নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পৃথিবীর সন্তান।

সৈয়দ সাইফুল আলম শোভন

এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।

সৈয়দ সাইফুল আলম শোভন › বিস্তারিত পোস্টঃ

যদি সময় থাকে তবে লাফিয়ে পড়ুন আড়িয়াল বিলের সচ্ছ জলে।

১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৬

ছবি Farukh Ahmed

যারা ঢাকায় ঘুরতে চান। ঘড়ির কাটা মেনে আপনার চলাচল। বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার যাওয়ার সময় নেই। চান একটু ছোয়াঁ লাগুক মনে প্রকৃতির রঙ রূপে। সপ্তাহের ছয়দিন অফিস থেকে বাসায় ফেরার পথে গাড়ির ভ্যাপসা গরমে, হয়ত গরমকে শত্রুই ভেবে নিয়েছেন । তবে গরম উপভোগ করার জন্য যেতে পারেন আড়িয়াল বিলে।

তবে একটা কথা বলে শুরু করি। আমার এক বড় ভাই তার বউকে নিয়ে মিশরের পিরামিড দেখিয়ে আনলেন। আসার পর ভাবীর বক্তব্য ছিল। পিরামিড দেখে আমার কি লাভ। তারচেয়ে বরং এরচেয়ে কম টাকায় আমি কলকাতা থেকে ভাল কেনাকাটা করতে পারতাম। সুতরাং কাকে নিয়ে আড়িয়াল বিলে যাবেন তা আপনাকে নিধারণ করতে হবে। আড়িয়াল বিলের ভ্রমণ অভিজ্ঞতা সবার জন্য সুখকর হবে না।

তবে যাবার আগে অবশ্যই ছাতা নিয়ে যাবেন। মাথার টুপি, সাথে যদি শিশু থাকে তার রোদসহ্য করার ক্ষমতা না থাকে। তাকে না নিয়ে গেলেই ভাল। কারণ আড়িয়াল বিলের রোদে শহুরে মানুষের জ্বর আসা স্বাভাবিক। ঢাকা থেকে খাবার নিয়ে যান। অথবা যা পাবেন তা খাবেন এই ভরসায় চলে যেতে পারেন। আড়িয়াল বিলের ঝড় ভয়ানক হয়। আপনার ধারনা পাল্টে দিবে। তাই ঝড়ের আগেই নিরাপদ জায়গা বেছে নিবেন।

ঢাকার গুলিস্তান থেকে মাওয়াগামী বাসে চেপে বসুন। শ্রীনগরের ভেজাবাজার নামবেন।স্থানীয়দের সাথে ভাব জমানোর চেষ্টা করতে, মানুষজনকে জিজ্ঞাসা করুন যাব আড়িয়াল বিল। সহযোগিতা পাবেন। ব্যাটারি চালিত রিক্সায় করে আড়িয়ার বিল। আমি গিয়েছিলাম মোটর সাইকেলে তাই আমার যাওয়া আসার রাস্তা ভিন্ন। অনেক ঘুরাঘুরি।

উত্তাল পদ্মা আর শান্ত ধলেশ্বরীর এই দুইয়ের মাঝে মাছের খনি আড়িয়াল বিল। শীত কিংবা বর্ষা যখনই যান সবুজ আর সবুজের দেখা মিলবে বিলে। চোখ ধাধানো সবুজ। পানির রং আপনার হৃদয়ের জড়তা নিমিষে দূর করে, রক্ত সঞ্চালন বাড়িয়ে দিবে। শুধু সুখ আর সুখ। বৃষ্টির পানি জমে গড়ে ওঠা ১৩৬ বর্গ কিলোমিটার আয়তনের এই বিলে হাজার প্রজাতির প্রাণের অস্তিত জানান দিবে প্রতি মূহুর্তে।

