নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

brotoweb.wordpress.com/

ব্রতশুদ্ধ

ব্রতশুদ্ধ › বিস্তারিত পোস্টঃ

অনলাইন ম্যাগাজিনের জন্য লিখা আহ্বান

০১ লা জুন, ২০১৭ রাত ১:২১



কারনেশন অনলাইন ম্যাগাজিন

কারনেশন অনলাইন ম্যাগাজিনের জন্য লিখা আহ্বান করা হচ্ছে।
নিম্নোক্ত বিভাগ সমূহে আপনাদের অপ্রকাশিত লিখা আমাদের ইমেইল ঠিকানায় আগামী
২০সে জুন ২০১৭ এর পূর্বে পাঠিয়ে দিন......

১।কবিতা
২।ছোটগল্প
৩।বড়গল্প
৪।প্রবন্ধ
৫।নাটক
৬।ধারাবাহিক উপন্যাস
৭।চিত্রকলা
৮।চলচ্চিত্র
৯।অনুবাদ সাহিত্য
১০।আলোকচিত্র
১১।উৎসব
১২।নারী
১৩।রম্য রচনা
১৪।বুক রিভিউ
লিখা .doc ফাইল নয়তো প্লেইন টেক্সটে পাঠাতে হবে।
ইমেইলের সাথে অবশ্যই নিজের নাম, ঠিকানা ,ফোন নাম্বার টেক্সট আকারে এবং এক কপি ছবি পাঠাবেন । আমাদের ইমেইল ঠিকানা -
[email protected]
(পূর্বে প্রকাশিত কোন লিখা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।)
ধন্যবাদান্তে
প্রধান সম্পাদক
কারনেশন অনলাইন ম্যাগাজিন


মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৭ রাত ১:৩৬

মোটা ফ্রেমের চশমা বলেছেন: পাঠিয়েছি। লেখা নির্বাচিত হলো কিনা কিভাবে জানা যাবে? আর কারনেশন ম্যাগাজিনটা কি নতুন বের হচ্ছে? আগে কখনো নাম শুনিনি। পূর্বে কোন সংখ্যা বের হয়ে থাকলে লিঙ্কটা দেয়া যাবে? দেখতাম।

আপনাদের উদ্যোগের প্রশংসা করছি।

০১ লা জুন, ২০১৭ রাত ১:৪৫

ব্রতশুদ্ধ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
একদম নতুন অনলাইন ম্যাগাজিন।
আগামী জুলাই এর ১ তারিখ থেকে যাত্রা শুরু হবে।
লিখা যদি সিলেক্ট হয় তবে সরাসরি অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করা হবে এবং এর আগে আপনার ইমেইল এড্রেসে জানানো হবে । ধন্যবাদ পাশে থাকবেন ।

২| ০১ লা জুন, ২০১৭ রাত ১:৪৭

উম্মে সায়মা বলেছেন: শুভ কামনা শুদ্ধদা। সাফল্য কামনা করছি।

০১ লা জুন, ২০১৭ রাত ১:৫০

ব্রতশুদ্ধ বলেছেন: শুধু শুভকামনায় কাজ হবে না।।
পাশে থাকতে হবে পুরোদমে :)

৩| ০১ লা জুন, ২০১৭ রাত ২:০৩

উম্মে সায়মা বলেছেন: অবশ্যই পাশে আছি। :) এগিয়ে যান অনেকদূর......।

৪| ০১ লা জুন, ২০১৭ সকাল ৭:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: কোনা টাকাকড়ি লাগবে কি?

০১ লা জুন, ২০১৭ দুপুর ১২:৪১

ব্রতশুদ্ধ বলেছেন: প্রশ্নই আসেনা।তবে এ ঠিক যে আমরা সাহিত্যে নতুনত্ব/এক্সপেরিমেন্টাল কাজকে অগ্রাধিকার দেবো। পাশে থাকবেন। ধন্যবাদ।

৫| ০১ লা জুন, ২০১৭ সকাল ১০:১৮

রাজীব নুর বলেছেন: খুব ভালো উদ্যোগ।

০১ লা জুন, ২০১৭ দুপুর ১২:৪১

ব্রতশুদ্ধ বলেছেন: ধন্যবাদ ভাই

৬| ০১ লা জুন, ২০১৭ দুপুর ১:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনাদের উদ্যোগকে স্বাগতম।

০১ লা জুন, ২০১৭ দুপুর ১:২৯

ব্রতশুদ্ধ বলেছেন: ধন্যবাদ ভাই। পাশে থাকবেন।

৭| ০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:১৯

ধ্রুবক আলো বলেছেন: ১. নিজের নাম, ঠিকানা ,ফোন নাম্বার টেক্সট আকারে এবং এক কপি ছবি পাঠাবেন, এসকল না পাঠালে হয় না?!
২. সামুতে প্রকাশিত কোনো লেখা পাঠালে কি হবে?

০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:৪০

ব্রতশুদ্ধ বলেছেন: ১। নাম তো আবশ্যক,ঠিকানা বলতে এক্কেবারে বাড়ির নাম্বার না দিলেও চলবে,মোবাইল নম্বর এবং ছবি পাঠাতে হবে।
২।না

৮| ০১ লা জুন, ২০১৭ বিকাল ৫:৫৬

কল্লোল পথিক বলেছেন:


ব্লগে বা ফেসবুকে প্রকাশিত লেখা কি পাঠানো যাবে?

০২ রা জুন, ২০১৭ রাত ১২:৫৪

ব্রতশুদ্ধ বলেছেন: ফেসবুকে সরাসরি স্ট্যাটাস আকারে প্রকাশিত লিখা পাঠাতে পারবেন।। ব্লগে প্রকাশিত লিখা গ্রহণ করা হবে না।

৯| ০১ লা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

নতুন নকিব বলেছেন:



এনআইডি লাগবে না?

পাসপোর্ট ইত্যাদি!

লাগলে আওয়াজ দিয়েন, প্লিজ!

শুভ উদ্যোগে অভিনন্দন অশেষ।

০২ রা জুন, ২০১৭ রাত ১২:৫৯

ব্রতশুদ্ধ বলেছেন: আমাদের উদ্দেশ্য হচ্ছে নতুন শক্তিশালী লেখক তৈরী করা। নাম ঠিকানা মোবাইল ফটো পাঠানোর উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা ভালো লেখকদের একটা শক্তিধালী কমন প্লাটফর্মের অধীনে নিয়ে আসতে পারি। এজন্য পরিচয় খুব জরুরি। আর সেরা লেখাগুলো সিলেক্ট করে লিখা গুলোর লেখকের পরিচয় ও আমরা ওয়েব সাইটে উল্লেখ করতে চাই। পাশে থাকবেন। ধন্যবাদ।

(এনাইডি পাসপোর্ট দরকার হলে সেটা চেয়ে নেবো :))

১০| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১:১২

বে-খেয়াল বলেছেন: ভাল উদ্যেগ চালিয়ে যান বন্ধু, শুভকামনা রইলো।

০৫ ই জুন, ২০১৭ রাত ২:১১

ব্রতশুদ্ধ বলেছেন: ধন্যবাদ।। পাশে থাকবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.