নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পৃথিবীর সন্তান।

সৈয়দ সাইফুল আলম শোভন

এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।

সৈয়দ সাইফুল আলম শোভন › বিস্তারিত পোস্টঃ

৫০০বয়সী গাছটি রক্ষায় এগিয়ে আসুন। গাছটি রক্ষায় একটি ফোন দিন ০২৮১৮১৭৩৭ নাম্বারে

২২ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৯

কয়েক শতক এলাকায় বিস্তৃণ এই বট গাছটি কাটা হচ্ছে। এই গাছের নামেই ঢাকার ধানমন্ডির রায়েরবাজার পুলপাড়া বটতলা জায়াগাটির নাম হয়েছিল। ৭১রে কত শত নাম না জানা শহীদকে হত্যা করে এই গাছের নিচে ফেলা হয়েছিল তার হিসাব মিলানো হয়নি এখনো। স্থানীয় মানুষজনের বক্তব্য এই গাছ থেকে শুরু হয়েছিল বধ্যভূমির সীমানা। ৫০০শতবছর বয়সী এই গাছটি আজ কাটা হচ্ছে।

এই গাছটি রক্ষার কোন প্রতিষ্ঠানই দেশে নেই। এমন কোন আইন কি আছে যে আইনে গাছটি রক্ষা করা যাবে।
Abu Naser Khan ভাইকে একটু আগে স্থানীয় মানুষজন জানিয়েছে। আমি দেখতে গিয়ে দেখি গাছটি কাটা শুরু হয়ে গেছে।পুরো রায়েরবাজার এলাকার সবচেয়ে বড় গাছ এটি। স্থানীয় মানুষরা চায় যেকোন মূল্যে গাছটি টিকিয়ে রাখতে।
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের নাম্বার এটা 02-8181800। উনাকের ফোন দিলে উনার অফিসের লোক জানায় ০২৮১৮১৭৩৭ নাম্বারে ফোন করুন। আমি ফোন দিয়েছি। তারা লোক পাঠানোর চেষ্টা করছে। আপনিও একটি ফোন দিন। হয়ত আপনার ফোনেই গাছটি রক্ষা পাবে।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

ডঃ এম এ আলী বলেছেন: খুবই উপকারী পোষ্ট ধন্যবাদ । আশা করি সংস্লিষ্টদের নজরে পরবে ।
শুভেচ্ছা রইল

২| ২২ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:


কে কাটছে, কেন কাটছে? কাটা কি হয়ে গেছে?

৩| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৮

ফেরদৌসা রুহী বলেছেন: শেষ আপডেট কি?

গাছ কি কেটে ফেলা হয়েছে নাকি বন্ধ করতে পেরেছে কেউ গাছ কাটা।

৪| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৬

আবু তালেব শেখ বলেছেন: রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মানে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন যেখানে হুমকির মুখে সেখানে এই সামান্য গাছ তো মামুলি বিষয়

৫| ২৩ শে নভেম্বর, ২০১৭ ভোর ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:


পোষ্ট দেয়ার পর আপনাকে দেখছি না, গাছ কাটার সময় গাছের কাছে দাঁড়িয়েছিলেন হয়তো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.