নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

brotoweb.wordpress.com/

ব্রতশুদ্ধ

ব্রতশুদ্ধ › বিস্তারিত পোস্টঃ

না তোর না আমার (অনুগল্প-১)

২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

রমেশ তার ডান হাতের তালু চুলকাতে চুলকাতে বলছে ছোটভাই পরেশকে

'ছোট ভাই পরেশ তুমি তো জানোই আমার হোল্ড কতদূর পর্যন্ত । ইচ্ছা করলেই সম্পত্তির পুরাটাই আমি নিয়া নিতে পারি কিন্তু তুমি এক মায়ের পেটের ছোট ভাই দেইখ্যা উত্তরের ঐ ঘরডা দিতাসি ।। যা পাইবা তাই মুখ বুইঝ্যা লইয়া লও আমি তোমার খারাপ চাইনা। আর এত্ত সম্পত্তি দিয়া তুমি কি করবা??? বিয়া শাদিও তো করোনাই। আর যদি মনে কর এতে তুমি খুশি না তাহলে আমার আঙ্গুল্টা একটু বাঁকা করতেই হয় আরকি।'

ছোট ভাই পরেশ কিছু না বলে একটা কেরোসিনের বড় ডিব্বা এনে পুরো ঘর জুড়ে ঢালতে থাকলো। কেরোসিনের ছিটেফুটো গিয়ে বড় ভাই রমেশের শরীরেও পড়ছে।

"পরেশ তোমার কি মাথা খারাপ হয়ে গেসে নাকি??? আমারে জ্বালায়া দিতে চাইতাসো নাকি?? এই এই থামো ভাই আমার থামো। করতাসো কি তুমি??"

বড় ভাই রমেশের কথায় কর্ণপাত না করে পরেশ আপন মনে কেরোসিনের পুরো ডিব্বা টা ঢেলে দিল তারপর চৌকাঠে দাঁড়িয়ে ম্যাচের বাক্সটা বের করতেই রমেশ সব ফেলেই 'ওরে বাবারে' বলে উঠে দৌড়। পরেশও ম্যাচের কাঠিতে আগুন জ্বালিয়ে ঘরে ছুঁড়ে মেরে জোড়ে চিৎকার দিয়ে বলে উঠলো ' না তোর না আমার।। সব আগুনের ।। খা ভাই খা মাডি খা। আমি গেলাম সব ছাইড়া।'

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৬

ঋতো আহমেদ বলেছেন: ভাল লাগল । অণুগল্প হিসেবে গল্পটি বেশ ।

২| ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:১৩

আরণ্যক রাখাল বলেছেন: ??? ভাল না

২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৩

ব্রতশুদ্ধ বলেছেন: তারমানে আপনার ভালো লাগে নি? ধন্যবাদ ।। অনেক ধন্যবাদ।। আপনার কাছ থেকে প্রশংসা আমি একদিন আদায় করবোই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.