলবে।
২০০২/০৩ এর দিকে গ্রীন রোড টাইলস মার্কেটের সামনে মাঝরাতে ভাজি-ভর্তার হোটেল চালু হতো।অল্প দামে মান সম্মত মজার সব খাবার।নিশাচর দুষ্ট পুলাপান ছিলুম বলে প্রায় প্রায়ই চলে যেতাম।অবশ্য এখন আছে কিনা জানিনা।
পাব্লিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাফেটেরিয়াতে আরো অনেক সস্তায় খাবার মেলে.................চবিতে আমি ১৫টাকায় পোলাও/ডিম খেয়েছিলাম।এখন কত জানিনা।

০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৯

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: তা পাওয়া যায়। আমি ২৫টাকায় খিচুড়ি পেয়েছিলাম

১০| ০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১১

চিটাগং এক্সপ্রেস বলেছেন: একবার ২২ টাকায় ডিনার সেরেছিলাম

১১| ০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৪

আব্দুর রহিম ইসমাইল বলেছেন: এখন কার বাজার দরে ৩৫ টাকার খাওয়া পাওয়া মানি ভ্যাজাল কিছু পাওা,তার পর ও জাচাই বাছাই করে খাওয়া দরকার,কারন আজ কাল বাজারে মড়া মুরগি ও পচা সবজি এগুলা অনেক হোটেলে কিনে নেয়।

১২| ০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৪০

অর্ক বলেছেন: ৪৫ টাকার টা কেমন? পরিষ্কার পরিচ্ছন্ন হবে তো, মাছে তেল মসল্লা কি খুব বেশি দেয় ওরা? শীঘ্রই ট্রাই করতে হবে।

০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩১

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: খুবই ভাল খাবারের স্বাদ

১৩| ০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৫০

ধুতরার ফুল বলেছেন: ১৫ টাকায় ভাত ডাল আর ভর্তা দেয়ে সেরে ফেলি এখনো মাঝে মধ্যে।

০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৮

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: কোথায় ভাই?

১৪| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৩:৩২

বরেন্য কবি বলেছেন: সত্যি কি ?

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩২

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: জ্বি সত্যি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.