নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

brotoweb.wordpress.com/

ব্রতশুদ্ধ

ব্রতশুদ্ধ › বিস্তারিত পোস্টঃ

মশা

১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:৩৭


আক্রমণে থমকে আছি
মারতে গিয়ে ভড়কে গেছি।
উড়ছে সে যে নয় সে পাখি
দু’জন মোরা মুখোমুখি।

ক্ষুদ্রদেহী দেখতে কালো
রণকৌশল বেজায় ভালো।
কানের কাছে গান শুনিয়ে
হারিয়েই যায় গুনগুনিয়ে।

বেজায় চলছে যুদ্ধ মোদের
রক্ত খাওয়ার প্রতিশোধের।
পেছন দিয়ে কামড় মেরে
হঠাৎ করেই যাচ্ছে উড়ে।

পাচ্ছি না তার টিকির নাগাল
খুব সতর্কে রাখছি খেয়াল।
এক নিমেষেই হুল ফুটিয়ে
যাচ্ছে উড়ে খুব চুটিয়ে।

ধৈর্য আমি ধরছি ধারণ
শব্দ করা আমার বারণ।
অস্ত্র ছাড়া যুদ্ধে আমি
জিতবো জানি হারবে তুমি।

যতই ওড় এদিক ওদিক
হাত যে আমার যাবেই সেদিক।
ভাল করে অংক কষে
ঠিকই তোমায় দেব পিষে।

শত্রু আমার এবার ক্লান্ত
বসে আমার পায়ে জ্যান্ত।
চপাট করে হাত চালিয়ে
দেখি গেছে ফের পালিয়ে।

মহা দ্বন্দে পড়ে আমি
ইচ্ছে করেই একটু থামি।
হঠাৎ শুনি অলক্ষনে
গাইছে যে গান আমার কানে।

একটু থেমে সময় নিয়ে
দিলাম একটা চড় বসিয়ে।
বন্ধ হল রক্ত চোষা
ক্ষান্ত হল এবার মশা।









মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:৫৩

ফলোয়ার বলেছেন: ভাল লিখেছেন ।

২| ১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:১৪

ডঃ এম এ আলী বলেছেন: দারুন ছন্দময় ছড়া কবিতা মশাকে নিয়ে । অনেক দিন আগে ফেবুতে মশাকে নিয়ে দেখেছিলাম একটি কবিতা ও লিখা
এক রাত্রে আমি মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে পাগলের মত ঝাঁজালো গলায় বলি-
থামাও সহিংসতা,
আমরা আম জনতা,
আমরা চাই জীবনের নিরাপত্তা,
আমরা স্বাধীন হওয়ার পরও চাই স্বাধীনতা।
আর কত জ্বালাবে আমাদের কে,
মারবে আমাদের কে,
আর কত রক্ত হলে লাল হবে তোমাদের ফানুস।
আর কত প্রাণ চাও তোমরা তোমাদের বংশ বৃদ্ধিতে,
আমাদের জীবন জিম্মি করে আর কত শোষন করবে,
একটুও বাধেনা কি তোমাদের বিবেকে।
.
আমার এ সব বিরক্তিকর পাগলামো কথা শুনে পাশ থেকে রুমমেট অনি বলে উঠল, এই মশা মশাইকে নিয়ে একটা কবিতা আছে। শুন।-
.
আরে ও কেষ্টা ?
বলি দেখতো দেখি, কে এসেছে দ্বারে ?
ঘুমটা আমার হলো মাটি , ওর কান্নার স্বরেl
ওযে কানাই ,তাড়িয়ে দিলেও যায় না,বড় বালাই l
...............
...............
- রিঙ্কু রায়ের কবিতাটি শেষ করে অনি হাসি হাসিভাবে আবার বলল, ভাই এবার কিন্তু কোন মজার কবিতা নয়। মশাকে নিয়ে এক বিজ্ঞানীর মজার গল্প! বলি? বাংলাদেশী বিজ্ঞানী! সেই আমাদের মমিন সাহেবর গল্প। একদিন মমিন সাহেব তার রুমে বসে বসে বই পড়ছেন। হঠাৎ একটি মশা গান গাইতে গাইতে তার হাতের উপর বসে শুঁড় ঢুকিয়ে চুপিচুপি রক্ত খাচ্ছে। অন্য মশারা গান গেয়েই যাচ্ছে। তিনি ব্যাপারটা ভালো করে লক্ষ্য দেখলেন যে মশা গুলো তাকে কামড়াচ্ছে না! তখনই তিনি আবিষ্কার করলেন তার বিখ্যাত আবিষ্কার 'মশাকার্ষণ'। অর্থাৎ 'স্ত্রী মশা মানুষ কে কামড়ায় পুরুষ মশা কামড়ায় না।'


ধন্যবাদ মশাকে নিয়ে লিখে চলুন মজার মজার কবিতা আর ছড়া । মনে রাখবেন এদের জ্বালায় জীবনটা হয়েছে জ্বালা জ্বালা ।
শুভেচ্ছা রইল

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:১৯

শাহরিয়ার কবীর বলেছেন:
দিনে মাছি রাতে মশা বেশ ভালো আছি ঢাকা B-)

মশা নিয়ে দারুণ লিখেছেন।

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:৪২

কামরুল হাসান জনি বলেছেন: সুন্দর কবিতা। মশাকে নিয়ে কবিতা দেখে চিন্তার এক নতুন দিগন্ত খুলে দিয়েছেন। ধন্যবাদ কবি। ভালো থাকবেন।

৫| ১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:১৭

হুমম্‌ বলেছেন: +++++++++++++

৬| ১২ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২১

রানার ব্লগ বলেছেন: আহা !! সুকুমারীয় বচন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.