নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

brotoweb.wordpress.com/

ব্রতশুদ্ধ

ব্রতশুদ্ধ › বিস্তারিত পোস্টঃ

\'ধর ধর হাইজাকার হাইজাকার\'- অনুগল্প ২

২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৩



সন্ধ্যে পেড়িয়ে রাত এসেছে। গর্জিয়াস মহিলাটা ছন্দে ছন্দে পা ফেলে এগুচ্ছে। থেকে থেকে হাসছে। তারপর আবার ছন্দে ছন্দে পা ফেলে এগুচ্ছে। হঠাৎ কোত্থেকে একটা হাইজাকার এসেই মহিলার হাতের পার্স টা নিয়ে দে দৌড়। দৌড় মানে সেই মানের দৌড়। পেছনে তার দুজন তারপর চারজন আটজন দশ ষোল বিষ ঊনচল্লিশ।। চোরও দৌড়াচ্ছে পেছনে মানুষও ‘ধর ধর হাইজাকার হাইজাকার ’ বলে ছুটছে। মানুষ ক্লান্ত হচ্ছে না নাছোড়বান্দা হাইজাকারো হাল ছাড়তে রাজি নয়। ‘ধর ধর হাইজাকার হাইজাকার”। সামনের চিপা গলিটার সামনে এসে শর্টকাট নেয় হাইজাকার পেছনে ছুটে আসা মানুষের একপাল ভুল রাস্তা দিয়ে চলে যায়। অন্ধকার আরো বাড়ছে। কিন্তু হাইজাকার আর পেছনে ছুটে চলা মানুষের সারি ছুটছেই । কিছুক্ষণ ছুটে মানুষগুলো সত্যিই ক্লান্ত তারপর ‘ধর ধর হাইজাকার হাইজাকার’ শুনে আরো কিছু নতুন মানুষের সমারোহ। হাইজাকার দৌড়ায় মানুষ পেছনে ।
এক পর্যায়ে ধাওয়া করে আসা মানুষগুলোকে গোলকধাঁধায় ফেলে চালাক হাইজাকার সবার পেছনে দৌড়ায়। এবার পেছনে থেকে হাইজাকারও চিল্লায় ‘ধর ধর হাইজাকার হাইজাকার’ । অন্ধকার বাড়ছে। পেছন থেকে হাইজাকার স্বয়ং একজন ধাওয়াকারীর কাধে টোকা দিয়ে বললো ‘ ভাই কই হাইজাকার?’ উত্তরে লোকটা চোখ গুলো বড় করে তাকালো হাইজাকারটার দিকে। হাইজাকারের পিলে চমকে উঠলো। তারপর লোকটা বললো ‘ ঠিকই তো হাইজাকার কই? ধুর বাল হুদাই দৌড়াইলাম এতক্ষন।”

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.