নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

brotoweb.wordpress.com/

ব্রতশুদ্ধ

ব্রতশুদ্ধ › বিস্তারিত পোস্টঃ

বেদান্তে\'র একটু ছুটি

২৬ শে নভেম্বর, ২০১৬ ভোর ৪:৪০

ধুলা উড়িয়ে চলতে চলতে থেকে থেকে মেঘ দেখছে বেদান্ত। হ্যাঁ কিছুক্ষণের মধ্যেই নেমে যেতে পারে দমকা হাওয়া সহ ঝড়ো বৃষ্টি। হাওয়াই মিঠাই ওয়ালা ঘন্টা বাজিয়ে যাচ্ছে। কেনা যাবে না। টিফিনের ফাঁকে খাওয়ার জন্য টাকা থাকবে না। আবার থেকে থেকে দিন ডাকছে, 'গুড়ুম গুড়ুম'। এইতো এসেই বোধয় যাবে বৃষ্টিটা কিছুক্ষনের মধ্যে। ধুলা উড়ছে বেদান্ত চলছে। ইশকুল এসে গেছে কিন্তু বৃষ্টি আসেনা। দূর থেকে প্রভাত , কমল, বৃন্ত'দের দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টি আসেনা। এইতো আর পাঁচ কদম হলেই ইশকুলের গেটটায় পা পড়ে যাবে। কিন্তু বৃষ্টি আর এলোনা।

-ইশকুল খুবই বাজে যায়গা বুঝলি কমল?

-নাহ ইশকুল অনেক ভাল রে শুধু পড়ালেখা খারাপ।

- হু ইশকুল ভালো। কিন্ত ক্লাস খারাপ। অনায়াসে এই সময়টায় আমরা ঐ মাঠটায় একটা ক্রিকেট ম্যাচের আয়োজন করতে পারতাম।

- কেন??? বকুল স্যারের হোমোয়ার্কের খাতা আনিস নি আজো??

- না রে। আজ তো আমি শেষ।

- হ্যাঁ আজ তো তুই শেষ।

বকুল স্যার এমন সময় স্কুলের প্রধান ফটক দিয়ে হঠাতই প্রবেশ করলেন।

- এই বেদান্ত হারামজাদা এদিকে আয় তো।

বেদান্ত দৌড়ে গেল স্যারের কাছে।

- নমস্কার স্যার। কি স্যার??

- আমার লাল গরুটাকে কাল থেকে পাচ্ছি না রে। খুব সম্ভবত তোদের বাসার ওদিকে ঘাস খেতে গিয়েছিল।

- কি স্যার!!! ( খুব উদ্বিগ্ন হয়ে বলল বেদান্ত) আমি কি একটা চেষ্টা করবো স্যার??? যদিই বা পেয়ে যাই।

- (একটু চিন্তিত হয়ে ) ঠিক আছে তাই বরং ভালো হবে। তাহলে তুই আজ বিকেল অব্দি খোঁজ লাগা। ঠিক আছে?? এর মধ্যে যদি পেয়ে যাস তো পেয়েই গেলি।

-আমি যথাসাধ্য চেষ্টা করবো স্যার।

- তাহলে আর দেরী না করে বরং এখনই যা।। আমারও দুশ্চিন্তা বাড়ছে রে।

- ঠিক আছে স্যার।। নমস্কার স্যার।

এই মুহুর্তে বেদান্ত নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখি ব্যক্তি মনে করছে। একটা ক্রিকেট ম্যাচ আগামী ঘন্টা খানেকের ভেতর আয়োজনের পরিকল্পনাও করছে সে। ধুলা উড়িয়ে উড়িয়ে চলছে বেদান্ত আর ক্রিকেট ম্যাচটার পরিকল্পনা আটছে। পরিকল্পনা প্রায় শেষ এমন সময় গুড়ুম গুড়ুম মেঘের শব্দে নেমে এলো ঝম ঝম মুশোল ধারে বৃষ্টি।

তাহলে আজ একটা ফুটবল ম্যাচই হয়ে যাক ।।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:



প্লটটা পরিচিত ও সুন্দর, সবাই ছুটি চায়

২| ২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০২

দেবজ্যোতিকাজল বলেছেন: আমি একটা ছোট গল্প সংকলন বের করব । পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কবিদের নিয়ে । ইচ্ছা রইলে মেল নম্বর দিলাম ।
[email protected]

২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৫২

ব্রতশুদ্ধ বলেছেন: শুনে ভাল লাগলো। হ্যাঁ আমি অতিসত্বর অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.