নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পৃথিবীর সন্তান।

সৈয়দ সাইফুল আলম শোভন

এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।

সৈয়দ সাইফুল আলম শোভন › বিস্তারিত পোস্টঃ

আমার রাষ্ট্র সাবালক হোক। ভিন্ন মত, ধর্ম, বিশ্বাস স্বাধীনভাবে ধারন পালনের উর্বর ভূমি হোক বাংলাদেশ।

০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৮

ক্রসফায়ার’ রাষ্ট্রের রাজনৈতিক হত্যাকাণ্ড।নেসার আহমেদের বইটি হয়তো অনেকেই পড়েছেন, আবার অনেকেরই হয়তো তা এখনো পড়া হয়নি।

সম্ভবত ২০১০/১১ সালে এটি পড়ে ছিলাম। এটি কোন নিষিদ্ধ বই নয়। বাংলাদেশ নামক রাষ্ট্রে যারা বিশ্বাস করেন এই দেশে আমার। তারা একবার এই বইটি পড়তে পারেন।

বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থানে ক্রসফায়ারের হত্যা করা মানুষগুলোর নানা তথ্য পাবেন এই বইয়ে।

সকালে নাস্তার টেবিলে চায়ের সাথে গতকাল কোথায় বন্দুক যুদ্ধে নিহত কোন গুন্ডা বদমাইশের খবর পড়ে আপনি নিশ্চিন্ত হলেন। আ হা দেশটা এখন স্থায়ী সুখের দিকেই যাচ্ছে।

আর তখন এই রাষ্ট্রে একটি পরিবার কাউকে হারানোর দু:খে চিৎকার করে কান্না করার অধিকারও হারিয়েছে।

আপনার পড়া পত্রিকার প্রেসনোট ছাপানোর সেই খবরের বাইরের খবর আর
পরিবারগুলো চাপ কান্না, মানুষগুলোর হত্যার ভিন্ন এক স্বাদ পাবেন এই বইয়ে।

হয়ত আপনার পরবর্তী জীবনে চায়ের স্বাদ কিছুটা ভিন্নই হবে সকালের নাস্তার টেবিলে প্রতিটি হত্যাকান্ডের খবরের সাথে।

বাংলাদেশ রাষ্ট্রের অর্জন নিয়ে আপনার/আমার গর্বে বুক ফুলে ওঠে। কিন্তু এই ক্রসফায়ার নিয়ে যদি একটু লজ্জা না থাকে।যদি মনে মনে সুখ খুঁজেন ক্রসফায়ারে। তবে আমরাই অন্ধ দেশপ্রেমিক।

এই অন্ধ দেশপ্রেমিক ও দেশপ্রেম, দেশপ্রেম নামের এক প্রকার ভন্ডামি। ভন্ড দেশপ্রেমিক/দেশপ্রেম শাসকগোষ্ঠীর জন্য যতটা ভাল ততটাই ক্ষতিকর রাষ্ট্রের বিকাশের জন্য।

আমার রাষ্ট্র সাবালক হোক। ভিন্ন মত, ধর্ম, বিশ্বাস স্বাধীনভাবে ধারন পালনের উর্বর ভূমি হোক বাংলাদেশ।

সোচ্চার হোন । এই রাষ্ট্র আপনার আমার ক্রসফায়ারের দায় আমাদেরই।
বন্ধ হোক #গুম, #খুন, #ক্রসফায়ার।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৮

নাঈমুর রহমান আকাশ বলেছেন:

২| ০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৯

নাঈমুর রহমান আকাশ বলেছেন:

৩| ১৫ ই জুন, ২০১৮ ভোর ৪:০২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আমার রাষ্ট্র সাবালক হোক। ভিন্ন মত, ধর্ম, বিশ্বাস স্বাধীনভাবে ধারন পালনের উর্বর ভূমি হোক বাংলাদেশ।

একমত। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.