নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

brotoweb.wordpress.com/

ব্রতশুদ্ধ

ব্রতশুদ্ধ › বিস্তারিত পোস্টঃ

ছয় শব্দের গল্প এবং সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১:১৪

নোবেল বিজয়ী সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়েকে আমরা চিনি তার উপন্যাস , ছোটগল্প কিংবা তার অনুগল্পগুলোর জন্য । কিন্তু আর্নেস্ট হেমিংওয়ে জন্ম দিয়ে গিয়েছিলেন সাহিত্যের একটি অনবদ্য ধরণের যার নাম ছয় শব্দের গল্প।

'মানুষকে ধ্বংস করা যায় কিন্তু পরাজিত করা যায় না'- আর্নেস্ট হেমিংওয়ে

( আর্নেস্ট হেমিংওয়ের এই কয়েকটি শব্দ থেকেই পরবর্তিতে জন্ম হয় ছয় শব্দের সাহিত্যের ।)

হ্যাঁ, বাছাইকৃত ছয় শব্দের একটি অনুগল্প যার পেছনে লুকিয়ে থাকবে এক একটি কাহিনী, গল্প কিংবা ঘটনাবিশেষ। পৃথিবী জুড়ে খুব বেশি প্রচলিত নয় এমন একটি ধারা এই ছয় শব্দের গল্প। খুব বেশি মাত্রায় আমাদের বাংলা সাহিত্যেও এর আগমন ঘটেনি। বলাই চাঁদ মুখোপাধ্যায় চেষ্টা করলে হয়তো এই ধারাটি বেশ জনপ্রিয়তা লাভ করতে পারতো। সে যাই হোক যাদের লেখার অভ্যাস আছে কিংবা যারা পথিকৃৎ বাংলা সাহিত্য জগতের তাদের দৃষ্টি আকর্ষনের চেষ্টাতেই লিখছি এই কথাগুলো কিংবা সামু তে হতে পারে সাহিত্যের একটি প্রতিযোগিতা । ছ'টা শব্দ লিখতে খুব বেশি মনে না হলেও এ ধারাবিশেষ যে খুব সহজ তা কিন্তু নয়। ওয়াইয়ার্ড ম্যাগাজিনে ' ভেরি শর্ট স্টোরি ' হিসেবে নামকরণ করা হয়েছে এই ছয় শব্দের সাহিত্যের। ওয়াইয়ার্ড ম্যাগাজিনে প্রকাশিত কিছু ছয় শব্দের গল্প কিংবা ভেরি শর্ট স্টোরি নিচে উল্লেখ করছি। ধারাটি আপনার নিশ্চিন্তে বেশ নজর কেড়ে নেবে। আমি বিস্মিত হয়েছি যে সকল ছয় শব্দের গল্প পড়ে তার কয়েকটি ইংরেজি মাধ্যমেই নিচে তুলে ধরলাম।

*Tick tock tick tock tick tick.
– Neal Stephenson

*Easy. Just touch the match to
– Ursula K. Le Guin

*Bush told the truth. Hell froze.
– William Gibson

*Three to Iraq. One came back.
– Graeme Gibson

*With bloody hands, I say good-bye.
– Frank Miller

*It’s behind you! Hurry before it
– Rockne S. O’Bannon

মন্তব্য ১৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:১১

ভ্রমরের ডানা বলেছেন:
ভাল পোষ্ট!

২| ২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:০৬

আহমেদ জী এস বলেছেন: ব্রতশুদ্ধ ,




ব্রত শুদ্ধ হলেই ফোঁটে সতেজ সকাল ।

( ছয় শব্দের গল্প লেখার চেষ্টা করলুম ... )

৩| ২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০০

ফাহিম সাদি বলেছেন: They went together. Came back separately.

“I’ll return early tonight,” father lied.

Doctor asked him, “baby or mother?”

Prisoner is eating his last meal.

“Wrong number!” “Its me!” “Wrong number!”

Tonu? Raped. Rapist? Freed. Democracy? Ashamed.