সচ্ছ পানি আর পানি ঘিরে গ্রামবাসীর জীবন-জীবিকা, পানকৌড়ির পানিতে ছুটাছুটি, বকের মাছ শিকার, মাছরাঙ্গার একটা মাছ ধরার জন্য ধৈর্য্য ধরে অপেক্ষা, পানিতে ভেসে বেড়ানে কচুরিপানা, জলে ফুলে ফ্যাপা শাপলাদের সৌন্দর্য কিছু না কিছু তো আপনার মনে ধরবেই। যদি লুঙ্গি থাকে সাথে। সাতাঁর জানা আছে। তবে লাফিয়ে পড়ুন জলে।

নৌকার যদি ধীরে চলে সুযোগ করেে সচ্ছ এই জলে নিজের ছবিটাও দেখে নিতে পারেন। মাঝে মাঝে কোন কারণ ছাড়াই। হাত ধরুন প্রিয় মানুষের। শহরে তো সুযোগই পান না। জীবন মানে কি শুধুই ছুটবেন। নাকি এই রকম একটা আড়িয়াল বিলের পাড়েই জীবন কাটিয়ে দিবেন। বাস্তবতায় ফিরে আসুন ঢাকায় ফিরতে হবে। সূর্য ডুবার আগেই রওনা হন।

বর্ষায় সুযোগ যদি নাও মিলে। শীতে যান আড়িয়াল বিলে। শীতে আড়িয়াল বিল সবজির খনি।মাছ ধরে গ্রামবাসী উৎসব করে। যদি কাদামাখামাখি হতে আপত্তি না থাকে। তবে আপনি যুক্ত হতে পারেন।

তাই বলতে পারি শীত বর্ষা যখনই যাবেন তখনি সুখ মিলবে আড়িয়াল বিলে।

সপিংমল, খাবারের দোকান, টেলিভিশনের বাইরে মস্তিককে মাঝে মাঝে সবুজের ছবি ধারণ করার সুযোগ দিন। বিশ্বাস করুন আড়িয়াল বিল এমনই জায়গা। এবার আপনার পালা কবে যাবেন আড়িয়াল বিল। তবে অনুরোধ যখনই যাবেন আড়িয়াল তখন পরিবেশ নিয়ে সর্তক থাকবেন। আপনার ভ্রমনে যে বর্জ্য উৎপাদন হবে তা নিজের সাথে করে নিয়ে আসবেন। যেমন প্ল্যাস্টিকের বোতল-প্লেট, প্যাকেট, কাগজ, টিস্যু।

আবাসন কোম্পানীগুলোর মুনাফার বলি হচ্ছে আড়িয়াল বিল। এই দখল রুখতে হবে। সোচ্ছার হোন। ভ্রমণের ছবি সাথে একটা দুটা ছবি দিন আড়িয়াল বিল দখল দূষণের। আপনার ভবিষ্যৎ প্রজন্মের নাগরিক ক্লান্তি ভুলিয়ে দেওয়ার জন্য হলেও বিলটা থাকুক।

দায়িত্বশীল পর্যটক হোন।
আপনার ভ্রমণ আনন্দময় হোক।

মন্তব্য ২৯ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: শ্রী নগরে আমার গ্রামের বাড়ি।
আড়িয়াল বিলের মাছ যে কি স্বাদ যে না খেয়েছে সে বুঝবে না।

১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: জ্বি আমি মুগ্ধ এই স্বাদে।

২| ১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১২

সিগন্যাস বলেছেন: ঘোরাঘুরির জন্য বান্দরবান বেষ্ট । আহা শীতের সন্ধ্যায় গাছের ডাল ভেঙে আগুন জ্বালিয়ে সেটার চারপাশে গোল করে বসে থাকার মজা কেউ বুঝবে না ।

১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ওহ।

৩| ১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৯

ব্লগ মাস্টার বলেছেন: সকলের
দায়িত্বশীল পর্যটক হোক।
আপনার ভ্রমণ আনন্দময় হোক।

১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১১

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ধন্যবাদ।

৪| ১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫০

জহিরুল ইসলাম সেতু বলেছেন: সুন্দর পোষ্ট! ভ্রমণের জন্য নতুন একটি লোকেশন পেলাম। আমরা মাঝে মাঝে গ্রুপে ট্যুর করি। সামনে ট্যুরের জন্য আড়িয়াল বিল থাকবে আমাদের প্রথম পছন্দ। আট/দশজনের জন্য জনপ্রতি কেমন খরচ হতে পারে, একটা ধারনা পেলে ভাল হতো।
অনেক ধন্যবাদ সৈয়দ সাইফুল আলম শোভন ভাই। আপনিও আবার চলেন আমাদের সাথে গ্রুপ ট্যুরে।

