নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পৃথিবীর সন্তান।

সৈয়দ সাইফুল আলম শোভন

এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।

সৈয়দ সাইফুল আলম শোভন › বিস্তারিত পোস্টঃ

ঈশ্বরদি থেকে ভৈরব সারা পৃথিবী জানুক আপনার লড়াইয়ে গল্প

২০ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০৪

১৯৭১।
৭১ আমার কাছে যাই হোক না কেন। তার কাছে সবই ৭১।

৭১’রে ছয়মাস বয়সী প্রভাতী’র মা বাবাকে হত্যা করা হয়েছিল। হাসপাতালের বিছানায় বসে আমি প্রভাতীর গল্প শুনছি। প্রভাতী মা-বাবার কোন স্মৃতি নেই। শুধুই ঈশ্বর জানেন আমি কি করে এত দূর এসেছি।

বাবা মাকে হত্যার পর পাশের বাড়ির এক পরিবার আমাকে লালন-পালন করে। শুনেছিলাম আমার বাবার নাম উকিল শীল, মায়ের নাম জানি না। পরিবার নিয়ে যখন কেউ কথা বলে, আমি আমার বাবা মায়ের মুখটা স্মরণ করতে চেষ্টা করেছি বহুবার। আমি মা,বাবার মুখ দেখি না। শুধুই এই দেশেটা দেখি।

আমার জীবন সিনেমাকে হার মানাবে। আমার প্রতিটি দিন এক একটি সিনেমা।

নানা কারণে আমি একটু বড় হবার পরপরই আমার পালিত মা-বাবা সীমানা পাড়ি দিয়েছেন। কোন যোগাযোগ নেই। কোথায় আছে মানুষগুলো তাই জানি না। আমি আমার মা-বাপ এই দেশ ছেড়ে যেতে পারিনি।

তারপর ভৈরবের এক ছেলের হাতে আস্থা রেখে আমি ঈশ্বরদী ছাড়ি।

ভৈরবেই আমার সব, পরিবার-পরিজন। রাগ, ক্ষোভ,অভিমান ভালবাসা।
জীবনটা বড়ই অদ্ভুত। এখন লড়ছি ক্যান্সারের সাথে। বলতে পার আমার জীবনটাই একটা ক্যান্সার।

আমি বললাম, ভৈরব আমার প্রিয় মাছের জন্য।
প্রভাতী বললেন, আমি ভাল মাছ রান্না করি। তুমি এসো তোমাকে মাছ রান্না করে খাওয়াব। পৃথিবীর যে কয়েকজন মানুষ ভাল মাছ রান্না করে আমি তাদের মধ্যে একজন।

হাসপাতালের নিয়মকানুন ভেঙ্গে ভয়ানক শব্দ করে হাসছি। পৃথিবীর শ্রেষ্ঠ ভৈরবে মাছ রাধূনী এখন তামিল নাডুতে। মিডিয়া না জানলেই হল । তাহলে আবার হাসপাতলে ভিড় জমবে।

আমি কথা দিয়ে আসলাম একদিন ভৈরবে যাব মাছ খেতে। পৃথিবীর অন্যতম রাধুনীর শোল মাছের গুটি ভাজি খাব।

আজ ২০ মার্চ। ২২ মার্চ প্রভাতী মঞ্জুমদার ক্যান্সারের সাথে প্রাথমিক ভাবে জয়ী হয়ে দেশে ফিরছেন। এ যাত্রায় ও প্রভাতী মঞ্জুমদার জয়ী। কিন্তু লড়াইটা চালবে।

প্রিয় প্রভাতী মঞ্জুমদার
ঈশ্বরদি থেকে ভৈরব সারা পৃথিবী জানুক আপনার লড়াইয়ে গল্প। আপনার সুস্থতা কামনা করি। শীঘ্রই ভৈরব আসছি আপনার গল্প শুনতে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩৪

পলাশবাবা বলেছেন: সরকারি ভাবে ভাবে বানানটা ঈশ্বরদী।

২| ১৫ ই জুন, ২০১৮ ভোর ৪:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: প্রভাতী মঞ্জুমদারের সুস্থতা কামনা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.