নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পৃথিবীর সন্তান।

সৈয়দ সাইফুল আলম শোভন

এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।

সৈয়দ সাইফুল আলম শোভন › বিস্তারিত পোস্টঃ

এই খালটি রক্ষায় আমাদের এগিয়ে আসতেই হবে।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৪

ঢাকার জলাবদ্ধতা নিয়ে সবাই চিন্তিত।ঢাকা নিয়ে আপনার এই চিন্তার আরো কিছুটা বেশি যুক্ত হবে এই ছবিগুলো। মোহাম্মদপুরের বছিলা খাল ভরাট করে ফেলা হচ্ছে। ভরাটকারীদের দাবী তাদের মৌখিক অনুমতি আছে সংশ্লিষ্ট সকলের। কে অনুমতি দিল, কিসের ভিত্তিতে দিল।

খাল দখল ও ভরাট করে ট্রাকস্ট্যান্ড তৈরি বাংলাদেশ পানি আইন, ২০১৩; জাতীয় নদী রক্ষা কমিশন আইন, ২০১৩, ২০১৩; মহানগরী, বিভাগীয় শহর ও জেলা শহরের পৌর এলাকাসহ দেশের সকল পৌর এলাকার খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন ২০০০; পানি সম্পদ পরিকল্পনা আইন ১৯৯২; বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আইন, ২০০০; গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্ট অর্ডিন্যান্স ১৯৮৫; বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫; The Canal Act 1864; The Embankment and Drainage Act 1952; The Ports Act 1908; The Public Parks Act 1904; The Irrigation Act 1876;The Tanks Improvement Act 1939; The Cantonments Act 1924; The Territorial Waters and Maritime Zones Act 1974; পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬; রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন ২০১০; স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯; স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯; স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনের লঙ্ঘন।

এছাড়াও জাতীয় পানি নীতি (১৯৯৯), জাতীয় পরিবেশ নীতি (১৯৯২), জাতীয় মৎস নীতি (১৯৯৮), জাতীয় পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন নীতি (১৯৯৮), জাতীয় কৃষি নীতি (১৯৯৯), জাতীয় বনায়ন নীতি (১৯৯৪), জাতীয় শিল্প নীতি (২০১০), জাতীয় পাটনীতি ২০০২, জাতীয় গৃহায়ন নীতিমালা জাতীয় নৌ-নীতিমালা (২০০০), জাতীয় ভূমি নীতি অনুসারে এই ভরাট কার্যক্রম অবৈধ।

ঢাকার ১২০ খাল থেকে বর্তমানে অবিশষ্ট যে কযেকটি খাল এখন জীবন্তু আছে তার মাঝে এই খালটি অন্যতম। কারণ এখানে এখনো বর্ষায় পানি আসে নদী থেকে। নানা প্রজাতির মাছ পাওয়া যায়।

এই খালটি রক্ষার জন্য আইন আমাদের পক্ষে।দরকার আইনের প্রয়োগ। ঢাকায় থাকতে হলে এই খাল রক্ষায় আপনাকে/আমাকে ভূমিকা নিতেই হবে! আমি চিঠি দিয়ে সংশ্লিষ্টদের জানানোর চেষ্টা করেছি। আপনি আপনার অবস্থান থেকে চেষ্টা করুন!
খাল রক্ষার সাথে জড়িত দায়িত্বশীল প্রতিষ্ঠান ঢাকা ওয়াসা, জেলা প্রশাসক, সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তরসহ যেকোন একটি প্রতিষ্ঠানের যদি কোন কর্মকর্তা আপনার পরিচিত থাকে তবে তাকে অবহিত করুন। উনাকে ট্যাগ দিন, ইনবক্স করুন, ফোন করে অনুরোধ করুন।

ঢাকার জলাবদ্ধতার জন্য তো মেয়রকে গালি দেই বার বার। কিন্তু এইখালটা রক্ষা করতে না পারলে গালিটা আমার আপনার প্রাপ্য। কেন আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হয়েছি।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সরকারি লোকের দৃষ্টি কামনা করছি। দুদকে ফোন দিলে কাজ হবে কোন?

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: দেখার কেউ নেই।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১১

ভুয়া মফিজ বলেছেন: কেউই আগায় না, শেষ পর্যন্ত একসময় খাল দেখতে আমাদের মিউজিয়ামে যেতে হবে! :((

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:


কোথায় শুরু, কোন এলাকার মধ্য দিয়ে কোথায় গিয়ে পড়েছে?

০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫০

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: চিঠিতে বিস্তারিত লিখেছি

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

জুন বলেছেন: কত খাল যে ভরাট হয়ে চৌপাট হয়ে গেল, আর এর পরিনতি টের পাই সামান্য বৃষ্টিতেই শোভন ।

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

মলাসইলমুইনা বলেছেন: আপনাদের দাবির সাথে পুরোপুরি একাত্মতা ঘোষণা করছি | ঢাকা ওয়াসা, জেলা প্রশাসক, সিটি করপোরেশন মেয়র আর ওই এলাকার কমিশনারদের, পরিবেশ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা- এদের ইমেইলগুলো ব্লগে দিয়ে দিন |

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০২

আবু আফিয়া বলেছেন: খালগুলো ভরাট করার ফলেই কয়েক মিনিটের বৃষ্টির ফলে সবার দুর্ভোগ পোহাতে হয়।

৮| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:০০

রাজীব নুর বলেছেন: খুব অন্যায় কাজ।
তাহলে দেশে এত মিডিয়া থেকে লাভ কি?

০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৯

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: হয়ত একদিন কাজ হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.