নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পৃথিবীর সন্তান।

সৈয়দ সাইফুল আলম শোভন

এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।

সৈয়দ সাইফুল আলম শোভন › বিস্তারিত পোস্টঃ

টাকার কাছে বন্দি না হোক ভ্রমণের পিপাসা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৬

আমি সস্তায় ভ্রমনে আগ্রহী। কত সস্তায় মানসম্পন্ন কিংবা মানহীন ঘুরা যায় তা নিয়ে আমার আগ্রহের শেষ নেই। পাঁচ তারকা হোটেল থেকে বিনামূল্যে খানকা ঘর, মসজিদ,মন্দির,আশ্রম, গুদাম ঘর, সস্তা ডরমিটরি, কিংবা অনুরোধে কারো বাড়ি। কোন কিছুই বাদ যায়নি আমার ভ্রমণ তালিকা থেকে।

যেহেতু টাকার কম তাই খরচ কমাতে চাই। ঘুরতে চাই বেশি। সেই কম খরচে ঘুরা একটা অন্যতম বিষয় হল শহরে কি কি ফ্রি পাওয়া যায় তা খুঁজে বের করা। চাইলেই পৃথিবীর বিভিন্ন শহরে নানা ফ্রি সুযোগ থাকে। অথবা একটু চেষ্টা করলে আপনি ফ্রি থাকা-খাওয়া-যাতায়াত পেয়ে যেতে পারেন। যেমন ব্যাঙ্গালোর শহরে যাতায়াত।

এখানে লক্ষ লক্ষ বাইক চলাচল করে প্রতিদিন। আপনি একটু অনুরোধের ভাষা শিখে গেলেই যাতায়াত ফ্রি সারা শহরে। যেমন ডাইবেটটু, না নো নিম্মা গাড়িলি হো বে কু। আমি আপনার গাড়িতে যেতে চাই।

আমার যদিও ঐ শহরে বন্ধুর একাধিক স্কুটি ছিল। অলিগলি ছাড়া ঐ স্কুটি আমি চালাইনি। বড় রাস্তায় গেলেই কর্নাটাকা’র ছেলে মেয়েদের কাছে মোবাইল ফোনে গুলল ম্যাপ দেখে সহযোগিতা চাইতাম “ডাইবেটটু, না নো নিম্মা গাড়িলি হো বে কু”। আর একজন ভিন্ন দেশি হিসেবে সবাই সহযোগিতার জন্য এগিয়ে আসত। কেউ কেউ যে সাড়া দিত না তা নাইবা বলি।

সেই শহরে ট্রাফিক আইন কিছুটা কঠোর। মোটর সাইকেল চালক এবং আরোহী সবার হেলমেট পড়া বাধ্যতামূলক। তাই আমি একটা হেলমেট কিনে নিলাম। রাস্তায় হেলমেট পড়ে ঘুরি। ক্লান্ত হলে সহযোগিতা চেয়ে স্কুটিতে উঠে পড়ি। দিন কয়েকের মধ্যে আমার বেশ কয়জন বন্ধু জুটে গেল।

কেউ বাসায় দাওয়াত দেয়, কেউ আমাকে দাওয়াত দেয় ঘুরতে, কেউবা জানায় হনুমান মন্দিরে দুপুরে সবজি বিরিয়ানি একদম ফ্রি। তাদের উপর আস্থা রেখে আমি ঘুরতে যাই। আসার সময় ধন্যবাদ দেই। স্বল্প টাকায় ঘুরাঘুরির সুযোগ করে দেওয়ার জন্য দেশে দেশে শত মতের শত শত মানুষের কাছে আমি কৃতজ্ঞ। আমার যেহেতু টাকা কম তাই আমি কম টাকায় ঘুরার সুযোগ খুঁজি।

আপনার সস্তা ভ্রমণের অভিজ্ঞতা ও উপায় আমার মত সস্তা ভ্রমণকারীদের জানান। টাকার কাছে বন্দি না হোক ভ্রমণের ইচ্ছে।

আপনার ভ্রমণ আনন্দময় হোক,
শুভ ভ্রমণ।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৯

এম,এইচ,ইউ হারুন বলেছেন: অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ, এতে অনেকেই উপকৃত হতে পারে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩১

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ধন্যবাদ।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০০

আবিদা সিদ্দিকী বলেছেন: একদম ঠিক। টাকার কাছে বন্দি না হোক ভ্রমণের তৃষ্ণা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩২

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ধন্যবাদ।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২৯

অলওয়েজ ড্রিম বলেছেন: চমৎকার পোস্ট। অনেকের সুবিধা হবে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩২

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ধন্যবাদ

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৬

জুন বলেছেন: অল্প পয়সায় ভ্রমণ সম্পর্কে আপনার টিপস বেশ কাজের মনে হচ্ছে শোভন । তবে অচেনা ব্যাক্তির যানবাহনে যাতায়ত ও অপরিচিত কারো বাসায় দাওয়াত খাওয়া নিয়ে যা বললেন সেটা মনে হচ্ছে এখনকার পটভুমিকায় উভয়পক্ষের জন্যই বেশ রিস্কি । তার চেয়ে মন্দিরে আর মাজারে গিয়ে ভেজিটেবল বিরিয়ানী খাওয়াও নিরাপদ :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৪

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: আমার কাছে মূল্যবান তেমন কিছু থাকে না। আর আমি অনেকবার গিয়েছি ব্যাঙ্গালোরে। প্রাথমিক ভাবে কিছু দেখেই নিশ্চিত হই লোকটা সহযোগিতা করব তারপর সাহায্য চাই। এখন পর্যন্ত সমস্যা হয় নি। তবে আপনাকে ধন্যবাদ মূল্যবান মন্তব্যের জন্য

৫| ০১ লা মার্চ, ২০১৮ রাত ২:৪৪

অক্পটে বলেছেন: তবে সাবধান তো হতেই হবে। রাজস্থানে লাভ জিহাদের নামে কিভাবে মানুষটাকে মারলো জানেনতো।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: জ্বি সাবধান হব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.