নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পৃথিবীর সন্তান।

সৈয়দ সাইফুল আলম শোভন

এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।

সৈয়দ সাইফুল আলম শোভন › বিস্তারিত পোস্টঃ

“আমার শহরঃ যে বৃষ্টির অপেক্ষায় বসে”

৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৮

আজ ঘুম থেকে উঠেই অপ্রয়োজনে উৎপল কুমার বসুর কথা মনে পড়ল। যদিও আমার প্রিয় কবির তালিকায় তার স্থান নেই। মাঝে মাঝে অনেকেই বলে উৎপল কুমার বসুর কবিতার স্বাদ ভিন্ন।

কেউ কেউ আমাকে বলে আবেগ নয়, বুদ্ধিমত্তা দিয়ে পড়তে হবে উৎপল কুমার বসুর কবিতা।তোর মাথার গিলু লেভেল উৎপল কুমার বসুর কবিতা পর্যন্ত যাবে না। আমি তর্কে যেতে চাই না। কবির প্রতি পাঠকের এই ভালবাসা দেখে আমার
রাগ, ক্ষোভ,ক্রোধ, ভালবাসা জাগে না।

আমি ঘুম থেকে উঠেই বৃষ্টির জন্য অপেক্ষা করছি। যতই যন্ত্রণা, ভোগান্তি হোক আমি বৃষ্টি চাই। এ শহরে বৃষ্টির প্রয়োজন।ঝড় বৃষ্টি নিয়ে যতই ক্ষোভ পুষে রাখুন না কেন আপনি হৃদয়ে। এই শহর টিকিয়ে রাখার জন্য বৃষ্টির প্রয়োজন। শীতের আগে আরো বেশি বৃষ্টি চাই শহরে। আর তাই উৎপল কুমার বসু বাদ দিয়ে আমার বেসুর কন্ঠে জোরে জোরে প্রদীপ বালা’র

“আমার শহরঃ যে বৃষ্টির অপেক্ষায় বসে” পড়ছি।

পাশের জন্য বলল আঁতলামো।

আমি বলি হ্যাঁ আঁতলামো, তারপরও বৃষ্টি চাই। বৃষ্টি প্রত্যাশী আমার শরীর, মনে অপমান লাগছে না আজ। আমি আরো জোরে পড়ছি বেসুর কণ্ঠে

আমার শহরঃ যে বৃষ্টির অপেক্ষায় বসে – প্রদীপ বালা

হটাৎ করেই ভাবতে বসি
মুষল ধারে বৃষ্টি হবে
শুকিয়ে যাওয়া আমার শহর
আবার বসে ভিজবে কবে

শরীর বেয়ে অপমানের
অঝোর ধারা নামবে কবে
শুকিয়ে যাওয়া রক্ত দাগ
রক্ত ফোটায় ভিজবে কবে

একই ছাদের তলায় এসে
ধনী গরীব কাঁপবে কবে
সারা শহর জুড়ে তখন
প্রচন্ড এক বৃষ্টি হবে

মুষড়ে পড়া বিপ্লবীরা
আঁধার রাতেও স্বপ্ন পাবে
বৃষ্টি তোড়ে জেলের গারদ
আবার আবার ভাঙবে কবে

অবহেলায় স্বপ্ন যত
পিষে গেছে বুটের তলে
সেসব আবার প্রাণ ফিরে পাক
ভীষণ রকম বৃষ্টিজলে

অবাধ্য সব প্রেমিক যত
ভালবাসায় ফুটবে কবে
দিন দুপুরে ভালবাসার
ভীষণ রকম বৃষ্টি হবে

শহর জুড়ে সকল বোমা
একসাথে ফের ফাটবে কবে
সারা শহর ধ্বংস হয়ে
নতুন করে সৃষ্টি হবে

কবে আবার বৃষ্টি হবে
ভীষণ রকম বৃষ্টি হবে
ধ্বংস হওয়া সব কিছুতে
নতুন প্রাণের সৃষ্টি হবে।

#ক্রসফায়ার_বন্ধ_কর

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩২

পদ্মপুকুর বলেছেন: ছোট্ট লেখা, কিন্তু ভালো হয়েছে।
শেষের লাইনটা কি জন্য?

০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫২

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ধন্যবাদ।

২| ০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: অনন্য সুন্দর,পাঠে মুগ্ধতা

০২ রা জুলাই, ২০১৮ দুপুর ২:৩৯

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.