নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পৃথিবীর সন্তান।

সৈয়দ সাইফুল আলম শোভন

এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।

সৈয়দ সাইফুল আলম শোভন › বিস্তারিত পোস্টঃ

আমার বদগিরি।

৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২৯

বদগিরি।

বছর কয়েক আগে । কোরবানীর ঈদ। আমার নানা বাড়ির বিশাল পরিবার একসাথে ঈদ করতে জড়ো হয়েছি বহুদিন পর। বাড়িতে এক বড় ভাইয়ের নতুন বউ এসেছে। সে নিজেকে বদদের ওস্তাদ দাবী করে। কেউ তার সাথে কথায় পারে না। সাথে তার মাথায় থাকে হাজারো বদ বুদ্ধি।

তিনি সকাল-বিকাল ননদ-দেবরদের প্যারা দেন। হরেক রকম প্যারা। আমি শান্ত মানুষ । বাড়ি গিয়ে শুনি সবাই বলে সাবধান ভাবী থেকে। আমি সাবধানই ছিলাম। কিন্তু ঈদের দিন সকাল বেলায় তিনি ঘরে এসেই চিলাচিলি। এত দেরি করে ঘুম থেকে উঠলে হবে। গরু গোছল করাবে কে। উঠ গরু উঠ । সাত সকালে আমরা গরু হয়ে গেলাম।

আমি আর আমার মামাত দুজন গরু উঠেই সিদ্ধান্ত নিলাম। আজ দিন আমাদের।

গরু জবাই হবার পর পর আশে পাশের বাড়িগুলোতে গিয় শুধুমাত্র ঘরে মুরবী-নারীদের জানিয়ে আসলাম। নতুন ভাবীর গরুর বিচি খুবই পছন্দের। এই বাড়িতে নতুন। তাই সবাইকে বিষয়টা বলতে পারছেন না।

তাই যদি বিচি না ফেলে তাদের বাসায় দিয়ে দেওয়া হয়, তবে সে খুবই খুশি হবে। দুপুর শেষ বিকেল থেকে সন্ধ্যা ঝড় বয়ে যাচ্ছে। যেই মাংস পাঠায়।
সে আলাদা প্যাকেট করে নতুন বউয়ের জন্য গরুর বিচি পাঠিয়েছে।

ভাবী মাংসের প্যাকেট খুলে মাংস আর বিচি পায়।
সন্ধ্যায় গেলাম ভাবি’র অনুভূতি জানতে। তারপর.........

বছরের পর বছর প্রতিবার কত ঈদ আসে। হুট করে ঈদ বাংলা বানানে ইদ হয়ে আসে। কিন্তু আগের মত আর ঈদ আসে না। আমাদের বদগিরির ঈদ গুলো কেমন করে হারিয়ে গেল।

কোরবানীর_ঈদ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৯

ওমেরা বলেছেন: এক্কেবারে বদের হাড্ডি আপনি ।

৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৭

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: বেশি বদ ছিলাম না।

২| ৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৩

মোস্তফা সোহেল বলেছেন: কিন্তু আগের মত আর ঈদ আসে না
সত্যি রে ভাই সেই আগের মত ঈদে এখন আর আনন্দ পাই না।

৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৫

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: হুম তাই মনে হয়।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: খুব মজা পেলাম!!!

০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৮

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: আ হারে ভাই আমার ভাবী শেষ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.