নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

brotoweb.wordpress.com/

ব্রতশুদ্ধ

ব্রতশুদ্ধ › বিস্তারিত পোস্টঃ

তিনটি কবিতা

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩০

#১
প্রতিদিন

নকশাই ছাদের নিচে - তেল চিটচিটে।
আস্তরনে : উঁইদের - দিনরাত হামাগুড়ি।
এদিক ওদিক টানাটানি।উষ্ণতা ভাগাভাগি।
কখনো লালারস। দুমড়ে মুচড়ে উর্মি।
প্রতারণা।দমকা রাগ।ফুসফুসে জমে থাকা হাসি।
হারিয়ে যাওয়া বাষ্প - ক্যামেলিয়ার গন্ধ।
হঠাৎ একটা চুল ও খুনসুটি। পানশে গাল।
তারপর পরিত্রাণ।আরেক ঢেউ এর খেলা........
লবণাক্ত জলে সাঁতরে হাপিয়ে ওঠা স্টারফিশ।



#২

দ্বন্দ্বে কিউপিড

কার্বন দেয়ালে ক্লসট্রোফবিক কিউপিড
ধনুক পেটালে হাতুড়ি হয় না, দুশ্চিন্তার বলিরেখা।
এক ক্যালাস দ্বন্দ্বে নিজের পাখনা দুটো ছেটে
স্যুটকেস বানাবে ভাবছে সে।
এক অদ্ভুত চক্রব্যুহে আটকে গেছে বেচারা
স্যাটানিক, ডিমনিক কিংবা ইকোনমিক ডমিনেশন।


#৩

শহর কাফেলা


আলোর শহর কাফেলা।
পায়ে পায়ে,হাতে হাতে।
লহুতে লহুতে, বাক্যের খুনসুটিতে;
শূন্যঘেষা ক্রিয়াকলাপে।

পরবর্তি পায়তারায় আধার-
কাটার অগ্রগতিতে গভীর।
বাক্সে বাক্সে স্তব-স্তুতি।
স্বপ্নের ঝুরিতে, হিসেব নিকেশে।

আকর ধ্বনিতে, বেহায়া স্রোতে,
বিপর্যস্ত বেড কাভারে।
লালার আদান প্রদানে
স্বীয় রোদনে, নিষ্ঠুর বাঁধনে।

কেউ এলো,কেউ এলোনা
কারো গঙ্গা অমৃতময়
কেউ ম্লান লাগামহীন সিডেটিভে।
অন্তরীন ভ্রমনে, অপহরণে।

আলো এলে আবার
জেগে ওঠা ভাটপ্রেম।
ঘৃণাগ্রন্থির প্রদাহ কিংবা
ধুকে চলা পুতুলনাচ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব কঠিন লাগলো ভাই। বুঝি নাই। ২ নম্বরটাতে ইংলিশ টার্ম খুব বেশি ইউজ করা হয়েছে।

শুভেচ্ছা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০৮

ব্রতশুদ্ধ বলেছেন: ধন্যবাদ

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫৮

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছো

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০৮

ব্রতশুদ্ধ বলেছেন: ধন্যবাদ দাদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.