১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১১

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: আমিও যেতে চাই। আমাকে জানাবেন।

৫| ১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। +

সুযোগ পেলে আড়িয়াল বিলে যাওয়া লাগবে ।

১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১২

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: অবশ্যই যান।

৬| ১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

উদাসী স্বপ্ন বলেছেন: দারুন ছবি। লিস্টে যোগ করলাম। এ বছর দেশে যাওয়া হবে না। ইউরোপ ট্যুরের প্লান। সামনের বছর দেশে গিয়ে ঘুরবো। এরকম আরো কিছু পোস্ট পেলে লিস্টটা বড় হতো

১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: আমি মাঝে মাঝে লিখতে চেষ্টা করি।

৭| ১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:


জোঁক টোঁক আছে নাকি পানিতে?

১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: সবই আছে।

৮| ১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

জুন বলেছেন: আমাদের গ্রামের কাছেই আড়িয়াল বিল। অনেক বছর আগে ভরা বর্ষায় নৌকা করে একবার আব্বার ফুফুর বাড়ী গিয়েছিলাম। সকালে রওনা দিয়ে সন্ধ্যা নাগাদ পৌছেছিলাম। কি তার সৌন্দর্য্য তা এখনো ভুলতে পারি না । দুপুরে মাঝিদের রান্না ডাল চর্চড়ি আর বেলে মাছ এখনো মুখে লেগে আছে ।
শোভন আপনার চোখে আবার দেখে নিলাম রূপসী আড়িয়াল বিলকে ।
+

১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: এক সময় আমি নিয়মিত সামু ব্লগে আসতাম এবং মুগ্ধ হয়ে আপনার পোস্ট পড়তাম। ভাল লাগলো আপনি আমার পোস্ট পড়েছেন জেনে।

৯| ১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০০

কাওসার চৌধুরী বলেছেন: আড়িয়াল বিল সম্বন্ধে জানা হলো। ধন্যবাদ আপনাকে।

১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ধন্যবাদ।

১০| ১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: নাহ্! একবার তো যেতেই হয়!
,

১৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৯

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: চলে যান। কি আছে আর জীবনে।

১১| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সুষ্ঠ ব্যবস্থাপনা থাকলে আমাদের দেশেই পর্যটন থেকে অনেক আয় করা যায়। কিন্তু সব প্রাকৃতিক স্থানগুলোকে ভূমি দস্যুরা দখল করে নিচ্ছে...

১৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৯

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: হুম তাই বিচার করতে হবে।

১২| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৬

ওমেরা বলেছেন: সুন্দর ই লাগল তবে পানিতে আমার ভয় লাগে।

১৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:২০

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: আমারও ভাই ভয় লাগে।

১৩| ১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জ্বি আমি মুগ্ধ এই স্বাদে।

ভেরি গুড।

১৪| ১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছবি ও বর্ননায় মুগ্ধতা।

১৫| ১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪১

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !

১৬| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৪

আশরাফুল অ্যাস্ট্রো বলেছেন: ছবি গুলো দেখে মুগ্ধ হলাম সাথে লেখাটা পড়েও। ধন্যবাদ লেখক ।

১৭| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩০

রাকু হাসান বলেছেন: আড়িয়াল বিলের একটি ভিডিও দেখছিলাম । খুব ভাল লেগেছিল ,আপনার লেখায় ভাল একটি ধারণা পেলাম । ঠিক বলেছেন কাকে নিয়ে যাচ্ছি সেটা মূল বিষয় । ঢাকা থেকে যেতে কতক্ষণ লাগবে ? ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.