৪| ২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫১

ভ্রমরের ডানা বলেছেন:
Behold there, let me see you.

=p~

৫| ২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৫

ক্লে ডল বলেছেন: গভীর রাত। নিসঙ্গ সড়ক। ছিন্নবস্ত্র মেয়েটি।

আমিও চেষ্টা করে গেলাম। :)

চমৎকার একটি বিষয় নিয়ে আলোকপাত করেছেন! জিনিসটা ইইন্টারেস্টিং। আমাদের দেশে এর চর্চা নেই আবার পরিচিতি ও নেই বললেই চলে।

৬| ২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৬

যবড়জং বলেছেন: ওইতো ফিরে দেখলো আবার পুনর্বার পুনরায় ।

চেষ্টা করলাম ........... আবার পুনর্বার পুনরায় করবো ।। ;)

৭| ২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৭

স্নিগ্ধ শোভন বলেছেন: ইন্টারেস্টিং!

৮| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: মেয়েটি জন্মের সাথে দুঃখ নিয়ে জন্মেছে।

:)

অন্য রকম।

৯| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছয় শব্দের গল্প একটা সুন্দর কনসেপ্ট। তবে, এত অল্প শব্দে গভীর তাৎপর্যময় গল্প লেখা অসম্ভব; লেখকের মনের খেয়ালি সাধ মেটাবার জন্যই মাঝে মাঝে গল্পে বৈচিত্র আনার দরকার পড়ে।

অনেক আগে কবি-ব্লগার মুজিব মেহদী ব্লগে পাব্লিশ করেছিলেন। তিনি বাংলায় একে অতি ক্ষুদ্র নাম দিয়েছিলেন। দেখুন। আমি 'গল্পকণিকা' নাম দিয়ে একটু বড় আকারে অন্য গল্প লিখতে থাকি। আগ্রহ থাকলে এখানে আরোগল্পকণিকা পড়তে পারবেন। ১ম কমেন্টের ঘরে এর সংজ্ঞা দেয়া আছে। আরো পড়ার জন্য 'গল্পকণিকা' লিখে সার্চ দিন।

ভালো থাকুন।

১০| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৪৯

খায়রুল আহসান বলেছেন: বেশ মজার পোস্ট। আমার ক্ষুদ্র প্রচেষ্টাঃ
পক্ষী ঠোঁটে দোদুল্যমান আধার , নীড় শাবকহীন।
এর আগের মন্তব্যটি (১০ নং) মুছে দিলে বাধিত হবো। ভুলে সেখানে একটি শব্দ (আধার) বাদ পড়ে গিয়েছিলো।

১১| ২৬ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩০

নূর আলম হিরণ বলেছেন: স্তন নয়! মনে হয় শুধু মাংসপিণ্ড!
একটুখানি চেষ্টা করলাম :) ভালো আইডিয়া চর্চা করলে আরো অনেক গল্প বাহির হবে।

১২| ২৬ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৮

ইমরান নিলয় বলেছেন: অতটা অপরিচিতও না কনসেপ্টটা। তবে আমার কাছে মনে হইসে যে এটা পুরোপুরি মনের খোরাক মেটাতে পারে না। না লেখকের, না পাঠকের। যদিও কনসেপ্টটা বেশ ভালোই। তবে আপনি জিলাপি খেয়ে বেঁচে থাকতে পারেন না। এজন্য এটাতে বিশেষ একটা উৎসাহ পাইনি।

২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১:২০

ব্রতশুদ্ধ বলেছেন: উৎসাহ একেবারে কমও পাননি বোধয়। একেবারে এমন একটা নিরুৎসাহের বিষয়(আপনার কাছে) নিয়ে কমেন্ট করতে গিয়ে বেশ কিছুটা সময়ও দেখি ব্যয় করে ফেললেন। যাই হোক ধন্যবাদ। আবার আসবেন।

১৩| ২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: এ ধারাটা আমারও ভালো লাগে!

১৪| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২২

গেম চেঞ্জার বলেছেন: গল্প পোস্ট হিসেবে ধরে নেয়া যায়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.