নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

brotoweb.wordpress.com/

ব্রতশুদ্ধ

ব্রতশুদ্ধ › বিস্তারিত পোস্টঃ

হাতি তান্ডব

১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১:৩৫

( রাজ্যে এক বিশালাকায় হাতি হঠাত প্রবেশ করে চারদিকে তান্ডব চালাচ্ছে। এ নিয়ে মহারাজ ও মতি পেয়াদার ভেতর কথোপকথন)
মতি পেয়াদা - মহারাজ মহারাজ।
মহারাজ -কি হল হে মতি??
হঠাত করে বেড়ে যে গেল তোমার গতি!!!
মতি - মহারাজ রাজ্যে প্রবেশ করেছে ইয়া বড় এক হাতি।
মহারাজ- হাতি???
মতি- আগ্যে মহারাজ হাতি।
মহারাজ- রাজ্য জুড়ে তো জল।। কিভাবে হাতি ঢুকল তা বল?
মতি- আগ্যে হাতি জানে সাঁতার, করছে ইচ্ছা যা তার।
মহারাজ- বলিস কি??? এঁকে বিদেয় কর। যেভাবেই পারিস এঁকে ধর।
মতি- আগ্যে চেষ্টা করছি মহারাজ কিন্তু এযে ভীষণ কঠিন কাজ।
মহারাজ- কঠিন কাজ???
মতি- আগ্যে মহারাজ, ভীষণ কঠিন কাজ।
মহারাজ- এই কথা বলতে করলো না তোর লাজ???
মতি- ক্ষমা করুন মহারাজ, চেষ্টা করবো প্রাণপণে বাকি সব বিধাতাই জানে।
মহারাজ - ধরতে পারলে স্বর্ণ দেব ঢের, দরকার হলে খবর দাও বিদেশি বিশেষজ্ঞদের।
মতি- আগ্যে মহারাজ তার বোধয় হবে না দরকার, এবার তবে আজ্ঞা দিন সরকার।
মহারাজ- বিজয়ী ভব ।, না ধরতে পারলে কিন্তু বেজায় নারাজ হব।
(মতি যথারীতি পাইক পেয়াদা সৈন্য সামন্ত নিয়ে হল ব্যর্থ , খরচ হল হাতি ধরতে কড়ি কড়ি অর্থ। ব্যর্থ হয়ে মহারাজ মহা দুশ্চিন্তায় ,এ যে বিষম দায়।)
এদিকে হাতি ব্যাটার তান্ডব চলছে , খুব মজায় পাইক পেয়াদাদের নিয়ে ব্যাটা খেলছে।
পেয়াদা ডানে গেলে হাতি যায় বামে, পেয়াদা সব থেমে গেলে হাতি ব্যাটাও থামে।
লুকোচুরীর একসময়ে হাতি এলো ডাঙ্গায়
এবার তবে পেয়াদাদের কে আছে যে থামায়।
সুযোগ পেয়েই পেয়াদা সব পড়লো হাতির উপর ঝাপিয়ে
বললো ব্যাটা খুব খেলেছো এবার গেছো হাপিয়ে।
মহারাজের কাছে এসে মতি দিলো সুসংবাদ
বেশ কিছুদিন খেলিয়ে ব্যাটা হাতি হল কুপোকাত।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.